পিকে হালদারসহ ৩৩ জনের নামে ৫ মামলা

অস্তিত্বহীন ৫ প্রতিষ্ঠানের নামে সাড়ে ৩শ’ কোটি টাকা ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারসহ ৩৩ জনের নামে ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ গত রোববার একটি এবং গতকাল ৪টি মামলা করা হয়।

আসামিদের মধ্যে বন্ধ হয়ে যাওয়া পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জল নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হককে গত রোববার গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি পিকে হালদার বিদেশে পলাতক থাকলেও অন্য আসামিরা দেশেই আছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

দুদকের সচিব মুহা. আনোয়ার হোসেন হাওলাদার গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, মামলায় পিকে হালদারসহ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক চেয়ারম্যান এমএ হাশেম, সাবেক এমডি মো. রাশেদুল হক, ৯ জন বোর্ড সদস্য, পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জল কুমার নন্দী, পিকে হালদারের অত্মীয়স্বজন ও সহযোগীসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে।

দুদক সচিব বলেন, মামলাগুলোর মধ্যে আনাম কেমিক্যাল লিমিটেডের নামে ৭০ কোটি ৮২ লাখ টাকা, সুখাদা প্রোপার্টিজ লিমিটেডের নামে ৬৯ কোটি ৮০ লাখ টাকা, মেসার্স বর্ণ’র নামে ৬৬ কোটি ৯৮ লাখ টাকা, রাহমান কেমিক্যালস লিমিটেডের নামে ৫৪ কোটি ৫৫ লাখ টাকা এবং মুন এন্টারপ্রাইজের নামে ৮৩ কোটি ৮৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচার করার অভিযোগ রয়েছে।

মামলায় পিপলস লিজিংয়ের চেয়াররম্যান উজ্জল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হকের বিরুদ্ধে আনান কেমিক্যাল লিমিটেডের নামে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা কৌশলে নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। এই চার কোম্পানি হলোÑ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (আইএলএফএসএল), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।

যাদের আসামি করা হয়েছে

রিলায়েন্স ফাইন্যান্স এবং এনআর বি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি এবং সুখদা প্রোপার্টিজ লি.-এর পরিচালক প্রশান্ত কুমার হালদার, ব্যবস্থাপনা পরিচালক অভিজিত অধিকারী, রাহমান কেমিক্যালসের পরিচালক অমিতাভ অধিকারী, রাহমান কেমিক্যাল লি.-এর পরিচালক এবং পিপলসের সাবেক এমডি উজ্জল কুমার নন্দী, রাহমান কেমিক্যালের পরিচালক রাজিব সোম, স্বপন কুমার মিস্ত্রি, কাজী মমরেজ মাহমুদ, আনান কেমিক্যাল লি.-এর এমডি অমিতাভ অধিকারী, পরিচারক প্রিতিশ কুমার হালদার, পূর্ণিমা রানী হালদার, রতন কুমার বিশ্বাস, ওমর শরীফ, মুন এন্টারপ্রাইজের মালিক শঙ্খ ব্যাপারি, মেসার্স বর্ণ’র মালিক অনঙ্গ মোহন রায়, ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালক পাপিয়া ব্যানার্জি, মো. নুরুল আলম, নাসিম আনোয়ার, মো. নুরুজ্জামান, এমএ হাশেম, মোহাম্মদ আবুল হাসেম, জহিরুল আলম, মো. আনোয়ারুল কবীর, মো. নওশেরুল ইসলাম, বাসুদেব ব্যানার্জি, মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি রাশেদুল হক, একই প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান, ভিপি নাহিদা রুনাই, এভিপি আল মামুন সোহাগ, সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী, মর্জিনা বেগম, রফিকুল ইসলাম খান। সূত্র জানায় ৩৩ জন প্রত্যেকেই ৫ মামলায় আসামি হয়েছেন।

মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ , ১২ মাঘ ১৪২৭, ১২ জমাদিউস সানি ১৪৪২

সাড়ে ৩শ’ কোটি টাকা আত্মসাৎ

পিকে হালদারসহ ৩৩ জনের নামে ৫ মামলা

নিজস্ব বার্তা পরিবেশক |

অস্তিত্বহীন ৫ প্রতিষ্ঠানের নামে সাড়ে ৩শ’ কোটি টাকা ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারসহ ৩৩ জনের নামে ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ গত রোববার একটি এবং গতকাল ৪টি মামলা করা হয়।

আসামিদের মধ্যে বন্ধ হয়ে যাওয়া পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জল নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হককে গত রোববার গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি পিকে হালদার বিদেশে পলাতক থাকলেও অন্য আসামিরা দেশেই আছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

দুদকের সচিব মুহা. আনোয়ার হোসেন হাওলাদার গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, মামলায় পিকে হালদারসহ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক চেয়ারম্যান এমএ হাশেম, সাবেক এমডি মো. রাশেদুল হক, ৯ জন বোর্ড সদস্য, পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জল কুমার নন্দী, পিকে হালদারের অত্মীয়স্বজন ও সহযোগীসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে।

দুদক সচিব বলেন, মামলাগুলোর মধ্যে আনাম কেমিক্যাল লিমিটেডের নামে ৭০ কোটি ৮২ লাখ টাকা, সুখাদা প্রোপার্টিজ লিমিটেডের নামে ৬৯ কোটি ৮০ লাখ টাকা, মেসার্স বর্ণ’র নামে ৬৬ কোটি ৯৮ লাখ টাকা, রাহমান কেমিক্যালস লিমিটেডের নামে ৫৪ কোটি ৫৫ লাখ টাকা এবং মুন এন্টারপ্রাইজের নামে ৮৩ কোটি ৮৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচার করার অভিযোগ রয়েছে।

মামলায় পিপলস লিজিংয়ের চেয়াররম্যান উজ্জল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হকের বিরুদ্ধে আনান কেমিক্যাল লিমিটেডের নামে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা কৌশলে নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। এই চার কোম্পানি হলোÑ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (আইএলএফএসএল), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।

যাদের আসামি করা হয়েছে

রিলায়েন্স ফাইন্যান্স এবং এনআর বি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি এবং সুখদা প্রোপার্টিজ লি.-এর পরিচালক প্রশান্ত কুমার হালদার, ব্যবস্থাপনা পরিচালক অভিজিত অধিকারী, রাহমান কেমিক্যালসের পরিচালক অমিতাভ অধিকারী, রাহমান কেমিক্যাল লি.-এর পরিচালক এবং পিপলসের সাবেক এমডি উজ্জল কুমার নন্দী, রাহমান কেমিক্যালের পরিচালক রাজিব সোম, স্বপন কুমার মিস্ত্রি, কাজী মমরেজ মাহমুদ, আনান কেমিক্যাল লি.-এর এমডি অমিতাভ অধিকারী, পরিচারক প্রিতিশ কুমার হালদার, পূর্ণিমা রানী হালদার, রতন কুমার বিশ্বাস, ওমর শরীফ, মুন এন্টারপ্রাইজের মালিক শঙ্খ ব্যাপারি, মেসার্স বর্ণ’র মালিক অনঙ্গ মোহন রায়, ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালক পাপিয়া ব্যানার্জি, মো. নুরুল আলম, নাসিম আনোয়ার, মো. নুরুজ্জামান, এমএ হাশেম, মোহাম্মদ আবুল হাসেম, জহিরুল আলম, মো. আনোয়ারুল কবীর, মো. নওশেরুল ইসলাম, বাসুদেব ব্যানার্জি, মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি রাশেদুল হক, একই প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান, ভিপি নাহিদা রুনাই, এভিপি আল মামুন সোহাগ, সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী, মর্জিনা বেগম, রফিকুল ইসলাম খান। সূত্র জানায় ৩৩ জন প্রত্যেকেই ৫ মামলায় আসামি হয়েছেন।