পর্যটনে সম্ভাবনাময় রাঙ্গুনিয়া

চট্টগ্রাম জেলার একটি উপজেলা রাঙ্গুনিয়া। পর্যটনের জন্য উজ্জ্বল সম্ভাবনাময় এই উপজেলা পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করতে পারে।

আরাকানী রাজশক্তি মোগলদের সঙ্গে যুদ্ধে পরাজিত হলে আরাকানী মগেরা এ অঞ্চল ছেড়ে পালিয়ে যায় এবং এর থেকে অঞ্চলের নাম হয় রাইন্যা। রাইন্যা একটি মগ শব্দ, যার অর্থ হলো পরিত্যক্ত। রাইন্যা শব্দ থেকে রইন্যা তথা রাঙ্গুনিয়া শব্দের উৎপত্তি। তবে এও জানা যায়, এ অঞ্চল সুলতানী আমলে পরিচিত ছিল রঙ্গীনা নামে- পরবর্তীতে এই রঙ্গীনা শব্দ থেকেই রইন্যা বা রাঙ্গুনিয়া নামের উৎপত্তি হয়েছে।

আবার অনেকের মতে, এককালে এ অঞ্চলের লোকজন অধিক সংখ্যায় বার্মার রেঙ্গুন শহরে চলে যেত এবং এজন্য এ অঞ্চলকে রেঙ্গুন্যা বলা হতো। আর এ থেকেই রাঙ্গুনিয়া নামের উৎপত্তি।

রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য্যরে তুলনা নেই। কর্ণফুলী নদী বিধৌত এ জায়গায় একবার গেলে আবারও যেতে মন চায়। এ উপজেলার দর্শনীয় স্থানগুলো হলো আশুনিয়া চা বাগান, কর্ণফুলী নদী, কোদালা চা বাগান, গুমাই বিল, চাকমা রাজবাড়ী, ঠাণ্ডাছড়ি চা বাগান, ঢালকাটা জগদ্ধাত্রী মন্দির, ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়াশ্রম, দ্বিতীয় কর্ণফুলী নদী, ধর্মচক্র বিহার।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা।

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ , ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

পর্যটনে সম্ভাবনাময় রাঙ্গুনিয়া

চট্টগ্রাম জেলার একটি উপজেলা রাঙ্গুনিয়া। পর্যটনের জন্য উজ্জ্বল সম্ভাবনাময় এই উপজেলা পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করতে পারে।

আরাকানী রাজশক্তি মোগলদের সঙ্গে যুদ্ধে পরাজিত হলে আরাকানী মগেরা এ অঞ্চল ছেড়ে পালিয়ে যায় এবং এর থেকে অঞ্চলের নাম হয় রাইন্যা। রাইন্যা একটি মগ শব্দ, যার অর্থ হলো পরিত্যক্ত। রাইন্যা শব্দ থেকে রইন্যা তথা রাঙ্গুনিয়া শব্দের উৎপত্তি। তবে এও জানা যায়, এ অঞ্চল সুলতানী আমলে পরিচিত ছিল রঙ্গীনা নামে- পরবর্তীতে এই রঙ্গীনা শব্দ থেকেই রইন্যা বা রাঙ্গুনিয়া নামের উৎপত্তি হয়েছে।

আবার অনেকের মতে, এককালে এ অঞ্চলের লোকজন অধিক সংখ্যায় বার্মার রেঙ্গুন শহরে চলে যেত এবং এজন্য এ অঞ্চলকে রেঙ্গুন্যা বলা হতো। আর এ থেকেই রাঙ্গুনিয়া নামের উৎপত্তি।

রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য্যরে তুলনা নেই। কর্ণফুলী নদী বিধৌত এ জায়গায় একবার গেলে আবারও যেতে মন চায়। এ উপজেলার দর্শনীয় স্থানগুলো হলো আশুনিয়া চা বাগান, কর্ণফুলী নদী, কোদালা চা বাগান, গুমাই বিল, চাকমা রাজবাড়ী, ঠাণ্ডাছড়ি চা বাগান, ঢালকাটা জগদ্ধাত্রী মন্দির, ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়াশ্রম, দ্বিতীয় কর্ণফুলী নদী, ধর্মচক্র বিহার।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা।