প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার পথে এগিয়ে যাচ্ছে দেশ

সংসদ সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো একে একে সম্পন্ন হয়ে দেশ সোনার বাংলায় পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তারা বলেন, উন্নয়নের এ গতি অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। গতকাল একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপন ও ৭১ বিধিতে নোটিশের কার্যক্রম স্থগিত করা হয়।

গত ১৮ জানুয়ারি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। পরদিন চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ এ প্রস্তাব সমর্থন করেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর পঞ্চম দিনের আলোচনায় নেন সরকারি দলের সংসদ সদস্য- একেএম রহমতুল্লাহ, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাইমুম সারোয়ার কমল, হাবিবে মিল্লাত, তানভির শাকিল জয়, আহসানুল ইসলাম টিটো, মমতাজ বেগম, বেগম জাকিয়া তাবাসসুম, বেগম হোসনে আরা, জাসদের সংসদ সদস্য শিরীন আক্তার, জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক, মুনির উদ্দিন আহমেদ ও বিএনপির সংসদ সদস্য রুমীন ফারহানা।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে একদা ভিক্ষুকের জাতি হিসাবে পরিচিত বাংলাদেশ সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির বাস্তবায়ন ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তারা বলেন, শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্ব, প্রজ্ঞা, সময়োপযোগী সিদ্ধান্ত ও পদক্ষেপের ফলে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হচ্ছে। আর আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতি দেয়া হয়েছে। তারা বলেন, দৃঢ় নেতৃত্বে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ করোনা টিকা প্রদান করতে পারছে। ইতোমধ্যে ২০ লাখ ডোজ করোনা টিকা ভারত থেকে উপহার স্বরূপ পাওয়া গেছে। সরকারি দলের সদস্যরা বাস্তবায়নাধীন ২৪টি মেগা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন শেষ হলে দেশের অর্থনীতি বদলে যাবে। বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।

সংসদের বৈঠক মুলতবি :

রাষ্ট্রপতির ভাষণের ওপর চলমান আলোচনার এক পর্যায়ে সংসদের বৈঠক আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। ডেপুটি স্পিকার মো. ফজলে রব্বী মিয়া এ মুলতবি ঘোষণা করেন।

মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ , ১২ মাঘ ১৪২৭, ১২ জমাদিউস সানি ১৪৪২

সংসদে সরকারি দল

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার পথে এগিয়ে যাচ্ছে দেশ

সংবাদ ডেস্ক |

সংসদ সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো একে একে সম্পন্ন হয়ে দেশ সোনার বাংলায় পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তারা বলেন, উন্নয়নের এ গতি অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। গতকাল একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপন ও ৭১ বিধিতে নোটিশের কার্যক্রম স্থগিত করা হয়।

গত ১৮ জানুয়ারি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। পরদিন চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ এ প্রস্তাব সমর্থন করেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর পঞ্চম দিনের আলোচনায় নেন সরকারি দলের সংসদ সদস্য- একেএম রহমতুল্লাহ, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাইমুম সারোয়ার কমল, হাবিবে মিল্লাত, তানভির শাকিল জয়, আহসানুল ইসলাম টিটো, মমতাজ বেগম, বেগম জাকিয়া তাবাসসুম, বেগম হোসনে আরা, জাসদের সংসদ সদস্য শিরীন আক্তার, জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক, মুনির উদ্দিন আহমেদ ও বিএনপির সংসদ সদস্য রুমীন ফারহানা।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে একদা ভিক্ষুকের জাতি হিসাবে পরিচিত বাংলাদেশ সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির বাস্তবায়ন ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তারা বলেন, শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্ব, প্রজ্ঞা, সময়োপযোগী সিদ্ধান্ত ও পদক্ষেপের ফলে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হচ্ছে। আর আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতি দেয়া হয়েছে। তারা বলেন, দৃঢ় নেতৃত্বে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ করোনা টিকা প্রদান করতে পারছে। ইতোমধ্যে ২০ লাখ ডোজ করোনা টিকা ভারত থেকে উপহার স্বরূপ পাওয়া গেছে। সরকারি দলের সদস্যরা বাস্তবায়নাধীন ২৪টি মেগা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন শেষ হলে দেশের অর্থনীতি বদলে যাবে। বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।

সংসদের বৈঠক মুলতবি :

রাষ্ট্রপতির ভাষণের ওপর চলমান আলোচনার এক পর্যায়ে সংসদের বৈঠক আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। ডেপুটি স্পিকার মো. ফজলে রব্বী মিয়া এ মুলতবি ঘোষণা করেন।