টিকা নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার প্রসঙ্গে

বাংলাদেশে গত বছরের মার্চ মাসে শুরু হয়ে এখনও চলছে বৈশি্বক মহামারি করোনাভাইরাস সংক্রমণ। থেমে নেই মৃত্যুর মিছিল। এরই মাঝে একাধিক কার্যকর টিকার আবিষ্কার এবং দেশে তার প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চয়ই বেশ স্বস্তির। সরকার দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে টিকার আওতায় আনার কর্মযজ্ঞ বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। প্রথম ছয় মাসে তিন কোটি বিশ লাখ টিকা প্রদানের কথা রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, টিকার কার্যকারিতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়জাগানিয়া অপপ্রচার জনমনে স্বস্তির বদলে নতুন করে ভয়ের সঞ্চার করছে। একথা সত্য যে, বিভিন্ন দেশের মানুষ টিকা নেওয়ার পর কিছু পাশর্^প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। কিন্তু কিছু অনলাইন সংবাদ পোর্টালে সংবাদগুলো অতিরঞ্জিত করে প্রকাশ করায় প্রান্তিক পর্যায়ের মানুষদের মনেও টিকার ইতিবাচক ফলাফলের ব্যাপারে সন্দেহ গাঢ় হচ্ছে। এধরণের নেতিবাচক কর্মকান্ড চলতে থাকলে সিংহভাগ মানুষ টিকা গ্রহণে আগ্রহী হবে না। ফলে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা যেমন দীর্ঘস্থায়ী হবে তেমনি লক্ষ লক্ষ ডোজ টিকার পেছনে ব্যয় করা বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে। তাই টিকা নিয়ে অপচর্চা ও গুজবের পথ রুদ্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সম্ভাব্য সব উপায়ে জনসাধারণকে টিকার প্রয়োজনীয়তা ও টিকা গ্রহণ পরবর্তী অবস্থা সম্পর্কে অবহিতকরণ কার্যক্রম চালাতে হবে।

আবু ফারুক

বনরুপাপাড়া

সদর, বান্দরবান

মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ , ১২ মাঘ ১৪২৭, ১২ জমাদিউস সানি ১৪৪২

টিকা নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার প্রসঙ্গে

বাংলাদেশে গত বছরের মার্চ মাসে শুরু হয়ে এখনও চলছে বৈশি্বক মহামারি করোনাভাইরাস সংক্রমণ। থেমে নেই মৃত্যুর মিছিল। এরই মাঝে একাধিক কার্যকর টিকার আবিষ্কার এবং দেশে তার প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চয়ই বেশ স্বস্তির। সরকার দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে টিকার আওতায় আনার কর্মযজ্ঞ বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। প্রথম ছয় মাসে তিন কোটি বিশ লাখ টিকা প্রদানের কথা রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, টিকার কার্যকারিতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়জাগানিয়া অপপ্রচার জনমনে স্বস্তির বদলে নতুন করে ভয়ের সঞ্চার করছে। একথা সত্য যে, বিভিন্ন দেশের মানুষ টিকা নেওয়ার পর কিছু পাশর্^প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। কিন্তু কিছু অনলাইন সংবাদ পোর্টালে সংবাদগুলো অতিরঞ্জিত করে প্রকাশ করায় প্রান্তিক পর্যায়ের মানুষদের মনেও টিকার ইতিবাচক ফলাফলের ব্যাপারে সন্দেহ গাঢ় হচ্ছে। এধরণের নেতিবাচক কর্মকান্ড চলতে থাকলে সিংহভাগ মানুষ টিকা গ্রহণে আগ্রহী হবে না। ফলে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা যেমন দীর্ঘস্থায়ী হবে তেমনি লক্ষ লক্ষ ডোজ টিকার পেছনে ব্যয় করা বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে। তাই টিকা নিয়ে অপচর্চা ও গুজবের পথ রুদ্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সম্ভাব্য সব উপায়ে জনসাধারণকে টিকার প্রয়োজনীয়তা ও টিকা গ্রহণ পরবর্তী অবস্থা সম্পর্কে অবহিতকরণ কার্যক্রম চালাতে হবে।

আবু ফারুক

বনরুপাপাড়া

সদর, বান্দরবান