সব ছিনিয়ে নিয়ে গাড়ি থেকে ফেলে দিত ওরা

রাজধানীর কাওরান বাজারসহ বেশ কয়েকটি স্থানে পাইকারি সবজির আড়ত বসে। ক্ষুদ্র ব্যবসায়ীরা আড়ত থেকে সবজি কিনে নিজ এলাকার কাঁচাবাজারে বিক্রি করে। একটি ডাকাত দল সাধারণত রাত ১২টার পর ভাড়া করা পিকআপ নিয়ে ডাকাতি করতে বের হয়। ডাকাত দল আড়তে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করে। টার্গেটকৃত ব্যক্তিদের আড়তে নেয়ার কথা বলে সুকৌশলে তাদের গাড়িতে তোলে। এরপর যাত্রীবেশে থাকা ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ীদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একটি ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে নেমে অভিনব এই ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার। গ্রেফতারকৃতরা হলো- সজল, মুসা, বাচ্চু, সজীব, মুন্না ও সিদ্দিক। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ, চাকু এবং লুণ্ঠন করা ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, গত বছর ২৮ ডিসেম্বর আপন মিয়া ও তার সঙ্গী নজরুল ইসলাম তাদের দক্ষিণখানের বাসা থেকে কাওরান বাজারের উদ্দেশে বের হন। বিমানবন্দর থানার কাওলা ফুটওভার ব্রিজের পূর্ব পাশে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। অজ্ঞাতনামা ডাকাতরা পিকআপ ভ্যানযোগে এসে কারওয়ান বাজার যাবে মর্মে যাত্রী ওঠায়। ভিকটিম কারওয়ান বাজারগামী পিকআপে উঠে বসে। পিকআপে ওঠার সঙ্গে সঙ্গে পিকআপের পেছনে যাত্রীবেশে বসে থাকা ডাকাতরা তাদের টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলন্ত গাড়ি থেকে ভিকটিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনায় ভিকটিম আপন মিয়া মারা যায়। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়। থানা পুলিশের পাশাপাশি মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। এ মামলার ঘটনা তদন্তে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গোয়েন্দা বিভাগ। এরপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। চক্রটি শুধু ডাকাতিই নয়, হত্যাকা-ের সঙ্গে জড়িত।

ডিবির এই কর্মকর্তা জানান, রাজধানীতে দিনের বেলা পিকআপ ও ট্রাক চলাচল করে না। রাতে চলাচল করে। তাই রাজধানীতে দিন ও রাতের চিত্র ভিন্ন। ক্ষুদ্র ব্যবসায়ীরা এমন ঘটনার সম্মুখীন হলেও সাধারণত থানায় কোন অভিযোগ জানায় না। তাই এ ঘটনাগুলো পুলিশের অজানাই থেকে যায়। এমন ঘটনার শিকার হলে পুলিশকে অবহিত করতে সবাইকে অনুরোধ করেন তিনি।

আরও খবর
সময়োচিত পদক্ষেপে করোনাকালেও বিশ্বমন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ প্রধানমন্ত্রী
ইশরাত নিশাত স্মরণে ‘এক জীবনের থিয়েটার’ অনুষ্ঠান
বরগুনার প্রাকৃতিক সৌন্দর্যের মনোজ্ঞ প্রকাশনা
কুষ্টিয়ার এসপিকে হাইকোর্টে তলব
প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে করোনা বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অর্থমন্ত্রী
মাদকের এডিসহ বরখাস্ত ৫
রাজশাহীতে বিয়ের শর্তে চিকিৎসকের জামিন
ঘাতক চালক রিমান্ডে
২৭টি ফ্ল্যাট কর্মচারীদের অবৈধ দখলে
কারাগারে নয়, বই হাতে সংশোধনে পাঠালেন আদালত
খেলার মাঠ ও বিনোদনকেন্দ্রের উদ্যোগ নেয়া হবে রেজাউল
হতদরিদ্রদের আবাসন সমস্যা সমাধানে অগ্রাধিকার দেব শাহাদাত
সবুজ শাকের ডগায় বেঁচে থাকার স্বপ্ন

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ , ৭ মাঘ ১৪২৭, ৭ জমাদিউস সানি ১৪৪২

গ্রেপ্তার ৬ ছিনতাইকারী

সব ছিনিয়ে নিয়ে গাড়ি থেকে ফেলে দিত ওরা

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর কাওরান বাজারসহ বেশ কয়েকটি স্থানে পাইকারি সবজির আড়ত বসে। ক্ষুদ্র ব্যবসায়ীরা আড়ত থেকে সবজি কিনে নিজ এলাকার কাঁচাবাজারে বিক্রি করে। একটি ডাকাত দল সাধারণত রাত ১২টার পর ভাড়া করা পিকআপ নিয়ে ডাকাতি করতে বের হয়। ডাকাত দল আড়তে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করে। টার্গেটকৃত ব্যক্তিদের আড়তে নেয়ার কথা বলে সুকৌশলে তাদের গাড়িতে তোলে। এরপর যাত্রীবেশে থাকা ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ীদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একটি ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে নেমে অভিনব এই ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার। গ্রেফতারকৃতরা হলো- সজল, মুসা, বাচ্চু, সজীব, মুন্না ও সিদ্দিক। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ, চাকু এবং লুণ্ঠন করা ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, গত বছর ২৮ ডিসেম্বর আপন মিয়া ও তার সঙ্গী নজরুল ইসলাম তাদের দক্ষিণখানের বাসা থেকে কাওরান বাজারের উদ্দেশে বের হন। বিমানবন্দর থানার কাওলা ফুটওভার ব্রিজের পূর্ব পাশে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। অজ্ঞাতনামা ডাকাতরা পিকআপ ভ্যানযোগে এসে কারওয়ান বাজার যাবে মর্মে যাত্রী ওঠায়। ভিকটিম কারওয়ান বাজারগামী পিকআপে উঠে বসে। পিকআপে ওঠার সঙ্গে সঙ্গে পিকআপের পেছনে যাত্রীবেশে বসে থাকা ডাকাতরা তাদের টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলন্ত গাড়ি থেকে ভিকটিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনায় ভিকটিম আপন মিয়া মারা যায়। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়। থানা পুলিশের পাশাপাশি মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। এ মামলার ঘটনা তদন্তে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গোয়েন্দা বিভাগ। এরপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। চক্রটি শুধু ডাকাতিই নয়, হত্যাকা-ের সঙ্গে জড়িত।

ডিবির এই কর্মকর্তা জানান, রাজধানীতে দিনের বেলা পিকআপ ও ট্রাক চলাচল করে না। রাতে চলাচল করে। তাই রাজধানীতে দিন ও রাতের চিত্র ভিন্ন। ক্ষুদ্র ব্যবসায়ীরা এমন ঘটনার সম্মুখীন হলেও সাধারণত থানায় কোন অভিযোগ জানায় না। তাই এ ঘটনাগুলো পুলিশের অজানাই থেকে যায়। এমন ঘটনার শিকার হলে পুলিশকে অবহিত করতে সবাইকে অনুরোধ করেন তিনি।