বিদায় বেলায় ১০৪ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে ১০৪ জনকে ক্ষমা করে দিয়েছেন। এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। সিএনএন

ইউটিউবেই ট্রাম্পের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, আমি এক কঠিন লড়াই করেছি। কঠিনতম লড়াই। কারণ সে জন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে এখনও নিজের পরাজয় স্বীকার করে নেননি ট্রাম্প।

এদিকে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এ উপলক্ষে রাজধানী ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

ডেলওয়ার থেকে ওয়াশিংটনে যাওয়ার আগে আবেগঘন এক বক্তব্য রাখেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তার নতুন পথ ভঙ্গুর হলেও একে মোকাবিলা করে যুক্তরাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাবেন তিনি।

পরে, ওয়াশিংটন পৌঁছে লিংকন মেমোরিয়ালে করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান বাইডেন ও কমলা হ্যারিস।

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ , ৭ মাঘ ১৪২৭, ৭ জমাদিউস সানি ১৪৪২

বিদায় বেলায় ১০৪ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে ১০৪ জনকে ক্ষমা করে দিয়েছেন। এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। সিএনএন

ইউটিউবেই ট্রাম্পের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, আমি এক কঠিন লড়াই করেছি। কঠিনতম লড়াই। কারণ সে জন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে এখনও নিজের পরাজয় স্বীকার করে নেননি ট্রাম্প।

এদিকে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এ উপলক্ষে রাজধানী ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

ডেলওয়ার থেকে ওয়াশিংটনে যাওয়ার আগে আবেগঘন এক বক্তব্য রাখেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তার নতুন পথ ভঙ্গুর হলেও একে মোকাবিলা করে যুক্তরাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাবেন তিনি।

পরে, ওয়াশিংটন পৌঁছে লিংকন মেমোরিয়ালে করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান বাইডেন ও কমলা হ্যারিস।