অপো রেনো৫ বিনামূল্যে হোম ডেলিভারি পেতে করণীয়

স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো গত ১৪ জানুয়ারি বাংলাদেশে তাদের সর্বশেষ স্মার্টফোন রেনো৫ এর ফার্স্ট সেল শুরু করে। পূর্ববর্তী ফোন রেনো৪ এর থেকে রেনো৫ ৩৬১ শতাংশ বেশি বিক্রি হয়ে অপো’র ফোনের বিক্রিতে নতুন রেকর্ড তৈরি করেছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ফার্স্ট সেলে অভিনেত্রী সাবিলা নূর উপস্থিত থেকে অপো’র গ্রাহক এবং ভক্তদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে ছবি তোলেন। রেনো৫ এখন অপো’র প্রতিটি আউটলেট ছাড়াও অপো’র অফিসিয়াল সাইটে পাওয়া যাচ্ছে এবং গ্রাহকরা পাচ্ছেন বিনামূল্যে হোম ডেলিভারি সুবিধা।

অপো’র কান্ট্রি পাবলিক রিলেশন হেড জোশিতা সানজানা রিজভান এ প্রসঙ্গে বলেন, “সর্বশেষ সব উদ্ভাবন নিয়ে আমরা আমাদের স্মার্টফোনগুলোকে ধারাবাহিকভাবে উন্নত করে যাচ্ছি। ‘টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড’ প্রতিপাদ্যে আমরা অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে আসছি যেন তরুণ প্রজন্ম সহজে তাদের প্রতিভা ও সৃজনশীলতা সবার সামনে তুলে ধরতে পারে।”

গ্রাহকরা এখন অপো’র অফিসিয়াল ফেসবুক পেজের স্বয়ংক্রিয় চ্যাট সিস্টেম থেকে আরও উন্নত পরিষেবা ও পণ্যের ব্যাপারে সকল তথ্য পেতে পারেন। অপো রেনো৫ বিনামূল্যে হোম ডেলিভারি পেতে গ্রাহকরা এই লিংকে যেতে পারেন: https://opposhop.online/product/13।

অপো রেনো৫-এ ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরার সঙ্গে আছে এআই মিক্সড পোর্ট্রেট এবং ডুয়াল-ভিউ ভিডিও মোড। ৭.৮ মিমি ফোনটির ওজন ১৭১ গ্রাম। রেনো৫ এর ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং-এ ৪৮ মিনিটের মধ্যে এর ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পুরোপুরিভাবে চার্জ করা যাবে। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট এর ফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ , ৯ মাঘ ১৪২৭, ৯ জমাদিউস সানি ১৪৪২

অপো রেনো৫ বিনামূল্যে হোম ডেলিভারি পেতে করণীয়

image

স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো গত ১৪ জানুয়ারি বাংলাদেশে তাদের সর্বশেষ স্মার্টফোন রেনো৫ এর ফার্স্ট সেল শুরু করে। পূর্ববর্তী ফোন রেনো৪ এর থেকে রেনো৫ ৩৬১ শতাংশ বেশি বিক্রি হয়ে অপো’র ফোনের বিক্রিতে নতুন রেকর্ড তৈরি করেছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ফার্স্ট সেলে অভিনেত্রী সাবিলা নূর উপস্থিত থেকে অপো’র গ্রাহক এবং ভক্তদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে ছবি তোলেন। রেনো৫ এখন অপো’র প্রতিটি আউটলেট ছাড়াও অপো’র অফিসিয়াল সাইটে পাওয়া যাচ্ছে এবং গ্রাহকরা পাচ্ছেন বিনামূল্যে হোম ডেলিভারি সুবিধা।

অপো’র কান্ট্রি পাবলিক রিলেশন হেড জোশিতা সানজানা রিজভান এ প্রসঙ্গে বলেন, “সর্বশেষ সব উদ্ভাবন নিয়ে আমরা আমাদের স্মার্টফোনগুলোকে ধারাবাহিকভাবে উন্নত করে যাচ্ছি। ‘টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড’ প্রতিপাদ্যে আমরা অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে আসছি যেন তরুণ প্রজন্ম সহজে তাদের প্রতিভা ও সৃজনশীলতা সবার সামনে তুলে ধরতে পারে।”

গ্রাহকরা এখন অপো’র অফিসিয়াল ফেসবুক পেজের স্বয়ংক্রিয় চ্যাট সিস্টেম থেকে আরও উন্নত পরিষেবা ও পণ্যের ব্যাপারে সকল তথ্য পেতে পারেন। অপো রেনো৫ বিনামূল্যে হোম ডেলিভারি পেতে গ্রাহকরা এই লিংকে যেতে পারেন: https://opposhop.online/product/13।

অপো রেনো৫-এ ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরার সঙ্গে আছে এআই মিক্সড পোর্ট্রেট এবং ডুয়াল-ভিউ ভিডিও মোড। ৭.৮ মিমি ফোনটির ওজন ১৭১ গ্রাম। রেনো৫ এর ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং-এ ৪৮ মিনিটের মধ্যে এর ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পুরোপুরিভাবে চার্জ করা যাবে। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট এর ফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ। সংবাদ বিজ্ঞপ্তি।