এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে। একই সঙ্গে এশিয়ান রেডিও ৯০.৮ এফএমের জন্মদিন পালন করা হয়। গত রোববার রাতে কেক কেটে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উদযাপন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ সময় এশিয়ান টেলিভিশনের পথচলায় সব সময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ মো. হারুন-উর-রশীদ সিআইপি, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা শেখ রফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ রশীদ পারভেজ, জিএম শাহ রেজাউল মাহমুদ ও চিফ রিপোর্টার হাবিবুর রহমান পলাশ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে গত সোমবার দিনব্যাপী প্রতিষ্ঠান দুটির উদ্যোগে গুলশান নিকেতনের কার্যালয়ে চলে সীমিত অনুষ্ঠানমালা। এরমধ্যে ছিল শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, অতিথিবরণ ও দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনা। এছাড়া সকাল ১০টায় টিভি ভবনে পবিত্র মিলাদ মাহফিলের মাধ্যমে দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হারুন-উর-রশীদ সিআইপি, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি লিয়াকত আলী খান মুকুল। অনুষ্ঠানে দেশবরেণ্য বুদ্ধিজীবী, শিল্পী, আইনজীবী, সাংবাদিক নেতা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২০ জানুয়ারী ২০২১ , ৬ মাঘ ১৪২৭, ৬ জমাদিউস সানি ১৪৪২

এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন

নিজস্ব বার্তা পরিবেশক |

image

এশিয়ান টিভির অষ্টম বর্ষপূর্তিতে কেক কাটার অনুষ্ঠান -সংবাদ

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে। একই সঙ্গে এশিয়ান রেডিও ৯০.৮ এফএমের জন্মদিন পালন করা হয়। গত রোববার রাতে কেক কেটে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উদযাপন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ সময় এশিয়ান টেলিভিশনের পথচলায় সব সময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ মো. হারুন-উর-রশীদ সিআইপি, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা শেখ রফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ রশীদ পারভেজ, জিএম শাহ রেজাউল মাহমুদ ও চিফ রিপোর্টার হাবিবুর রহমান পলাশ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে গত সোমবার দিনব্যাপী প্রতিষ্ঠান দুটির উদ্যোগে গুলশান নিকেতনের কার্যালয়ে চলে সীমিত অনুষ্ঠানমালা। এরমধ্যে ছিল শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, অতিথিবরণ ও দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনা। এছাড়া সকাল ১০টায় টিভি ভবনে পবিত্র মিলাদ মাহফিলের মাধ্যমে দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হারুন-উর-রশীদ সিআইপি, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি লিয়াকত আলী খান মুকুল। অনুষ্ঠানে দেশবরেণ্য বুদ্ধিজীবী, শিল্পী, আইনজীবী, সাংবাদিক নেতা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।