চট্টগ্রাম সিটি নির্বাচন

নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে রেজাউল

আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের মানুষ উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জোটবদ্ধ। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনগুলো সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগকে, আমাকে নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে যাচ্ছেন। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে দেখে কারও কারেও মাথায় গ-গোল দেখা দিয়েছে। একটি অশান্তি পার্টি মিথ্যা ও ভিত্তিহীন অজুহাত তুলতে শুরু করেছে। গণবিচ্ছিন্ন দলটি জনরায়ে বিশ্বাসী নয়, তারা নির্বাচন চায় না। বারবার তারা নির্বাচনে প্রার্থী হলেও জনগণ তাদের প্রত্যাখান করেছে। এজন্য যেকোন নির্বাচনে তারা নানা অজুহাত তুলে সরে গিয়ে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করে।

গতকাল মহানগরের নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগের সময় আয়োজিত বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় এলাকাবাসীর কাছে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, আপনারা জানেন উন্নয়নের জাদুকর, বিশ্বনন্দিত নেত্রী, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আমার সঙ্গে আছেন। মেয়র নির্বাচিত হলে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দিয়ে আমার আপনার প্রিয় চট্টগ্রামকে শান্তি, সৌহার্দ্যরে, স্বাস্থ্যকর নান্দনিক ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব। তিনি বলেন, চট্টগ্রামের মানুষের নাগরিক সমস্যা সমাধানে আমি আন্দোলন করেছি, সমাধানের জন্য নানা মাধ্যমে পরামর্শ দিয়েছি। আমি জানি চট্টগ্রামের কোথায় কী সমস্যা আছে। সমস্যা সমাধানে কাজ করার ইচ্ছা, উদ্যমও আছে, সৎ সাহস আমার আছে। আমি আপনাদের সহযোগিতা চাই, নৌকা প্রতীকে আপনাদের রায় চাই। গণসংযোগে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, পশ্চিম বাকলিয়ার দল সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম, দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডের প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, উত্তর পাঠানটুলি ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ জাবেদ, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের, নারী কাউন্সিলর পদপ্রার্থী জাহেদা বেগম পপি, শাহীন আক্তার রোজী, জিন্নাত আরা বেগম এবং কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মান্নান ফেরদৌস, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি উপস্থিত ছিলেন।

বুধবার, ২০ জানুয়ারী ২০২১ , ৬ মাঘ ১৪২৭, ৬ জমাদিউস সানি ১৪৪২

চট্টগ্রাম সিটি নির্বাচন

নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে রেজাউল

চট্টগ্রাম ব্যুরো

image

নির্বাচনী প্রচারণায় আ’লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন -সংবাদ

আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের মানুষ উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জোটবদ্ধ। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনগুলো সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগকে, আমাকে নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে যাচ্ছেন। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে দেখে কারও কারেও মাথায় গ-গোল দেখা দিয়েছে। একটি অশান্তি পার্টি মিথ্যা ও ভিত্তিহীন অজুহাত তুলতে শুরু করেছে। গণবিচ্ছিন্ন দলটি জনরায়ে বিশ্বাসী নয়, তারা নির্বাচন চায় না। বারবার তারা নির্বাচনে প্রার্থী হলেও জনগণ তাদের প্রত্যাখান করেছে। এজন্য যেকোন নির্বাচনে তারা নানা অজুহাত তুলে সরে গিয়ে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করে।

গতকাল মহানগরের নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগের সময় আয়োজিত বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় এলাকাবাসীর কাছে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, আপনারা জানেন উন্নয়নের জাদুকর, বিশ্বনন্দিত নেত্রী, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আমার সঙ্গে আছেন। মেয়র নির্বাচিত হলে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দিয়ে আমার আপনার প্রিয় চট্টগ্রামকে শান্তি, সৌহার্দ্যরে, স্বাস্থ্যকর নান্দনিক ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব। তিনি বলেন, চট্টগ্রামের মানুষের নাগরিক সমস্যা সমাধানে আমি আন্দোলন করেছি, সমাধানের জন্য নানা মাধ্যমে পরামর্শ দিয়েছি। আমি জানি চট্টগ্রামের কোথায় কী সমস্যা আছে। সমস্যা সমাধানে কাজ করার ইচ্ছা, উদ্যমও আছে, সৎ সাহস আমার আছে। আমি আপনাদের সহযোগিতা চাই, নৌকা প্রতীকে আপনাদের রায় চাই। গণসংযোগে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, পশ্চিম বাকলিয়ার দল সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম, দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডের প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, উত্তর পাঠানটুলি ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ জাবেদ, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের, নারী কাউন্সিলর পদপ্রার্থী জাহেদা বেগম পপি, শাহীন আক্তার রোজী, জিন্নাত আরা বেগম এবং কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মান্নান ফেরদৌস, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি উপস্থিত ছিলেন।