সংসদে কাজী ফিরোজ রশীদের বক্তব্যের নিন্দা নির্মূল কমিটির

জাতীয় সংসদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতি কদর্য ভাষায় বিষোদগার ও নিষিদ্ধের দাবি জানানোয় জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদকে তীব্র নিন্দা জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। গতকাল দেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সর্ববৃহৎ নাগরিক সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা স্পিকারের কাছে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানায়।

বিবৃতিতে সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, মুক্তিযোদ্ধা কলাম লেখক সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ ও সাধারণ সম্পাদক কাজী মুকুল এই প্রতিবাদে লিপিতে সই করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ২৪ জানুয়ারি জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ যে কদর্য ভাষায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতি বিষোদগার করেছেন আমরা এর তীব্র নিন্দা করি এবং সংসদের ধারাবিবরণী থেকে এ ধরনের অসংসদীয়, কদর্য, রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত মিথ্যা বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কাজী ফিরোজ রশীদ বাংলাদেশে বাস করেও কারা, কী উদ্দেশে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠন করেছেন তিনি যদি তা না জানেন সেটা চরম মূর্খতারই পরিচায়ক। ‘নির্মূল’ শব্দকে নিয়ে তিনি ’৭১-এর ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের ভাষায় বিদ্রুপ করে আমাদের প্রকারান্তরে হত্যাকারী বলেছেন। দেশেরবরেণ্য বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের অধিনায়ক এবং বিশিষ্ট নাগরিকরা এই নামটি নির্ধারণ করেছিলেন ৭১-এর গণহত্যাকারীদের মৌলবাদী, সাম্প্রদায়িক, স্বাধীনতাবিরোধী রাজনীতির মূল উৎপাটনের জন্য, কাউকে কায়িকভাবে হত্যা করার জন্য নয়।

মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ , ১২ মাঘ ১৪২৭, ১২ জমাদিউস সানি ১৪৪২

সংসদে কাজী ফিরোজ রশীদের বক্তব্যের নিন্দা নির্মূল কমিটির

নিজস্ব বার্তা পরিবেশক |

জাতীয় সংসদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতি কদর্য ভাষায় বিষোদগার ও নিষিদ্ধের দাবি জানানোয় জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদকে তীব্র নিন্দা জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। গতকাল দেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সর্ববৃহৎ নাগরিক সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা স্পিকারের কাছে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানায়।

বিবৃতিতে সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, মুক্তিযোদ্ধা কলাম লেখক সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ ও সাধারণ সম্পাদক কাজী মুকুল এই প্রতিবাদে লিপিতে সই করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ২৪ জানুয়ারি জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ যে কদর্য ভাষায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতি বিষোদগার করেছেন আমরা এর তীব্র নিন্দা করি এবং সংসদের ধারাবিবরণী থেকে এ ধরনের অসংসদীয়, কদর্য, রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত মিথ্যা বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কাজী ফিরোজ রশীদ বাংলাদেশে বাস করেও কারা, কী উদ্দেশে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠন করেছেন তিনি যদি তা না জানেন সেটা চরম মূর্খতারই পরিচায়ক। ‘নির্মূল’ শব্দকে নিয়ে তিনি ’৭১-এর ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের ভাষায় বিদ্রুপ করে আমাদের প্রকারান্তরে হত্যাকারী বলেছেন। দেশেরবরেণ্য বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের অধিনায়ক এবং বিশিষ্ট নাগরিকরা এই নামটি নির্ধারণ করেছিলেন ৭১-এর গণহত্যাকারীদের মৌলবাদী, সাম্প্রদায়িক, স্বাধীনতাবিরোধী রাজনীতির মূল উৎপাটনের জন্য, কাউকে কায়িকভাবে হত্যা করার জন্য নয়।