প্রযোজনায় তমা পরিচালক তৌকীর

মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবে পরিচিতি চিত্রনায়িকা তমা মির্জার। তার নামের পাশে যুক্ত হচ্ছে আরও একটি বিশেষণ। প্রযোজক হিসেবে নাটক ও ভিডিও কন্টেন্ট নির্মাণে আসছেন তিনি। আর প্রথম কাজেই পরিচালক হিসেবে পাশে পাচ্ছেন নন্দিত নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদকে। তমার প্রযোজনা প্রতিষ্ঠান মির্জা’স ক্রিয়েশনের জন্য ঈদের নাটক তৈরি করছেন তৌকীর। তিনি বলেন, ‘অন্য সবার মতো আমারও কিছু স্বপ্ন আছে, যা আমি লালন করি আমার মতো করে। সেই স্বপ্নগুলোর মধ্যে একটি সত্যি করার পথে পা বাড়ালাম। তৌকীর ভাইয়ার সঙ্গে এই প্রথম কাজ করতে যাচ্ছি। আপাতত তার সঙ্গে ঈদের একটি কাজ নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এটি এক ঘণ্টার নাটক। নির্মাণের পাশাপাশি এতে ভাইয়া নিজেও অভিনয় করবেন। আশা করি এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সঙ্গে আরও অনেক কাজ করা হবে।’ দেশটিভিতে ‘প্রিয়তমার প্রিয়মুখ’ নামের একটি সেলিব্রেটি শো উপস্থাপনা করছেন তমা। এছাড়া তার হাতে রয়েছে ‘ফ্রম বাংলাদেশ’, ‘পাপ কাহিনী’ এবং ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজ। আর তৌকীর সর্বশেষ শুটিং সম্পন্ন করেছেন ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রের।

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ , ৭ মাঘ ১৪২৭, ৭ জমাদিউস সানি ১৪৪২

প্রযোজনায় তমা পরিচালক তৌকীর

বিনোদন প্রতিবেদক |

image

মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবে পরিচিতি চিত্রনায়িকা তমা মির্জার। তার নামের পাশে যুক্ত হচ্ছে আরও একটি বিশেষণ। প্রযোজক হিসেবে নাটক ও ভিডিও কন্টেন্ট নির্মাণে আসছেন তিনি। আর প্রথম কাজেই পরিচালক হিসেবে পাশে পাচ্ছেন নন্দিত নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদকে। তমার প্রযোজনা প্রতিষ্ঠান মির্জা’স ক্রিয়েশনের জন্য ঈদের নাটক তৈরি করছেন তৌকীর। তিনি বলেন, ‘অন্য সবার মতো আমারও কিছু স্বপ্ন আছে, যা আমি লালন করি আমার মতো করে। সেই স্বপ্নগুলোর মধ্যে একটি সত্যি করার পথে পা বাড়ালাম। তৌকীর ভাইয়ার সঙ্গে এই প্রথম কাজ করতে যাচ্ছি। আপাতত তার সঙ্গে ঈদের একটি কাজ নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এটি এক ঘণ্টার নাটক। নির্মাণের পাশাপাশি এতে ভাইয়া নিজেও অভিনয় করবেন। আশা করি এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সঙ্গে আরও অনেক কাজ করা হবে।’ দেশটিভিতে ‘প্রিয়তমার প্রিয়মুখ’ নামের একটি সেলিব্রেটি শো উপস্থাপনা করছেন তমা। এছাড়া তার হাতে রয়েছে ‘ফ্রম বাংলাদেশ’, ‘পাপ কাহিনী’ এবং ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজ। আর তৌকীর সর্বশেষ শুটিং সম্পন্ন করেছেন ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রের।