৬০০ পর্বে হাসান জাহাঙ্গীরের ‘চাপাবাজ’

হাসান জাহাঙ্গীরের রচনা পরিচালনা ও অভিনয়ে বর্তমান সময়ের জনপ্রিয় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’। আজ রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে নাটকটির ৬০০ পর্ব প্রচার হবে। এ প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘একটা দীর্ঘ ধারাবাহিক নাটক দর্শকের মন জয় করানো সহজ কথা নয়। দর্শকের ভালোবাসা ভালোলাগার কারণে টিআরপিতে বরাবর টপটেন থাকছে নাটকটি। এবার বছরের প্রথম জরিপে নাটকটি তিন নাম্বার স্থানে আছে। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। তারপর চ্যানেল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা এবং বিশেষ করে বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপক টিপু আলম মিলন ভাই। যার সুপরামর্শ উপদেশ সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। তারপর প্রিভিউ বোর্ডের সব কর্মকর্তাদের সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। এই সিরিয়ালে যারা এ পর্যন্ত অভিনয় করে আসছেন এবং পুরো চাপাবাজ টিম যারা স্কিনের পেছনে কাজ করেন সবার প্রতি আমার হৃদয়ের অন্তস্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন।’

জাহাঙ্গীর আরও যুক্ত করেন, ‘সিরিয়ালটি করতে গিয়ে বছরের পর বছর আমাকে শীত-গরম বৃষ্টিতে ভিজে পুবাইল শুটিং করতে হচ্ছে। আমার সঙ্গে ইউনিটের প্রত্যেকটা মানুষ প্রচুর শ্রম দিয়েছেন। সবাইকে মন থেকে ধন্যবাদ। চাপাবাজ সিরিয়াল নিয়ে অনেকে অনেক পজিটিভ দিকের কথা বলেছেন। আবার অনেকে শুরু থেকে এখনও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করছেন। আমি সব সমালোচকদের ধন্যবাদ জানাব গঠনমূলক সমালোচনার জন্য। দর্শকপ্রিয়তা থাকলে চ্যানেল কর্তৃপক্ষ চাইলে চাপাবাজ চলতেই থাকবে।’

বর্তমানে ‘চাপাবাজ’সহ তিনটি ধারবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন হাসান জাহাঙ্গীর। পাশাপাশি আগামী ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নতুন বছরের নতুন চমক নিয়ে দর্শকের সামনে দাঁড়াবেন বলেও জানালেন।

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ , ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

৬০০ পর্বে হাসান জাহাঙ্গীরের ‘চাপাবাজ’

বিনোদন প্রতিবেদক |

image

হাসান জাহাঙ্গীরের রচনা পরিচালনা ও অভিনয়ে বর্তমান সময়ের জনপ্রিয় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’। আজ রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে নাটকটির ৬০০ পর্ব প্রচার হবে। এ প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘একটা দীর্ঘ ধারাবাহিক নাটক দর্শকের মন জয় করানো সহজ কথা নয়। দর্শকের ভালোবাসা ভালোলাগার কারণে টিআরপিতে বরাবর টপটেন থাকছে নাটকটি। এবার বছরের প্রথম জরিপে নাটকটি তিন নাম্বার স্থানে আছে। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। তারপর চ্যানেল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা এবং বিশেষ করে বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপক টিপু আলম মিলন ভাই। যার সুপরামর্শ উপদেশ সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। তারপর প্রিভিউ বোর্ডের সব কর্মকর্তাদের সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। এই সিরিয়ালে যারা এ পর্যন্ত অভিনয় করে আসছেন এবং পুরো চাপাবাজ টিম যারা স্কিনের পেছনে কাজ করেন সবার প্রতি আমার হৃদয়ের অন্তস্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন।’

জাহাঙ্গীর আরও যুক্ত করেন, ‘সিরিয়ালটি করতে গিয়ে বছরের পর বছর আমাকে শীত-গরম বৃষ্টিতে ভিজে পুবাইল শুটিং করতে হচ্ছে। আমার সঙ্গে ইউনিটের প্রত্যেকটা মানুষ প্রচুর শ্রম দিয়েছেন। সবাইকে মন থেকে ধন্যবাদ। চাপাবাজ সিরিয়াল নিয়ে অনেকে অনেক পজিটিভ দিকের কথা বলেছেন। আবার অনেকে শুরু থেকে এখনও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করছেন। আমি সব সমালোচকদের ধন্যবাদ জানাব গঠনমূলক সমালোচনার জন্য। দর্শকপ্রিয়তা থাকলে চ্যানেল কর্তৃপক্ষ চাইলে চাপাবাজ চলতেই থাকবে।’

বর্তমানে ‘চাপাবাজ’সহ তিনটি ধারবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন হাসান জাহাঙ্গীর। পাশাপাশি আগামী ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নতুন বছরের নতুন চমক নিয়ে দর্শকের সামনে দাঁড়াবেন বলেও জানালেন।