সড়কে ঝরল ৬ প্রাণ

পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে মাদারীপুরের শিবচরে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ পাবনার দুবলিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ এবং খুলনার ডুমরিয়ায় এক কলেজছাত্র ও ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী প্রাণ হারায়।

প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতু এক্সপ্রেস হাইওয়ের একটি সেতুর পিলারের সঙ্গে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই রোগীসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বরিশালের উজিরপুর থেকে অসুস্থ খাদিজা বেগমকে একটি অ্যাম্বুলেন্সে করে তার পরিবার ঢাকা যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক প্রান্ত থেকে ছিটকে অপর প্রান্তের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম (৬৫) ও তার ভাইয়ের ছেলে মেহেদী হাসান (১৭) নিহত হয়। খবর পেয়ে পাঁচ্চর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতাবস্থায় শেফালী বেগম (৪৫), সোহাগ (৩০), পলাশ (২৫) ও অ্যাম্বুলেন্স চালক আবুল বাশারকে (৪০) উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করে।

নিহত খাদিজা বেগম বরিশালের উজিরপুর উপজেলার বাবরখানা গ্রামের আনোয়ার তালুকদারের স্ত্রী ও মেহেদী হাসান নিহত খাদিজার ভাই একই উপজেলার জালালউদ্দিনের ছেলে।

হাইওয়ে থানার ওসি সোহরাব আহমেদ মজুমদার বলেন, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও চালকসহ ৪ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়েছে।

পাবনা : পাবনার দুবলিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। গতকাল সকালে এই দুর্ঘটনা ঘটে।

দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, পাবনার সুজানগর উপজেলা থেকে যাত্রী বোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশা পাবনা শহরের দিকে যাচ্ছিল। গতকাল সকাল ৮টার দিকে অটোরিকশাটি পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারের অদূরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঝন্টু কুণ্ডু (৬০) নামে একজন নিহত হয়।

আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফা সুলতানা (৪৫) নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলো- নিহত আরিফা সুলতানার স্বামী আবদুল বারেক (৪৫), আবদুল কাদের (৫৫) ও তার স্ত্রী রওশন আরা (৪৫)। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হতাহতরা সবার বাড়ি সুজানগর উপজেলা সদরের বিভিন্ন এলাকায়। ঘটনার পর ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

খুলনা : খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদ খান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া কলেজের স্নাতকের ছাত্র জাহিদ উপজেলার রানাই গ্রামের জাকির খানের ছেলে।

খর্নিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মোশাররফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে ডুমুরিয়া উপজেলা সদরের দিকে আসছিলেন জাহিদ।

খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালী ব্রিজের কাছে সাতক্ষীরাগামী একটি পিকনিক বাস মোটরসাইকটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জাহিদ।

ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল জাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ : ঝিনাইদহে ট্রাক চাপায় রিপ্তি বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ জন। গতকাল সকালে শহরের হামদহ ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। নিহত রিপ্তি বেগম সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের তাহিজুল ছিদ্দিক আলীর মেয়ে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল সকালে রিপ্তি বেগম চাচাতো ভাই আলমগীর হোসেনের সঙ্গে মোটরসাইকেলযোগে শহর থেকে গ্রামে ফিরছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঘোষপাড়া নামক স্থানে পৌঁছলে যশোর থেকে কুষ্টিয়াগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ওই নারী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ দিকে এ ঘটনার প্রতিবাদে ওই স্থানে গতিরোধক দেয়ার দাবিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।

শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ , ৯ মাঘ ১৪২৭, ৯ জমাদিউস সানি ১৪৪২

চার জেলায়

সড়কে ঝরল ৬ প্রাণ

সংবাদ ডেস্ক |

পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে মাদারীপুরের শিবচরে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ পাবনার দুবলিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ এবং খুলনার ডুমরিয়ায় এক কলেজছাত্র ও ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী প্রাণ হারায়।

প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতু এক্সপ্রেস হাইওয়ের একটি সেতুর পিলারের সঙ্গে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই রোগীসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বরিশালের উজিরপুর থেকে অসুস্থ খাদিজা বেগমকে একটি অ্যাম্বুলেন্সে করে তার পরিবার ঢাকা যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক প্রান্ত থেকে ছিটকে অপর প্রান্তের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম (৬৫) ও তার ভাইয়ের ছেলে মেহেদী হাসান (১৭) নিহত হয়। খবর পেয়ে পাঁচ্চর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতাবস্থায় শেফালী বেগম (৪৫), সোহাগ (৩০), পলাশ (২৫) ও অ্যাম্বুলেন্স চালক আবুল বাশারকে (৪০) উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করে।

নিহত খাদিজা বেগম বরিশালের উজিরপুর উপজেলার বাবরখানা গ্রামের আনোয়ার তালুকদারের স্ত্রী ও মেহেদী হাসান নিহত খাদিজার ভাই একই উপজেলার জালালউদ্দিনের ছেলে।

হাইওয়ে থানার ওসি সোহরাব আহমেদ মজুমদার বলেন, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও চালকসহ ৪ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়েছে।

পাবনা : পাবনার দুবলিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। গতকাল সকালে এই দুর্ঘটনা ঘটে।

দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, পাবনার সুজানগর উপজেলা থেকে যাত্রী বোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশা পাবনা শহরের দিকে যাচ্ছিল। গতকাল সকাল ৮টার দিকে অটোরিকশাটি পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারের অদূরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঝন্টু কুণ্ডু (৬০) নামে একজন নিহত হয়।

আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফা সুলতানা (৪৫) নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলো- নিহত আরিফা সুলতানার স্বামী আবদুল বারেক (৪৫), আবদুল কাদের (৫৫) ও তার স্ত্রী রওশন আরা (৪৫)। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হতাহতরা সবার বাড়ি সুজানগর উপজেলা সদরের বিভিন্ন এলাকায়। ঘটনার পর ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

খুলনা : খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদ খান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া কলেজের স্নাতকের ছাত্র জাহিদ উপজেলার রানাই গ্রামের জাকির খানের ছেলে।

খর্নিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মোশাররফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে ডুমুরিয়া উপজেলা সদরের দিকে আসছিলেন জাহিদ।

খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালী ব্রিজের কাছে সাতক্ষীরাগামী একটি পিকনিক বাস মোটরসাইকটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জাহিদ।

ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল জাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ : ঝিনাইদহে ট্রাক চাপায় রিপ্তি বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ জন। গতকাল সকালে শহরের হামদহ ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। নিহত রিপ্তি বেগম সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের তাহিজুল ছিদ্দিক আলীর মেয়ে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল সকালে রিপ্তি বেগম চাচাতো ভাই আলমগীর হোসেনের সঙ্গে মোটরসাইকেলযোগে শহর থেকে গ্রামে ফিরছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঘোষপাড়া নামক স্থানে পৌঁছলে যশোর থেকে কুষ্টিয়াগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ওই নারী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ দিকে এ ঘটনার প্রতিবাদে ওই স্থানে গতিরোধক দেয়ার দাবিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।