সভাপতি রফিক সম্পাদক তানজিম

রাজশাহী প্রেসক্লাবের অভিনন্দন

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনে দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম রফিক সভাপতি ও যুগান্তরের তানজিমুল হক তানজিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম ৩৭ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দৈনিক জনকণ্ঠের মামুন-অর-রশিদ মামুন পেয়েছেন ৩১ ভোট।

এর আগে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রফিক ও মামুন দু’জনেই সভাপতি পদে সমান সংখ্যক ৩২টি করে ভোট পেয়েছিলেন। ফলে সভাপতি পদে গতকাল আবারও নির্বাচন হন। এছাড়া অন্য পদে বিজয়ীরা হলেনÑ সহ-সভাপতি সোনালী সংবাদের তৈয়বুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোনালী সংবাদের মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সানশাইনের সরকার দুলাল মাহবুব, সদস্য সমকালের শরিফুল ইসলাম তোতা ও ইত্তেফাকের আনিসুজ্জামান। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে সভাপতি পদে পুনঃভোটগ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬৯ জন। তবে ৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন খেলাঘরের সভাপতি ডা. এফএমএ জাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেনÑ অ্যাডভোকেট আসলাম সরকার ও অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আরইউজের সিনিয়র সদস্য জাবীদ অপু। গত ৯ ডিসেম্বর আরইউজে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। এদিকে নির্বাচন শেষে বিদায়ী সভাপতি কাজী শাহেদ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

নবনির্বাচিত সভাপতি রফিক এবং সাধারণ সম্পাদক তানজিম রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরও গতিশীল করতে সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলামকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। গতকাল বিকেলে প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে রাজশাহী প্রেসক্লাব নেতারা বলেন, আরইউজের নবনির্বাচিত সভাপতি সংগঠনের সদস্যদের প্রত্যাশা অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের এ পেশাদারী সংগঠনকে পরিচালনা করবেন।

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ , ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

আরইউজের নতুন কমিটি

সভাপতি রফিক সম্পাদক তানজিম

রাজশাহী প্রেসক্লাবের অভিনন্দন

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনে দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম রফিক সভাপতি ও যুগান্তরের তানজিমুল হক তানজিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম ৩৭ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দৈনিক জনকণ্ঠের মামুন-অর-রশিদ মামুন পেয়েছেন ৩১ ভোট।

এর আগে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রফিক ও মামুন দু’জনেই সভাপতি পদে সমান সংখ্যক ৩২টি করে ভোট পেয়েছিলেন। ফলে সভাপতি পদে গতকাল আবারও নির্বাচন হন। এছাড়া অন্য পদে বিজয়ীরা হলেনÑ সহ-সভাপতি সোনালী সংবাদের তৈয়বুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোনালী সংবাদের মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সানশাইনের সরকার দুলাল মাহবুব, সদস্য সমকালের শরিফুল ইসলাম তোতা ও ইত্তেফাকের আনিসুজ্জামান। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে সভাপতি পদে পুনঃভোটগ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬৯ জন। তবে ৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন খেলাঘরের সভাপতি ডা. এফএমএ জাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেনÑ অ্যাডভোকেট আসলাম সরকার ও অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আরইউজের সিনিয়র সদস্য জাবীদ অপু। গত ৯ ডিসেম্বর আরইউজে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। এদিকে নির্বাচন শেষে বিদায়ী সভাপতি কাজী শাহেদ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

নবনির্বাচিত সভাপতি রফিক এবং সাধারণ সম্পাদক তানজিম রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরও গতিশীল করতে সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলামকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। গতকাল বিকেলে প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে রাজশাহী প্রেসক্লাব নেতারা বলেন, আরইউজের নবনির্বাচিত সভাপতি সংগঠনের সদস্যদের প্রত্যাশা অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের এ পেশাদারী সংগঠনকে পরিচালনা করবেন।