বাইডেনের অভিষেকে এশিয়ায় শেয়ার দর বেড়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আরও প্রণোদনা পাওয়ার আশায় বেড়ে গিয়েছে এশিয়ার শেয়ার বাজারগুলোতে শেয়ারের দর। রয়টার্স

করোনাভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে ১.৯ ট্রিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা পরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বাইডেন প্রশাসন।

নতুন প্রশাসনের এ পরিকল্পনার সঙ্গে একাত্মতা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের রিপাবলিকান সদস্যরাও।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা। তবে প্রণোদনা প্যাকেজটি পাস করতে সিনেটের রিপাবলিকান সদস্যদের সমর্থনের দরকার পড়বে তাদের।

স্যাক্সো ক্যাপিটাল মার্কেটের গ্লোবাল ম্যাক্রো স্ট্র্যাটেজিস্ট কে ভ্যান-পিটারসেন বলেন, সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ আরও প্রণোদনার সম্ভাবনার শুধু ইঙ্গিতই দেয় না, এটি একই সঙ্গে বিস্তৃতিও বোঝায়। এর অর্থ শেয়ারের দর আরও বাড়বে। আমরা আরও ত্বরান্বিত অ্যাসেট ক্লাস মূল্যস্ফীতির দিকে যাচ্ছি।

জাপানের বাইরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এমএসসিআইয়ের এশিয়া-প্যাসিফিক শেয়ারের বর্ধিত সূচক দশমিক ৮৫ শতাংশ পর্যন্ত বাড়ে।

চীনের ব্লু-চিপসের শেয়ার বাড়ে ১.২ শতাংশ। অস্ট্রেলিয়ার পুঁজিবাজারে শেয়ারের দর সর্বোচ্চ দশমিক ৬৯ শতাংশ পর্যন্ত বাড়ে।

হংকংয়ের হ্যাং সেং সূচক ৩০ হাজার লেভেল ছাড়িয়ে যায়। এটি বেড়ে দাঁড়ায় দশমিক ৩১ শতাংশে।

শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ , ৮ মাঘ ১৪২৭, ৮ জমাদিউস সানি ১৪৪২

বাইডেনের অভিষেকে এশিয়ায় শেয়ার দর বেড়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আরও প্রণোদনা পাওয়ার আশায় বেড়ে গিয়েছে এশিয়ার শেয়ার বাজারগুলোতে শেয়ারের দর। রয়টার্স

করোনাভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে ১.৯ ট্রিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা পরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বাইডেন প্রশাসন।

নতুন প্রশাসনের এ পরিকল্পনার সঙ্গে একাত্মতা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের রিপাবলিকান সদস্যরাও।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা। তবে প্রণোদনা প্যাকেজটি পাস করতে সিনেটের রিপাবলিকান সদস্যদের সমর্থনের দরকার পড়বে তাদের।

স্যাক্সো ক্যাপিটাল মার্কেটের গ্লোবাল ম্যাক্রো স্ট্র্যাটেজিস্ট কে ভ্যান-পিটারসেন বলেন, সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ আরও প্রণোদনার সম্ভাবনার শুধু ইঙ্গিতই দেয় না, এটি একই সঙ্গে বিস্তৃতিও বোঝায়। এর অর্থ শেয়ারের দর আরও বাড়বে। আমরা আরও ত্বরান্বিত অ্যাসেট ক্লাস মূল্যস্ফীতির দিকে যাচ্ছি।

জাপানের বাইরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এমএসসিআইয়ের এশিয়া-প্যাসিফিক শেয়ারের বর্ধিত সূচক দশমিক ৮৫ শতাংশ পর্যন্ত বাড়ে।

চীনের ব্লু-চিপসের শেয়ার বাড়ে ১.২ শতাংশ। অস্ট্রেলিয়ার পুঁজিবাজারে শেয়ারের দর সর্বোচ্চ দশমিক ৬৯ শতাংশ পর্যন্ত বাড়ে।

হংকংয়ের হ্যাং সেং সূচক ৩০ হাজার লেভেল ছাড়িয়ে যায়। এটি বেড়ে দাঁড়ায় দশমিক ৩১ শতাংশে।