স্বপ্নের নীড় পেয়ে আবেগে আপ্লুত গৃহহীন পরিবার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সরে মাধ্যমে গত শনিবার সারাদেশে গরিব অসহায় ভূমি ও গৃহহীনদের জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর কর্মসূচি উদ্বোধন করেন। স্থানীয়ভাবে জেলা ও উপজেলা প্রশাসন উপকারভোগীদের হাতে ভূমির দলিল এবং ঘরের চাবি হস্তান্তর করে। আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত :

শালিখা

শালিখায় ৫০ পরিবারকে জমি ও গৃহের চাবি প্রদান করা হয় গত শনিবার। ভূমি মন্ত্রণালয়, আশ্রয়ণ-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলার উজগ্রামে নির্মিত ঘরগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান অতিথি মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. বিরেন শিকদার জমির দলিলসহ পাকা বাড়ির চাবি গৃহহীন পরিবারের হাতে হস্তান্তর করেন।

চকরিয়া

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়নে ১৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ২ শতক জমি এবং একটি করে সেমি পাকা নতুন ঘর। একইসঙ্গে উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীও পাচ্ছে নতুন ২০টি সেমি পাকা ঘর। প্রকল্পের আওতায় প্রথমধাপে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাসজমিতে নির্মিত ৮০টি নতুন ঘরের চাবি তুলে দেয়া হয়েছে উপহারভোগী পরিবারগুলোর হাতে।

ঝিনাইগাতী

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ভূমিহীনদের মধ্যে ৫০টি ঘর হস্তান্তর করা হয়েছে। উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০টি ভূমিহীন পরিবারের মধ্যে ঘর ও জমির কাগজপত্র হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন।

চারঘাট

চারঘাটে মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারি ২ শতাংশ খাস জমিতে তৈরি আধাপাকা ঘরের জমির বন্দোবস্ত দলিল ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারদের হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। গত শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঘর হস্তান্তরের সভাটি অনুষ্ঠিত হয়।

বাঘা

গত শনিবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদিপুর গ্রামে ভূমিহীন-গৃহহীন ১৬টি পরিবারকে দুই কক্ষ বিশিষ্ট ঘরের চাবি হস্তান্তর করেন।

পুঠিয়া

পুঠিয়া উপজেলায় ৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তাদের স্বপ্নের ঠিকানা হিসেবে ভূমি ও গৃহ প্রদান করা হয়। ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ।

পবা

রাজশাহীর পবা উপজেলায় ৪৭ জন গৃহহীন ও জমিহীন পরিবার এসব বাড়ি পেলেন।

বাগমারা

এই প্রকল্পের আওতায় উপজেলায় ১৭৫ জনকে গৃহ প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

কাপাসিয়া

গত শনিবার সকালে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতক জমিসহ দুই কক্ষের আধাপাকা ঘর হস্তান্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৪২ গৃহহীন পরিবারকে প্রথম পর্যায়ে ঘরের চাবি ও জমি বন্দোবস্তের দলিল প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।

তানোর

তানোর উপজেলার ৫৭ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর পাকা ঘরে মাথা গোঁজার ঠাঁই। গত শনিবার সকালে ভূমিহীনদের হাতে ওইসব ঘরের দলিলসহ চাবি হস্তহান্তর করা হয়। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীনদের মাঝে এসব ঘরের চাবি ও দলিল তুলে দেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা কামরুজ্জামান।

ঝালকাঠি

ঝালকাঠি জেলায় ১২২১ পরিবারকে গৃহ নির্মাণ করে দিবে সরকার। বরাদ্দকৃত অর্থের অবশিষ্ট ২৪১টি গৃহ-নির্মাণের কাজ চলছে। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। গত শনিবার সকালে ঝালকাঠির সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।

কলমাকান্দা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০১ জনের হাতে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

দুপচাঁচিয়া

গত শনিবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসাশন আয়োজিত অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগীদের মাঝে বরাদ্দকৃত ১৩৩টি গৃহের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত।

সদরপুর

ফরিদপুরের সদরপুর উপজেলার ১৭৮টি ভূমিহীন ও গৃহহীনদের পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদরপুর উপজেলার ভাষানচর, কৃষ্ণপুর ও ঢেউখালী তিনটি ইউনিয়নের খাস জমিতে নির্মিত ১৭৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমির দলিলাদি ও দুইকক্ষ বিশিষ্ট আধাঁপাকা গৃহ এর দলিলাদি হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শাতাংশ জমিসহ ঘরের কবুলিয়ত দলিল, নামজারি, ঘর প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি এবং ৪৪টি প্রকল্প গ্রামে ৭৪০টি ব্যারাকে ৩ হাজার ৭১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ব্যারাক হাউজের কবুলিয়ত দলিল, নামজারি, ঘর প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম কটিয়াদী উপজেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম দফায় ১০৯১ জন বাড়ি পেয়েছেন। এর মধ্যে সদর উপজেলা ৩২, বিজয়নগরে ১০০, সরাইলে ১০২, নবীনগরে ৪৮৫, নাসিরনগরে ৯১, বাঞ্ছারামপুরে ৬৪, আশুগঞ্জে ৬৮, কসবায় ১০৪ ও আখাউড়ায় ৪৫ গৃহহীন পরিবার পেলেন মাথা গোঁজার ঠাঁই। আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সদরের সাংসদ র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরি উপস্থিত, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

ডোমার

নীলফামারীর ডোমারে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে জমি ও গৃহ পেলেন ৭৮টি ভূমি ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৭টি, গোমনাতি ১১টি,বামুনিয়া ৯টি, কেতকিবাড়ী ৬টি হরিনচড়া ৫টি এবং পাঙ্গা মটুকপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প(ব্যারাক) ৪০টি গৃহহীনদের গৃহের চাবি ও দলিলপত্র প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

আটোয়ারী

পঞ্চগড়ের আটোয়ারীতে ৭০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে গত শনিবার গণভবন থেকে প্রধাানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয়ভাবে উপকারভোগী ৭০ জন পরিবারের হাতে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া

মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেল কুষ্টিয়ার ১৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব জন্ম শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত উপহার হিসেবে শনিবার ১৫৭টি বাড়ির চাবি ও কাগজপত্র তুলে দেওয়া হয় পরিবারগুলোর সদস্যদের হাতে।

মহেশপুর

মহেশপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মহেশপুর উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ উপজেলার ৬৩ জনকে ফোল্ডার হাস্তন্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেল আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।

গোয়ালন্দ

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে ১৭০টি এবং দেবগ্রাম ইউনিয়নে ১০০টি, উজানচর ইউনিয়নে ৮৭টি এবং ছোটভাকলা ইউনিয়নে ৭৩টি মোট ৪৩০টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার মুজিববর্ষের উপহার হিসেবে পেল মাথা গোঁজার ঠাঁই।

সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ , ১১ মাঘ ১৪২৭, ১১ জমাদিউস সানি ১৪৪২

স্বপ্নের নীড় পেয়ে আবেগে আপ্লুত গৃহহীন পরিবার

সংবাদ ন্যাশনাল ডেস্ক

image

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সরে মাধ্যমে গত শনিবার সারাদেশে গরিব অসহায় ভূমি ও গৃহহীনদের জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর কর্মসূচি উদ্বোধন করেন। স্থানীয়ভাবে জেলা ও উপজেলা প্রশাসন উপকারভোগীদের হাতে ভূমির দলিল এবং ঘরের চাবি হস্তান্তর করে। আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত :

শালিখা

শালিখায় ৫০ পরিবারকে জমি ও গৃহের চাবি প্রদান করা হয় গত শনিবার। ভূমি মন্ত্রণালয়, আশ্রয়ণ-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলার উজগ্রামে নির্মিত ঘরগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান অতিথি মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. বিরেন শিকদার জমির দলিলসহ পাকা বাড়ির চাবি গৃহহীন পরিবারের হাতে হস্তান্তর করেন।

চকরিয়া

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়নে ১৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ২ শতক জমি এবং একটি করে সেমি পাকা নতুন ঘর। একইসঙ্গে উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীও পাচ্ছে নতুন ২০টি সেমি পাকা ঘর। প্রকল্পের আওতায় প্রথমধাপে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাসজমিতে নির্মিত ৮০টি নতুন ঘরের চাবি তুলে দেয়া হয়েছে উপহারভোগী পরিবারগুলোর হাতে।

ঝিনাইগাতী

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ভূমিহীনদের মধ্যে ৫০টি ঘর হস্তান্তর করা হয়েছে। উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০টি ভূমিহীন পরিবারের মধ্যে ঘর ও জমির কাগজপত্র হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন।

চারঘাট

চারঘাটে মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারি ২ শতাংশ খাস জমিতে তৈরি আধাপাকা ঘরের জমির বন্দোবস্ত দলিল ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারদের হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। গত শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঘর হস্তান্তরের সভাটি অনুষ্ঠিত হয়।

বাঘা

গত শনিবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদিপুর গ্রামে ভূমিহীন-গৃহহীন ১৬টি পরিবারকে দুই কক্ষ বিশিষ্ট ঘরের চাবি হস্তান্তর করেন।

পুঠিয়া

পুঠিয়া উপজেলায় ৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তাদের স্বপ্নের ঠিকানা হিসেবে ভূমি ও গৃহ প্রদান করা হয়। ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ।

পবা

রাজশাহীর পবা উপজেলায় ৪৭ জন গৃহহীন ও জমিহীন পরিবার এসব বাড়ি পেলেন।

বাগমারা

এই প্রকল্পের আওতায় উপজেলায় ১৭৫ জনকে গৃহ প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

কাপাসিয়া

গত শনিবার সকালে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতক জমিসহ দুই কক্ষের আধাপাকা ঘর হস্তান্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৪২ গৃহহীন পরিবারকে প্রথম পর্যায়ে ঘরের চাবি ও জমি বন্দোবস্তের দলিল প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।

তানোর

তানোর উপজেলার ৫৭ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর পাকা ঘরে মাথা গোঁজার ঠাঁই। গত শনিবার সকালে ভূমিহীনদের হাতে ওইসব ঘরের দলিলসহ চাবি হস্তহান্তর করা হয়। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীনদের মাঝে এসব ঘরের চাবি ও দলিল তুলে দেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা কামরুজ্জামান।

ঝালকাঠি

ঝালকাঠি জেলায় ১২২১ পরিবারকে গৃহ নির্মাণ করে দিবে সরকার। বরাদ্দকৃত অর্থের অবশিষ্ট ২৪১টি গৃহ-নির্মাণের কাজ চলছে। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। গত শনিবার সকালে ঝালকাঠির সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।

কলমাকান্দা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০১ জনের হাতে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

দুপচাঁচিয়া

গত শনিবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসাশন আয়োজিত অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগীদের মাঝে বরাদ্দকৃত ১৩৩টি গৃহের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত।

সদরপুর

ফরিদপুরের সদরপুর উপজেলার ১৭৮টি ভূমিহীন ও গৃহহীনদের পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদরপুর উপজেলার ভাষানচর, কৃষ্ণপুর ও ঢেউখালী তিনটি ইউনিয়নের খাস জমিতে নির্মিত ১৭৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমির দলিলাদি ও দুইকক্ষ বিশিষ্ট আধাঁপাকা গৃহ এর দলিলাদি হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শাতাংশ জমিসহ ঘরের কবুলিয়ত দলিল, নামজারি, ঘর প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি এবং ৪৪টি প্রকল্প গ্রামে ৭৪০টি ব্যারাকে ৩ হাজার ৭১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ব্যারাক হাউজের কবুলিয়ত দলিল, নামজারি, ঘর প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম কটিয়াদী উপজেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম দফায় ১০৯১ জন বাড়ি পেয়েছেন। এর মধ্যে সদর উপজেলা ৩২, বিজয়নগরে ১০০, সরাইলে ১০২, নবীনগরে ৪৮৫, নাসিরনগরে ৯১, বাঞ্ছারামপুরে ৬৪, আশুগঞ্জে ৬৮, কসবায় ১০৪ ও আখাউড়ায় ৪৫ গৃহহীন পরিবার পেলেন মাথা গোঁজার ঠাঁই। আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সদরের সাংসদ র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরি উপস্থিত, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

ডোমার

নীলফামারীর ডোমারে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে জমি ও গৃহ পেলেন ৭৮টি ভূমি ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৭টি, গোমনাতি ১১টি,বামুনিয়া ৯টি, কেতকিবাড়ী ৬টি হরিনচড়া ৫টি এবং পাঙ্গা মটুকপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প(ব্যারাক) ৪০টি গৃহহীনদের গৃহের চাবি ও দলিলপত্র প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

আটোয়ারী

পঞ্চগড়ের আটোয়ারীতে ৭০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে গত শনিবার গণভবন থেকে প্রধাানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয়ভাবে উপকারভোগী ৭০ জন পরিবারের হাতে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া

মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেল কুষ্টিয়ার ১৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব জন্ম শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত উপহার হিসেবে শনিবার ১৫৭টি বাড়ির চাবি ও কাগজপত্র তুলে দেওয়া হয় পরিবারগুলোর সদস্যদের হাতে।

মহেশপুর

মহেশপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মহেশপুর উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ উপজেলার ৬৩ জনকে ফোল্ডার হাস্তন্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেল আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।

গোয়ালন্দ

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে ১৭০টি এবং দেবগ্রাম ইউনিয়নে ১০০টি, উজানচর ইউনিয়নে ৮৭টি এবং ছোটভাকলা ইউনিয়নে ৭৩টি মোট ৪৩০টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার মুজিববর্ষের উপহার হিসেবে পেল মাথা গোঁজার ঠাঁই।