দুরন্ত টিভিতে আজ ‘ভুলোস্টাইন’

রবি থেকে বৃহস্পতিবার, দুপুর ২টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে প্রচার হচ্ছে ‘ভুলোস্টাইন’। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন ও ফাহিমা আহমেদ চৈতী। ভুলোমনা বিজ্ঞানী ভুলোস্টাইন। সহযোগী পিকুর সাথে বিজ্ঞানের নানান গল্প ও গবেষণায় সময় কাটে তার। গ্যালিলিও থেকে জগদীশ চন্দ্র বসু, ক্ষুদ্র বালুকণা থেকে সৌরজগৎ, আগুন জ্বালানো থেকে রোবট আবিষ্কার, গাছপালা, পশুপাখি, কোন কিছুই বাদ পড়ে না তাদের আলোচনা থেকে। ভুলোস্টাইনের সাথে আরো রয়েছে তার কয়েকজন ক্ষুদে বিজ্ঞানী বন্ধু। আগামীকালের পর্বে রঙের মজার খেলা নিয়ে থাকবে আয়ুষ্মান বড়ুয়া এবং সপ্তদীপ সমিদ্ধ। এছাড়া জানা যাবে রঙ নিয়ে নানান তথ্য। সহযোগী পিকুর চরিত্রে অভিনয় করেছেন রামিজ রাজু। ক্ষুদে বিজ্ঞানী হিসেবে রয়েছে ফারজানা আক্তার মীম, উনাইসা তিজান খান, তোকি ইয়াসার আয়মান, শুক্লিমা শ্রদ্ধা, তাসলিম কাদের মুন, ত্রিদিব সরকার, ত্রিয়াশা সরকার, নীল স্রোতস্বীনি, মালিহা ইউসূফ, সৌবান্তিক সমৃদ্ধ, মাইমুনা ইসলাম মেধাসহ অনেকে। পাপেট পরিচালনায় আছেন শুভঙ্কর দাশ শুভ।

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ , ৭ মাঘ ১৪২৭, ৭ জমাদিউস সানি ১৪৪২

দুরন্ত টিভিতে আজ ‘ভুলোস্টাইন’

বিনোদন প্রতিবেদক |

রবি থেকে বৃহস্পতিবার, দুপুর ২টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে প্রচার হচ্ছে ‘ভুলোস্টাইন’। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন ও ফাহিমা আহমেদ চৈতী। ভুলোমনা বিজ্ঞানী ভুলোস্টাইন। সহযোগী পিকুর সাথে বিজ্ঞানের নানান গল্প ও গবেষণায় সময় কাটে তার। গ্যালিলিও থেকে জগদীশ চন্দ্র বসু, ক্ষুদ্র বালুকণা থেকে সৌরজগৎ, আগুন জ্বালানো থেকে রোবট আবিষ্কার, গাছপালা, পশুপাখি, কোন কিছুই বাদ পড়ে না তাদের আলোচনা থেকে। ভুলোস্টাইনের সাথে আরো রয়েছে তার কয়েকজন ক্ষুদে বিজ্ঞানী বন্ধু। আগামীকালের পর্বে রঙের মজার খেলা নিয়ে থাকবে আয়ুষ্মান বড়ুয়া এবং সপ্তদীপ সমিদ্ধ। এছাড়া জানা যাবে রঙ নিয়ে নানান তথ্য। সহযোগী পিকুর চরিত্রে অভিনয় করেছেন রামিজ রাজু। ক্ষুদে বিজ্ঞানী হিসেবে রয়েছে ফারজানা আক্তার মীম, উনাইসা তিজান খান, তোকি ইয়াসার আয়মান, শুক্লিমা শ্রদ্ধা, তাসলিম কাদের মুন, ত্রিদিব সরকার, ত্রিয়াশা সরকার, নীল স্রোতস্বীনি, মালিহা ইউসূফ, সৌবান্তিক সমৃদ্ধ, মাইমুনা ইসলাম মেধাসহ অনেকে। পাপেট পরিচালনায় আছেন শুভঙ্কর দাশ শুভ।