সামীরের ‘একটু অন্যরকম তুই’

২০২১ সালের শুরুতেই কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক এসকে সমীরের কণ্ঠে ‘একটু অন্যরকম তুই’ শিরোনামের একটি নতুন গান প্রকাশিত হলো। গীতিকার মাসুম আওয়ালের কথা ও সুরে এসকে সমীরের কণ্ঠে ও সংগীতায়োজনে তার নিজস্ব স্টুডিও মিউজিক ল্যাবে সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ সমাপ্ত হয়েছিল। নতুন বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম টাচ মিডিয়ার ব্যানারে মিউজিক ভিডিওসহ নতুন এই গানটি ড্রিম টাচের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন স্বনামধন্য নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। আর এই মিউজিক ভিডিওতে মডেল করেছেন স্বর্ণালী ও এসকে সমীর নিজেই। এ বিষয়ে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এসকে সমীর জানালেন, সাংবাদিক মাসুম আওয়াল আমার খুব কাছের একজন ছোট ভাই। মাসুম আওয়ালের কাছে প্রথম যেদিন গানটি শুনেছিলাম সেদিনই গানটির কথা ও সুর আমার খুব পছন্দ হয় এবং গানটি আমি নিজে গাইব বলে মনোস্থির করি। পরবর্তীতে আমি গানটির সঙ্গীতায়োজনের কাজ শুরু করি ও কণ্ঠ দিয়ে অডিওর কাজ সমাপ্ত করে। এরপর মিউজিক ভিডিওসহ গানটি মুক্তিও পেল। এজন্য ড্রিম টাচ মিডিয়ার কর্ণধার সায়েম ভাইয়ের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। মাসুম আওয়াল বলেন, ‘অনেক যতœ নিয়ে গানটির কথা ও সুর দিয়েছিলাম। সেখানে কণ্ঠশিল্পী এসকে সমীর ভাই সুন্দরভাবে গানটি গেয়েছে এবং সুন্দর একটি ভিডিও আকারে বাংলা গানের শ্রোতাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করছি আমাদের উদ্দেশ্য সফল হবে গানটি বাংলা গানের দর্শকরা খুবই পছন্দ করবে।’

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ , ৭ মাঘ ১৪২৭, ৭ জমাদিউস সানি ১৪৪২

সামীরের ‘একটু অন্যরকম তুই’

বিনোদন প্রতিবেদক |

image

২০২১ সালের শুরুতেই কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক এসকে সমীরের কণ্ঠে ‘একটু অন্যরকম তুই’ শিরোনামের একটি নতুন গান প্রকাশিত হলো। গীতিকার মাসুম আওয়ালের কথা ও সুরে এসকে সমীরের কণ্ঠে ও সংগীতায়োজনে তার নিজস্ব স্টুডিও মিউজিক ল্যাবে সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ সমাপ্ত হয়েছিল। নতুন বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম টাচ মিডিয়ার ব্যানারে মিউজিক ভিডিওসহ নতুন এই গানটি ড্রিম টাচের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন স্বনামধন্য নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। আর এই মিউজিক ভিডিওতে মডেল করেছেন স্বর্ণালী ও এসকে সমীর নিজেই। এ বিষয়ে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এসকে সমীর জানালেন, সাংবাদিক মাসুম আওয়াল আমার খুব কাছের একজন ছোট ভাই। মাসুম আওয়ালের কাছে প্রথম যেদিন গানটি শুনেছিলাম সেদিনই গানটির কথা ও সুর আমার খুব পছন্দ হয় এবং গানটি আমি নিজে গাইব বলে মনোস্থির করি। পরবর্তীতে আমি গানটির সঙ্গীতায়োজনের কাজ শুরু করি ও কণ্ঠ দিয়ে অডিওর কাজ সমাপ্ত করে। এরপর মিউজিক ভিডিওসহ গানটি মুক্তিও পেল। এজন্য ড্রিম টাচ মিডিয়ার কর্ণধার সায়েম ভাইয়ের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। মাসুম আওয়াল বলেন, ‘অনেক যতœ নিয়ে গানটির কথা ও সুর দিয়েছিলাম। সেখানে কণ্ঠশিল্পী এসকে সমীর ভাই সুন্দরভাবে গানটি গেয়েছে এবং সুন্দর একটি ভিডিও আকারে বাংলা গানের শ্রোতাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করছি আমাদের উদ্দেশ্য সফল হবে গানটি বাংলা গানের দর্শকরা খুবই পছন্দ করবে।’