জিপ উল্টে খাদে নিহত-৩, আহত-৫

বান্দরবানের থানচি উপজেলায় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। গতকাল সকালে থানচি লিক্রি সড়কে ওয়াক চাক্কু ম্রো পাড়া নামক স্থানের একটি চান্দের গাড়ি (বি-৭০) লট নং১৪৪ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে গভীর খাদে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এই ঘটনায় যারা নিহত হয়েছে তারা হলেন চট্টগ্রামের সাতকানিয়া বাসিন্দা আশু মিয়া, রুমা বাকলাই পাড়া বাসিন্দা লালসিম এল বম এবং কক্সবাজারের চকরিয়া বাসিন্দা মো. হোসেন। আহতরা হলেন, রুমা বাকলাই পাড়া বাসিন্দা সুমতন বম, কুচপাড়ী চকরিয়া বাসন্দিা মো. নাছির, নরসিংহপুর ফকিরহাট বাসিন্দা মো. মাইউদ্দিন, টুঙ্গিপাড়া গোপালগজ্ঞ বাসিন্দা মো. সাইফুল ইসলাম এবং মো. সাদ্দাম হোসেন।

এদিকে পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে ১৭ কিলোমিটার হতে থানচি সদর উপজেলা উদেশ্যে সড়ক উন্নয়ন কাজের ৫ জন শ্রমিক এবং স্থানীয় বাকলাই পাড়ার ৩ জন বাসিন্দাসহ ৮ জন যাত্রী নিয়ে থানচি সদরে রওনা হয়।

শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ , ৮ মাঘ ১৪২৭, ৮ জমাদিউস সানি ১৪৪২

বান্দরবানে

জিপ উল্টে খাদে নিহত-৩, আহত-৫

প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের থানচি উপজেলায় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। গতকাল সকালে থানচি লিক্রি সড়কে ওয়াক চাক্কু ম্রো পাড়া নামক স্থানের একটি চান্দের গাড়ি (বি-৭০) লট নং১৪৪ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে গভীর খাদে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এই ঘটনায় যারা নিহত হয়েছে তারা হলেন চট্টগ্রামের সাতকানিয়া বাসিন্দা আশু মিয়া, রুমা বাকলাই পাড়া বাসিন্দা লালসিম এল বম এবং কক্সবাজারের চকরিয়া বাসিন্দা মো. হোসেন। আহতরা হলেন, রুমা বাকলাই পাড়া বাসিন্দা সুমতন বম, কুচপাড়ী চকরিয়া বাসন্দিা মো. নাছির, নরসিংহপুর ফকিরহাট বাসিন্দা মো. মাইউদ্দিন, টুঙ্গিপাড়া গোপালগজ্ঞ বাসিন্দা মো. সাইফুল ইসলাম এবং মো. সাদ্দাম হোসেন।

এদিকে পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে ১৭ কিলোমিটার হতে থানচি সদর উপজেলা উদেশ্যে সড়ক উন্নয়ন কাজের ৫ জন শ্রমিক এবং স্থানীয় বাকলাই পাড়ার ৩ জন বাসিন্দাসহ ৮ জন যাত্রী নিয়ে থানচি সদরে রওনা হয়।