নতুন প্লে-ব্যাকে বাবু

নতুন গানে প্লে-ব্যাক করলেন ফজলুর রহমান বাবু। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় বাবু আবারো প্লে-ব্যাক করলেন। গানের শিরোনাম ‘সুখ নাই এই ভুবনজুড়ে’। গানটি লিখেছেন বন্ধন বিশ^াস। ইমন সাহার সুর সঙ্গীতে গানটি তৈরি হয়েছে। এর আগে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় ইমন সাহার সুর-সঙ্গীতে ফজলুর রহমান বাবু ‘আমার মাথায় যতো চুল, তারচেয়ে বেশি হইলো ভুল’ গানটি গেয়েছিলেন।

ইমনের সুর-সঙ্গীতে আবারো প্লে-ব্যাক করা প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘ইমনের সঙ্গে সম্পর্কটা সত্য দা বেঁচে থাকাকালীন থেকেই, তখনও তার সুরকার হয়ে উঠা হয়নি। যে সম্পর্ককে আত্মার সম্পর্ক কিংবা আত্মীয়ের সম্পর্ক বললে ভুল বলা হবে না। ইমন সবসময়ই অসাধারণ সুর করে, আমার সম্পর্কে জানে বিধায় আমাকে নিয়ে সেভাবেই সুর করে। তার প্রতি আমার যেমন আত্মবিশ^াস আছে, আমার প্রতিও ঠিক তাই। সুখ নাই এই ভুবনজুড়ে গানটি শ্রোতাদের ভীষণ ভালোলাগবে।’মুঠোফোনে আমেরিকা থেকে ইমন সাহা বলেন, ‘বাবু ভাই আমার অন্যতম প্রিয় একজন অভিনেতা। তার কণ্ঠ এক কথায় অনন্য, যে কেউ শুনলেই বুঝবেন এটি বাবু ভাইয়ের কণ্ঠ। বাবু ভাইয়ের ভয়েজ রেঞ্জ চিন্তা করেই আমি গানটি করেছি। তিনি গেয়েছেনও চমৎকার।’ এদিকে আজ বাবু ‘সবুজে আস্থা’ নামক একটি এনজিওর প্রমোশনালের শুটিংয়ে অংশ নেবেন। এরই মধ্যে বাবু ফরিদুল হাসানের ‘বাহানা’ ধারাবাহিকের টাইটেল সংয়ে কণ্ঠ দিয়েছেন। গত ১৭ জানুয়ারি বাবু চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ সিনেমায় অভিনয়ের জন্য।

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ , ৭ মাঘ ১৪২৭, ৭ জমাদিউস সানি ১৪৪২

নতুন প্লে-ব্যাকে বাবু

বিনোদন প্রতিবেদক |

image

নতুন গানে প্লে-ব্যাক করলেন ফজলুর রহমান বাবু। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় বাবু আবারো প্লে-ব্যাক করলেন। গানের শিরোনাম ‘সুখ নাই এই ভুবনজুড়ে’। গানটি লিখেছেন বন্ধন বিশ^াস। ইমন সাহার সুর সঙ্গীতে গানটি তৈরি হয়েছে। এর আগে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় ইমন সাহার সুর-সঙ্গীতে ফজলুর রহমান বাবু ‘আমার মাথায় যতো চুল, তারচেয়ে বেশি হইলো ভুল’ গানটি গেয়েছিলেন।

ইমনের সুর-সঙ্গীতে আবারো প্লে-ব্যাক করা প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘ইমনের সঙ্গে সম্পর্কটা সত্য দা বেঁচে থাকাকালীন থেকেই, তখনও তার সুরকার হয়ে উঠা হয়নি। যে সম্পর্ককে আত্মার সম্পর্ক কিংবা আত্মীয়ের সম্পর্ক বললে ভুল বলা হবে না। ইমন সবসময়ই অসাধারণ সুর করে, আমার সম্পর্কে জানে বিধায় আমাকে নিয়ে সেভাবেই সুর করে। তার প্রতি আমার যেমন আত্মবিশ^াস আছে, আমার প্রতিও ঠিক তাই। সুখ নাই এই ভুবনজুড়ে গানটি শ্রোতাদের ভীষণ ভালোলাগবে।’মুঠোফোনে আমেরিকা থেকে ইমন সাহা বলেন, ‘বাবু ভাই আমার অন্যতম প্রিয় একজন অভিনেতা। তার কণ্ঠ এক কথায় অনন্য, যে কেউ শুনলেই বুঝবেন এটি বাবু ভাইয়ের কণ্ঠ। বাবু ভাইয়ের ভয়েজ রেঞ্জ চিন্তা করেই আমি গানটি করেছি। তিনি গেয়েছেনও চমৎকার।’ এদিকে আজ বাবু ‘সবুজে আস্থা’ নামক একটি এনজিওর প্রমোশনালের শুটিংয়ে অংশ নেবেন। এরই মধ্যে বাবু ফরিদুল হাসানের ‘বাহানা’ ধারাবাহিকের টাইটেল সংয়ে কণ্ঠ দিয়েছেন। গত ১৭ জানুয়ারি বাবু চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ সিনেমায় অভিনয়ের জন্য।