বদরগঞ্জে লক্ষ্যমাত্রা ছাপিয়ে বোরো আবাদ

প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)

রংপুরের বদরগঞ্জে প্রচণ্ড শীত উপেক্ষা করে বোরো রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ধানের বাজার মূল্য বেশি হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে কৃষি অফিস। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে ১৬ হাজার ৪৬০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে। গত রোববার পর্যন্ত উপজেলার ১০ ইউনিয়নে চার হাজার হেক্টর জমিতে বোরো চারা রোপণ করেছেন বলে কৃষি অফিসের দাবি। কৃষি অফিস জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় বোরো চারার কোন ক্ষতি হয়নি। ফলে ইংরেজি নতুন বছরের শুরু থেকেই জমিতে চারা রোপণের কাজ শুরু করেছেন চাষিরা। সরেজমিন বিভিন্ন এলাকা পরিদর্শনকালে কথা হয় উপজেলার রামনাথপুর ইউনিয়নের কিসমত ঘাটাবিল এলাকার বোরো চাষি আবু বক্কর সিদ্দিকের সাথে। তিনি স্থানীয় চার বিঘা(১ বিঘা=৫৬শতক) জমিতে বোরোচারা রোপণের কাজ শুরু করেছেন। তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় গত আমনের ফলন কম হলেও ধানের দাম বেশি হওয়ায় খুব একটা ক্ষতি হয়নি। এ কারণে আগেভাগেই বোরো চাষ শুরু করেছি। একই কথা বলেন, ওই এলাকার চাষি কামরুল ইসলামসহ অন্যরা। তবে চাষি খায়রুল মীর ও মামুন উর রশিদ বলেন, গত আমন মৌসুমে টানা বর্ষণ ও দু’দফা বন্যায় তাদের আমন ক্ষেত পানিতে তলিয়ে যায়। এতে আমনের ব্যাপক ক্ষতি হলেও ধানের দাম বেশি থাকায় অনেকটা পুষিয়ে নেয়া সম্ভব হয়েছে। এ কারণে সহজেই বোরো চাষ শুরু করাও সম্ভব হয়েছে। তারা বলেন, ধানের দাম বেশি না পেলে ধারদেনা করে বোরো চাষাবাদ শুরু করতে হত। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, বোরো মৌসুমে বেশিরভাগ জমিতে হাইব্রিড ধানের চাষ হয়ে থাকে। এছাড়াও উচ্চ ফলনশীল(উফশী) জাতের বিআর-১৬ এবং স্থানীয় জাতের বিভিন্ন ধানের চাষও করে থাকেন চাষিরা। উপজেলা কৃষি অফিসার গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান বলেন, ধানের বাজার মূল্য বেশি থাকায় বোরোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কারণ চাষিরা যেসব জমিতে সরিষার চাষ করেছেন সেসব জমিতে অন্য ফসলের চাষ না করে বোরোচাষ করবেন- এটা নির্দ্বিধায় বলা যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত আমন মৌসুমে দীর্ঘমেয়াদী বর্ষণ ও বন্যার কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সত্য। তবে আমন ধানের বাজারমূল্য বেশি থাকায় চাষিরা সেই ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে সক্ষম হয়েছেন।

আরও খবর
গরু নেই, বাবা-ছেলের কাঁধে হালের জোয়াল
ফরিদপুরে ৮শ’ কম্বল পেলেন প্রতিবন্ধীরা
নৌকার মাঝি হতে চান গালাগাঁও চেয়ারম্যান জিয়াউল হক
রাজশাহীতে প্রি-পেইড মিটারে বাড়ছে গ্রাহক অসন্তোষ
খুলনায় ভাঙা হবে ২২৬ অবৈধ স্থাপনা
গ্রামীণফোনের ১৮০ কর্মীকে পুনর্বহালের দাবি
শার্শায় অপহৃত শিশুকে ৩ দিন পর উদ্ধার
চরফ্যাশন সরকারি হাসপাতালে দালাল চক্রে জিম্মি রোগীরা
বনকর্তাদের যোগসাজশে সামাজিক বনায়নের গাছ লুটের অভিযোগ
শীত-কুয়াশা উপেক্ষা করে হাওরে বোরো আবাদের ধুম
সালথায় পাঁচ গ্রামের ভরসা সেতু ঝুঁকিপূর্ণ
কনকনে শীতে কাঁপছে উত্তর
পীরগাছায় ৪০ দিনের কর্মসূচির অর্থ জনপ্রতিনিধির পকেটে!
চরফ্যাশনে ছাত্রী ধর্ষণ : মামলা

মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ , ১২ মাঘ ১৪২৭, ১২ জমাদিউস সানি ১৪৪২

বদরগঞ্জে লক্ষ্যমাত্রা ছাপিয়ে বোরো আবাদ

প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)

রংপুরের বদরগঞ্জে প্রচণ্ড শীত উপেক্ষা করে বোরো রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ধানের বাজার মূল্য বেশি হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে কৃষি অফিস। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে ১৬ হাজার ৪৬০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে। গত রোববার পর্যন্ত উপজেলার ১০ ইউনিয়নে চার হাজার হেক্টর জমিতে বোরো চারা রোপণ করেছেন বলে কৃষি অফিসের দাবি। কৃষি অফিস জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় বোরো চারার কোন ক্ষতি হয়নি। ফলে ইংরেজি নতুন বছরের শুরু থেকেই জমিতে চারা রোপণের কাজ শুরু করেছেন চাষিরা। সরেজমিন বিভিন্ন এলাকা পরিদর্শনকালে কথা হয় উপজেলার রামনাথপুর ইউনিয়নের কিসমত ঘাটাবিল এলাকার বোরো চাষি আবু বক্কর সিদ্দিকের সাথে। তিনি স্থানীয় চার বিঘা(১ বিঘা=৫৬শতক) জমিতে বোরোচারা রোপণের কাজ শুরু করেছেন। তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় গত আমনের ফলন কম হলেও ধানের দাম বেশি হওয়ায় খুব একটা ক্ষতি হয়নি। এ কারণে আগেভাগেই বোরো চাষ শুরু করেছি। একই কথা বলেন, ওই এলাকার চাষি কামরুল ইসলামসহ অন্যরা। তবে চাষি খায়রুল মীর ও মামুন উর রশিদ বলেন, গত আমন মৌসুমে টানা বর্ষণ ও দু’দফা বন্যায় তাদের আমন ক্ষেত পানিতে তলিয়ে যায়। এতে আমনের ব্যাপক ক্ষতি হলেও ধানের দাম বেশি থাকায় অনেকটা পুষিয়ে নেয়া সম্ভব হয়েছে। এ কারণে সহজেই বোরো চাষ শুরু করাও সম্ভব হয়েছে। তারা বলেন, ধানের দাম বেশি না পেলে ধারদেনা করে বোরো চাষাবাদ শুরু করতে হত। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, বোরো মৌসুমে বেশিরভাগ জমিতে হাইব্রিড ধানের চাষ হয়ে থাকে। এছাড়াও উচ্চ ফলনশীল(উফশী) জাতের বিআর-১৬ এবং স্থানীয় জাতের বিভিন্ন ধানের চাষও করে থাকেন চাষিরা। উপজেলা কৃষি অফিসার গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান বলেন, ধানের বাজার মূল্য বেশি থাকায় বোরোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কারণ চাষিরা যেসব জমিতে সরিষার চাষ করেছেন সেসব জমিতে অন্য ফসলের চাষ না করে বোরোচাষ করবেন- এটা নির্দ্বিধায় বলা যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত আমন মৌসুমে দীর্ঘমেয়াদী বর্ষণ ও বন্যার কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সত্য। তবে আমন ধানের বাজারমূল্য বেশি থাকায় চাষিরা সেই ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে সক্ষম হয়েছেন।