করোনা সংক্রান্ত ১০ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাস সংক্রান্ত ১০ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অভিষেকের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এসব আদেশে স্বাক্ষর করেন তিনি। এর আগে বুধবার করোনাভাইরাস বিষয়ক আরও দুটি নির্বাহী আদেশ জারি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং দেশটির শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউসি নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় বাইডেনের পাশে ছিলেন।

হোয়াইট হাউজের রুজভেল্ট রুমে বাইডেন ১৯৮ পৃষ্ঠার পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের সহায়তায় আগামী এক মাসের মধ্যে ১০০টি টিকা কেন্দ্র খোলা হবে। আগামী ১০০ দিনের মধ্যে ১০ কোটি আমেরিকানকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি আমাদের দেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। ভয়েস অব আমেরিকা

অ্যান্থনি ফাউসি সাংবাদিকদের জানান, ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ যুক্তিসঙ্গত। এ পর্যন্ত ১ কোটি ৬ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে যা পূর্বের প্রশাসনের ডিসেম্বরের মধ্যে ২ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রার চেয়ে কম।

আমেরিকানদের সতর্ক করে দিয়ে জো বাইডেন বলেন, করোনা মহামারী নিয়ে সামনে এখনও অনেক কঠিন দিন রয়েছে। পরিস্থিতি উন্নতির বদলে অবনতির দিকে যাচ্ছে। আগামী মাসেই মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়াতে পারে।

তিনি বলেন, গত এক বছর আমরা কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করতে পারিনি। এ ব্যর্থতার জন্য আমাদের মর্মান্তিক মূল্য দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৪ মিলিয়নেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। চার লাখ আট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আমেরিকাতেই সবচেয়ে বেশি।

শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ , ৯ মাঘ ১৪২৭, ৯ জমাদিউস সানি ১৪৪২

করোনা সংক্রান্ত ১০ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাস সংক্রান্ত ১০ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অভিষেকের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এসব আদেশে স্বাক্ষর করেন তিনি। এর আগে বুধবার করোনাভাইরাস বিষয়ক আরও দুটি নির্বাহী আদেশ জারি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং দেশটির শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউসি নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় বাইডেনের পাশে ছিলেন।

হোয়াইট হাউজের রুজভেল্ট রুমে বাইডেন ১৯৮ পৃষ্ঠার পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের সহায়তায় আগামী এক মাসের মধ্যে ১০০টি টিকা কেন্দ্র খোলা হবে। আগামী ১০০ দিনের মধ্যে ১০ কোটি আমেরিকানকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি আমাদের দেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। ভয়েস অব আমেরিকা

অ্যান্থনি ফাউসি সাংবাদিকদের জানান, ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ যুক্তিসঙ্গত। এ পর্যন্ত ১ কোটি ৬ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে যা পূর্বের প্রশাসনের ডিসেম্বরের মধ্যে ২ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রার চেয়ে কম।

আমেরিকানদের সতর্ক করে দিয়ে জো বাইডেন বলেন, করোনা মহামারী নিয়ে সামনে এখনও অনেক কঠিন দিন রয়েছে। পরিস্থিতি উন্নতির বদলে অবনতির দিকে যাচ্ছে। আগামী মাসেই মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়াতে পারে।

তিনি বলেন, গত এক বছর আমরা কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করতে পারিনি। এ ব্যর্থতার জন্য আমাদের মর্মান্তিক মূল্য দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৪ মিলিয়নেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। চার লাখ আট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আমেরিকাতেই সবচেয়ে বেশি।