প্রকাশ পেল ইমরান-পূজার নতুন গান

ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা জুটি বেঁধে গেয়েছেন অনেক গান। নতুন গানচিত্র নিয়ে আবার ফিরছেন এই জুটি। গানের শিরোনাম ‘ভালবেসে যে ভুলে যায়’। মেহেদী হাসান লিমনের কাব্যমালায় গানটির সুর করেছেন মুহাম্মদ মিলন আর সঙ্গীতায়োজনে করেছেন এমএমপি রনি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে এই গানচিত্রটি।

প্রেম, বিরহ, ভুল বোঝাবুঝি আর ভালোবাসার গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানের ভিডিওতে মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক রানা। অন্যদিকে ইমরান ও পূজা ভিডিওতে হাজির হয়েছেন তাদের নিজস্ব স্বকীয়তায়। ২৩ জানুয়ারি সন্ধ্যায় এটি অবমুক্ত করা হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে ইমরান বলেন, ‘অনেকদিন পর আমার সঙ্গে পূজার গান প্রকাশ হলো। গানের কথা, সুর ও সঙ্গীত হৃদয়ে দোলা লাগার মতো। গানটির ভিডিওতে চমক আছে। আশা করছি মুগ্ধ হবেন সবাই।’

পূজা জানালেন, ‘অনেকদিন পর মনের মতো একটি গান করেছি। সঙ্গে আছে ইমরান। ভিডিওটি করেছি একটু ব্যতিক্রমভাবে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকদের।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানচিত্রটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপএ।

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ , ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

প্রকাশ পেল ইমরান-পূজার নতুন গান

বিনোদন প্রতিবেদক |

image

ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা জুটি বেঁধে গেয়েছেন অনেক গান। নতুন গানচিত্র নিয়ে আবার ফিরছেন এই জুটি। গানের শিরোনাম ‘ভালবেসে যে ভুলে যায়’। মেহেদী হাসান লিমনের কাব্যমালায় গানটির সুর করেছেন মুহাম্মদ মিলন আর সঙ্গীতায়োজনে করেছেন এমএমপি রনি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে এই গানচিত্রটি।

প্রেম, বিরহ, ভুল বোঝাবুঝি আর ভালোবাসার গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানের ভিডিওতে মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক রানা। অন্যদিকে ইমরান ও পূজা ভিডিওতে হাজির হয়েছেন তাদের নিজস্ব স্বকীয়তায়। ২৩ জানুয়ারি সন্ধ্যায় এটি অবমুক্ত করা হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে ইমরান বলেন, ‘অনেকদিন পর আমার সঙ্গে পূজার গান প্রকাশ হলো। গানের কথা, সুর ও সঙ্গীত হৃদয়ে দোলা লাগার মতো। গানটির ভিডিওতে চমক আছে। আশা করছি মুগ্ধ হবেন সবাই।’

পূজা জানালেন, ‘অনেকদিন পর মনের মতো একটি গান করেছি। সঙ্গে আছে ইমরান। ভিডিওটি করেছি একটু ব্যতিক্রমভাবে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকদের।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানচিত্রটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপএ।