সমন্বিত ভর্তি পরীক্ষা

দেশের পাবলিক বিশ্ববিদ্যালগুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। যাদের নানা জেলায় ঘুরে ভর্তি পরীক্ষা দেয়ার মতো সামর্থ্য নেই, তাদের জন্য এটা একটা বড় সুযোগ হতে পারে। সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষার ফলে ভিন্ন ভিন্ন ভার্সিটির ফরম কেনা ও যাতায়াত বাবদ যে ১৫-২০ হাজার টাকা খরচ করতে হতো, সেই খরচ কমে যাবে। মূলত এই সামর্থ্যরে অভাবেই অনেক মেধাবী শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেন না। সমন্বিত পরীক্ষায় ধনী-গরিব সবাই সমান সুযোগ পাবেন।

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় সমন্বিত বা গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় সম্মত হয়েছে। ভর্তি পরীক্ষা একযোগে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য পৃথক তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে গোল বেঁধেছে বিভাগ পরিবর্তন করা নিয়ে। এক বিভাগ থেকে অন্য বিভাগে ভর্তি হওয়ার বা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় আসার জন্য গুচ্ছপদ্ধতিতে পৃথক কোনো ইউনিট রাখা হয়নি। ভর্তিচ্ছুদের দাবি, বিভাগ পরিবর্তনের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা রাখা হোক। সব ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান রাখতে হবে। বিভাগ পরিবর্তনে শুধু বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

মো. শফিউল্লাহ

বুধবার, ২০ জানুয়ারী ২০২১ , ৬ মাঘ ১৪২৭, ৬ জমাদিউস সানি ১৪৪২

সমন্বিত ভর্তি পরীক্ষা

দেশের পাবলিক বিশ্ববিদ্যালগুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। যাদের নানা জেলায় ঘুরে ভর্তি পরীক্ষা দেয়ার মতো সামর্থ্য নেই, তাদের জন্য এটা একটা বড় সুযোগ হতে পারে। সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষার ফলে ভিন্ন ভিন্ন ভার্সিটির ফরম কেনা ও যাতায়াত বাবদ যে ১৫-২০ হাজার টাকা খরচ করতে হতো, সেই খরচ কমে যাবে। মূলত এই সামর্থ্যরে অভাবেই অনেক মেধাবী শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেন না। সমন্বিত পরীক্ষায় ধনী-গরিব সবাই সমান সুযোগ পাবেন।

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় সমন্বিত বা গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় সম্মত হয়েছে। ভর্তি পরীক্ষা একযোগে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য পৃথক তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে গোল বেঁধেছে বিভাগ পরিবর্তন করা নিয়ে। এক বিভাগ থেকে অন্য বিভাগে ভর্তি হওয়ার বা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় আসার জন্য গুচ্ছপদ্ধতিতে পৃথক কোনো ইউনিট রাখা হয়নি। ভর্তিচ্ছুদের দাবি, বিভাগ পরিবর্তনের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা রাখা হোক। সব ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান রাখতে হবে। বিভাগ পরিবর্তনে শুধু বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

মো. শফিউল্লাহ