বিএসটিডি’র ৪১তম প্রতিষ্ঠাবর্ষ উদযাপন

৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২৫তম জাতীয় প্রশিক্ষণ দিবস উদযাপন করেছে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি)। এ উপলক্ষে গত শনিবার বিএসটিডি’র নিজস্ব কার্যালয়ে সশরীরে ও জুম প্লাটফর্ম ব্যবহার করে ‘উন্নত প্রশিক্ষণ : একটি পর্যালোচনা’ শীর্ষক সেমিনার ও বিএসটিডি প্রশিক্ষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিডি’র সভাপতি এম জানিবুল হক। অনুষ্ঠানে বিএসটিডি’র বিভিন্ন পর্যায়ের সদস্যরা সশরীরে এবং জুম প্লাটফর্মে অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে প্রশিক্ষণ সেক্টর ও মানব সম্পদ উন্নয়নে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ড. সা’দত হুসাইনকে বিএসটিডি প্রশিক্ষণ পুরস্কার ২০২০ (মরণোত্তর) প্রদান করেন বিএসটিডি’র সভাপতি এম জানিবুল হক। পুরস্কার ও সনদ গ্রহণ করেন প্রয়াতের কনিষ্ঠ কন্যা সিবান সাহানা (ঐশী) এবং পুত্রবধূ তানজীলা আক্তার (রুমকী)। সভায় মূল নিবন্ধ উপস্থাপন করেন বিএসটিডি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি।

অনুষ্ঠন সঞ্চালনা করেন বিএসটিডি’র মহাসচিব এম খায়রুল কবীর। আলোচনা করেন বিএসটিডি’র সদস্যরা। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বাণী প্রদান করেন।

মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ , ১২ মাঘ ১৪২৭, ১২ জমাদিউস সানি ১৪৪২

বিএসটিডি’র ৪১তম প্রতিষ্ঠাবর্ষ উদযাপন

৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২৫তম জাতীয় প্রশিক্ষণ দিবস উদযাপন করেছে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি)। এ উপলক্ষে গত শনিবার বিএসটিডি’র নিজস্ব কার্যালয়ে সশরীরে ও জুম প্লাটফর্ম ব্যবহার করে ‘উন্নত প্রশিক্ষণ : একটি পর্যালোচনা’ শীর্ষক সেমিনার ও বিএসটিডি প্রশিক্ষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিডি’র সভাপতি এম জানিবুল হক। অনুষ্ঠানে বিএসটিডি’র বিভিন্ন পর্যায়ের সদস্যরা সশরীরে এবং জুম প্লাটফর্মে অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে প্রশিক্ষণ সেক্টর ও মানব সম্পদ উন্নয়নে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ড. সা’দত হুসাইনকে বিএসটিডি প্রশিক্ষণ পুরস্কার ২০২০ (মরণোত্তর) প্রদান করেন বিএসটিডি’র সভাপতি এম জানিবুল হক। পুরস্কার ও সনদ গ্রহণ করেন প্রয়াতের কনিষ্ঠ কন্যা সিবান সাহানা (ঐশী) এবং পুত্রবধূ তানজীলা আক্তার (রুমকী)। সভায় মূল নিবন্ধ উপস্থাপন করেন বিএসটিডি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি।

অনুষ্ঠন সঞ্চালনা করেন বিএসটিডি’র মহাসচিব এম খায়রুল কবীর। আলোচনা করেন বিএসটিডি’র সদস্যরা। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বাণী প্রদান করেন।