রাজশাহীতে বিভিন্ন অপরাধে ধৃত ৪২

রাজশাহী নগর ও ডিবি পুলিশ তাদের ১২টি থানা এলকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪২ জনকে আটক করেছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এদের আটক করা হয। আর এম পি,ও মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস জানান বোয়ালিয়া মডেল থানা-০৭, রাজপাড়া থানা -০৩, চন্দ্রিমা থানা-০৫,মতিহার থানা-০২, কাটাখালি থানা-০৩, বেলপুকুর থানা-০২, শাহমুকদুম থানা-০২, পবা থানা-০১,কাশিয়াডাঙ্গা থানা- ০৪,দামকুড়া থানা- ০৯ ও ডিবি পুলিশ ০৪ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও শাহমুকদুম থানা পুলিশ নিজস্ব গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে গত শুক্রবার বিকেলে খিরসিন নতুন ফুদকীপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. কাজল আলী (৩০)কে আটক করেছে। সে খিরসিন টিকর এলাকার মো. মন্টু মিয়ার ছেলে। আটকের সময় তার নিকট থেকে কেজি গাঁজা জব্দ করেছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আর এমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস জানান।

আরও খবর
নাব্য সংকট-ডুবোচরে একমাস ধরে অচল সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দর
‘গণমাধ্যমকর্মীরা সরকারের গুরুত্বপূর্ণ অংশ’
পটিয়ায় মুজিব শতবর্ষে ফুটবল প্রতিযোগ
পটুয়াখালীতে কিশোরীকে ধর্ষণ ৭ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তাগাছায় শীতবস্ত্র পেলেন ৬০ হিজড়া
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের টেঁটায় নিহত ১ : ধৃত ৬
নাসিরনগর বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রতিযোগের পুরস্কার প্রদান
কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ৩
৪ বছরেও মাছবাজার সেতুর সংযোগ সড়ক হয়নি : দুর্ভোগ
ইটভাটা মালিককে এক লাখ অর্থদণ্ড
মহেশপুরে ফেনসিডিল বিক্রেতা গ্রেপ্তার
কুয়াকাটায় সাড়ে ৩শ’ একর বনভূমি বেদখল : তালিকায় ৩৮৩ দখলদার
ভৈরব নদ দখল করে ভবন : বেপরোয় দখলদাররা
বাইপাস সড়কে উচ্ছেদ আতঙ্কে চকরিয়ার ৪ শতাধিক পরিবার
কর্মকর্তাদের দুর্নীতিতে দেশের চিনিকলগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ , ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

রাজশাহীতে বিভিন্ন অপরাধে ধৃত ৪২

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী নগর ও ডিবি পুলিশ তাদের ১২টি থানা এলকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪২ জনকে আটক করেছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এদের আটক করা হয। আর এম পি,ও মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস জানান বোয়ালিয়া মডেল থানা-০৭, রাজপাড়া থানা -০৩, চন্দ্রিমা থানা-০৫,মতিহার থানা-০২, কাটাখালি থানা-০৩, বেলপুকুর থানা-০২, শাহমুকদুম থানা-০২, পবা থানা-০১,কাশিয়াডাঙ্গা থানা- ০৪,দামকুড়া থানা- ০৯ ও ডিবি পুলিশ ০৪ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও শাহমুকদুম থানা পুলিশ নিজস্ব গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে গত শুক্রবার বিকেলে খিরসিন নতুন ফুদকীপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. কাজল আলী (৩০)কে আটক করেছে। সে খিরসিন টিকর এলাকার মো. মন্টু মিয়ার ছেলে। আটকের সময় তার নিকট থেকে কেজি গাঁজা জব্দ করেছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আর এমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস জানান।