খুলনায় ভাঙা হবে ২২৬ অবৈধ স্থাপনা

খুলনা নগরীর শেরেবাংলা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আবারও শুরু করেছে সড়ক বিভাগ। গতকাল রোববার সকাল থেকে সড়ক বিভাগের সহকারী সিনিয়র সচিব, স্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় এই অভিযান পরিচালনা করেন। এর আগে গত ১৭ জানুয়ারি সড়ক বিভাগ নগরীর ময়লাপোতা মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল।

সওজ কর্মকর্তা অনিন্দিতা রায় বলেন, ২৮ জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। মোট ২২৬টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে যা পর্যায়ক্রমে ভাঙা হবে।

১৭ জানুয়ারি সকালে শেরেবাংলা রোড চারলেনে উন্নতকরণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

নগরীর ময়লাপোতা মোড় থেকে গল্লামারী হয়ে জিরোপয়েন্ট পর্যন্ত সড়কটি চারলেনে উন্নীত করতে কাজ করছে সড়ক বিভাগ। সড়কটির মোট প্রকল্প ব্যয় ১০০ কোটি টাকা। এরমধ্যে সড়ক সম্প্রসারণে ৮০ কোটি ৭৮ লাখ টাকার কার্যাদেশ দেয়া হয়েছে মাহাবুব ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

আরও খবর
গরু নেই, বাবা-ছেলের কাঁধে হালের জোয়াল
ফরিদপুরে ৮শ’ কম্বল পেলেন প্রতিবন্ধীরা
নৌকার মাঝি হতে চান গালাগাঁও চেয়ারম্যান জিয়াউল হক
রাজশাহীতে প্রি-পেইড মিটারে বাড়ছে গ্রাহক অসন্তোষ
গ্রামীণফোনের ১৮০ কর্মীকে পুনর্বহালের দাবি
শার্শায় অপহৃত শিশুকে ৩ দিন পর উদ্ধার
চরফ্যাশন সরকারি হাসপাতালে দালাল চক্রে জিম্মি রোগীরা
বনকর্তাদের যোগসাজশে সামাজিক বনায়নের গাছ লুটের অভিযোগ
শীত-কুয়াশা উপেক্ষা করে হাওরে বোরো আবাদের ধুম
সালথায় পাঁচ গ্রামের ভরসা সেতু ঝুঁকিপূর্ণ
কনকনে শীতে কাঁপছে উত্তর
পীরগাছায় ৪০ দিনের কর্মসূচির অর্থ জনপ্রতিনিধির পকেটে!
চরফ্যাশনে ছাত্রী ধর্ষণ : মামলা
বদরগঞ্জে লক্ষ্যমাত্রা ছাপিয়ে বোরো আবাদ

মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ , ১২ মাঘ ১৪২৭, ১২ জমাদিউস সানি ১৪৪২

খুলনায় ভাঙা হবে ২২৬ অবৈধ স্থাপনা

খুলনা ব্যুরো

খুলনা নগরীর শেরেবাংলা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আবারও শুরু করেছে সড়ক বিভাগ। গতকাল রোববার সকাল থেকে সড়ক বিভাগের সহকারী সিনিয়র সচিব, স্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় এই অভিযান পরিচালনা করেন। এর আগে গত ১৭ জানুয়ারি সড়ক বিভাগ নগরীর ময়লাপোতা মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল।

সওজ কর্মকর্তা অনিন্দিতা রায় বলেন, ২৮ জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। মোট ২২৬টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে যা পর্যায়ক্রমে ভাঙা হবে।

১৭ জানুয়ারি সকালে শেরেবাংলা রোড চারলেনে উন্নতকরণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

নগরীর ময়লাপোতা মোড় থেকে গল্লামারী হয়ে জিরোপয়েন্ট পর্যন্ত সড়কটি চারলেনে উন্নীত করতে কাজ করছে সড়ক বিভাগ। সড়কটির মোট প্রকল্প ব্যয় ১০০ কোটি টাকা। এরমধ্যে সড়ক সম্প্রসারণে ৮০ কোটি ৭৮ লাখ টাকার কার্যাদেশ দেয়া হয়েছে মাহাবুব ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।