বিএসটিআই’র অভিযানে ২ পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপির অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ২টি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা ও ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় স্কোয়াড অভিযানের মাধ্যমে আদালত বরাবর মামলা দায়ের করা হয়। গতকাল ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স পূর্ণিমা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১১০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৭০ মিলিলিটার কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দিয়ে জ্বালানি তেল বিক্রয়/বিতরণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ , ৮ মাঘ ১৪২৭, ৮ জমাদিউস সানি ১৪৪২

বিএসটিআই’র অভিযানে ২ পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা

image

পরিমাপে কারচুপির অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ২টি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা ও ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় স্কোয়াড অভিযানের মাধ্যমে আদালত বরাবর মামলা দায়ের করা হয়। গতকাল ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স পূর্ণিমা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১১০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৭০ মিলিলিটার কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দিয়ে জ্বালানি তেল বিক্রয়/বিতরণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।