ভালোবাসা দিবসে সৈনিকের ‘ভালোবাসাই হারাই’

নতুন গান নিয়ে আসছেন নতুন প্রজন্মের সংগীত শিল্পী টি ডব্লিউ সৈনিক। ‘ভালোবাসাই হারাই’ শিরোনামের এ গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর স্টুডিও জয়ার ব্যানারে গানটির সুর-সঙ্গীত করেছেন রাজন সাহা। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গানটি ভিডিওসহ স্টুডিও জয়ার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, ইবরার টিপুর কম্পোজিশনে ২০০৬ সালে টি ডব্লিউ সৈনিকের প্রথম অ্যালবাম ‘তুমি আমার ঘুম’ প্রকাশিত হয়। আর বাপ্পা মজুমদারের কম্পোজিশনে তার দ্বিতীয় ও সর্বশেষ অ্যালবাম ‘ঘুমের পর মেঘ’ প্রকাশিত হয় ২০১৫ সালে। দীর্ঘ ৬ বছর পর ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসা প্রসঙ্গে সৈনিক বলেন, ‘দীর্ঘ দিন পর কোন মৌলিক গান গাইলাম। দারুণ রোমান্টিক ও মেলোডিয়াস একটি গান এটি। গানের কথা ও সুর দুটোই বেশ চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে।’ সুরকার ও সঙ্গীত পরিচালক রাজন সাহা বলেন, ‘টি ডব্লিউ সৈনিক ভাই আমার অন্যতম প্রিয় একজন গায়ক। তিনি আমার সুরে গেয়েছেন সেটি আমার জন্য অনেক বড় পাওয়া।’ গীতিকার রেজাউর রহমান রিজভী জানান, টি ডব্লিউ সৈনিক ভাইয়ের গায়কীর মাঝে অত্যন্ত সাবলীল ও ন্যাচারাল একটি বিষয় রয়েছে। আর রাজন সাহা দাদার সঙ্গে আমার অনেকগুলো জনপ্রিয় গানের কাজ হয়েছে।

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ , ৭ মাঘ ১৪২৭, ৭ জমাদিউস সানি ১৪৪২

ভালোবাসা দিবসে সৈনিকের ‘ভালোবাসাই হারাই’

বিনোদন প্রতিবেদক |

image

নতুন গান নিয়ে আসছেন নতুন প্রজন্মের সংগীত শিল্পী টি ডব্লিউ সৈনিক। ‘ভালোবাসাই হারাই’ শিরোনামের এ গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর স্টুডিও জয়ার ব্যানারে গানটির সুর-সঙ্গীত করেছেন রাজন সাহা। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গানটি ভিডিওসহ স্টুডিও জয়ার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, ইবরার টিপুর কম্পোজিশনে ২০০৬ সালে টি ডব্লিউ সৈনিকের প্রথম অ্যালবাম ‘তুমি আমার ঘুম’ প্রকাশিত হয়। আর বাপ্পা মজুমদারের কম্পোজিশনে তার দ্বিতীয় ও সর্বশেষ অ্যালবাম ‘ঘুমের পর মেঘ’ প্রকাশিত হয় ২০১৫ সালে। দীর্ঘ ৬ বছর পর ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসা প্রসঙ্গে সৈনিক বলেন, ‘দীর্ঘ দিন পর কোন মৌলিক গান গাইলাম। দারুণ রোমান্টিক ও মেলোডিয়াস একটি গান এটি। গানের কথা ও সুর দুটোই বেশ চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে।’ সুরকার ও সঙ্গীত পরিচালক রাজন সাহা বলেন, ‘টি ডব্লিউ সৈনিক ভাই আমার অন্যতম প্রিয় একজন গায়ক। তিনি আমার সুরে গেয়েছেন সেটি আমার জন্য অনেক বড় পাওয়া।’ গীতিকার রেজাউর রহমান রিজভী জানান, টি ডব্লিউ সৈনিক ভাইয়ের গায়কীর মাঝে অত্যন্ত সাবলীল ও ন্যাচারাল একটি বিষয় রয়েছে। আর রাজন সাহা দাদার সঙ্গে আমার অনেকগুলো জনপ্রিয় গানের কাজ হয়েছে।