ভিভো ওয়াই১২এসের বিক্রি শুরু

দেশের বাজারে যাত্রা শুরু করল ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই১২এস। ১২,৯৯০ টাকা মূল্যের এই স্মার্টফোনে ভিভো যুক্ত করেছে সাইড ফিঙ্গার-প্রিন্ট প্রযুক্তি। সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। গত ২০ জানুয়ারি থেকে দেশের বাজারে ভিভো ওয়াই১২এসের বিক্রি শুরু হয়েছে। এর আগে ১৪-১৯ জানুয়ারি পর্যন্ত ছিল এই ভিভো ওয়াই১২এসের প্রি-বুকিং পর্ব।

স্মার্টফোনটিতে ভিভো যুক্ত করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি; যা দিয়ে অন-স্ক্রিন ০.২৩ সেকেন্ডে এবং অফ-স্ক্রিন ০.৩২ সেকেন্ডে আনলক করা যাবে। ৬.৫১ ইঞ্চি হেলো-ফুলভিউ ডিসপ্লের স্মার্টফোনটির র‌্যাম ও রম যথাক্রমে ৩ জিবি এবং ৩২ জিবি। ফোনটির সামনে রয়েছে একটি ও পেছনে রয়েছে দুটি ক্যামেরা।

ভিভো ওয়াই১২এস ফানটাচ ওএস১১ দিয়ে পরিচালিত। বাংলাদেশে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ফ্যান্টম ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু রঙে। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ , ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

ভিভো ওয়াই১২এসের বিক্রি শুরু

ভিভো ওয়াই১২এসের বিক্রি শুরু

image

দেশের বাজারে যাত্রা শুরু করল ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই১২এস। ১২,৯৯০ টাকা মূল্যের এই স্মার্টফোনে ভিভো যুক্ত করেছে সাইড ফিঙ্গার-প্রিন্ট প্রযুক্তি। সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। গত ২০ জানুয়ারি থেকে দেশের বাজারে ভিভো ওয়াই১২এসের বিক্রি শুরু হয়েছে। এর আগে ১৪-১৯ জানুয়ারি পর্যন্ত ছিল এই ভিভো ওয়াই১২এসের প্রি-বুকিং পর্ব।

স্মার্টফোনটিতে ভিভো যুক্ত করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি; যা দিয়ে অন-স্ক্রিন ০.২৩ সেকেন্ডে এবং অফ-স্ক্রিন ০.৩২ সেকেন্ডে আনলক করা যাবে। ৬.৫১ ইঞ্চি হেলো-ফুলভিউ ডিসপ্লের স্মার্টফোনটির র‌্যাম ও রম যথাক্রমে ৩ জিবি এবং ৩২ জিবি। ফোনটির সামনে রয়েছে একটি ও পেছনে রয়েছে দুটি ক্যামেরা।

ভিভো ওয়াই১২এস ফানটাচ ওএস১১ দিয়ে পরিচালিত। বাংলাদেশে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ফ্যান্টম ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু রঙে। সংবাদ বিজ্ঞপ্তি।