অটোপাসের আইন করতে সংসদে বিল উত্থাপন

করোনা মহামারীর মধ্যে পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় ‘অটো পাস’ বা বিকল্প মূল্যায়নের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য আইন সংশোধনের প্রস্তাব উঠেছে সংসদে। গতকাল একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে এ সংক্রান্ত তিনিটি বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মুলতবি বৈঠক শুরু হয়।

উত্থাপিত বিল তিনটি হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১। এ তিনটি বিলের মধ্যে প্রথমটি এক দিন, দ্বিতীয় ও তৃতীয় বিলটি ২ দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে। এই বিল সংসদের পাস হরে আগামী ২৮ জানুয়ারির মধ্যে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এর আগে জানিয়েছিলেন।

এদিকে গতকাল সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক দ্যা সিভিল কোর্ট (সংশোধন) বিল, ২০২১ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল পৃথকভাবে উত্থাপন করেন। এরমধ্যে প্রথম বিলটি ৩ দিনের মধ্যে এবং দ্বিতীয় বিলটি ৭ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য যথাক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এর বাইরে আজ সংসদে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২১ এর ওপর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি র আ ম. মুক্তাদির চৌধুরী রিপোর্টটি উপস্থাপন করেন।

দিনের কার্যসূচির সব পর্ব শেষে সংসদের বৈঠক গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার, ২০ জানুয়ারী ২০২১ , ৬ মাঘ ১৪২৭, ৬ জমাদিউস সানি ১৪৪২

অটোপাসের আইন করতে সংসদে বিল উত্থাপন

নিজস্ব বার্তা পরিবেশক |

করোনা মহামারীর মধ্যে পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় ‘অটো পাস’ বা বিকল্প মূল্যায়নের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য আইন সংশোধনের প্রস্তাব উঠেছে সংসদে। গতকাল একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে এ সংক্রান্ত তিনিটি বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মুলতবি বৈঠক শুরু হয়।

উত্থাপিত বিল তিনটি হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১। এ তিনটি বিলের মধ্যে প্রথমটি এক দিন, দ্বিতীয় ও তৃতীয় বিলটি ২ দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে। এই বিল সংসদের পাস হরে আগামী ২৮ জানুয়ারির মধ্যে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এর আগে জানিয়েছিলেন।

এদিকে গতকাল সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক দ্যা সিভিল কোর্ট (সংশোধন) বিল, ২০২১ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল পৃথকভাবে উত্থাপন করেন। এরমধ্যে প্রথম বিলটি ৩ দিনের মধ্যে এবং দ্বিতীয় বিলটি ৭ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য যথাক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এর বাইরে আজ সংসদে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২১ এর ওপর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি র আ ম. মুক্তাদির চৌধুরী রিপোর্টটি উপস্থাপন করেন।

দিনের কার্যসূচির সব পর্ব শেষে সংসদের বৈঠক গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।