ভাড়াটিয়ার প্রতি মানবিক হোন

করোনায় মানুষের আয় কমে গেছে। দেশে বেসরকারি খাতে চাকরিজীবী মধ্যবিত্তের বেশিরভাগেরই প্রভিডেন্ট ফান্ড নেই, গ্র্যাচুইটি নেই, যা আছে সেটা হলো তার ক্ষুদ্র সঞ্চয়। করোনা সেটিও নিঃশেষ করে এনেছে। বিপাকে পড়েছেন ভাড়া বাসা কিংবা মেসে থাকা মানুষজন। কেউ কেউ পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। তবু প্রকাশ করতে পারছেন না। উপার্জন না থাকায় নিম্নবিত্তরা চিন্তিত, মাস শেষে বাড়িভাড়া আসবে কোথা থেকে? ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্তে স্বল্প আয়ের যারা ঘরভাড়া নিয়ে বসবাস করছেন।

এই অবস্থায় বাসাভাড়া দেয়া তাদের পক্ষে শুধু কষ্টসাধ্যই নয় অসম্ভবও বটে। কিন্তু বাড়িওয়ালারা সেটা বুঝতে চাইছেন না। ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেয়াসহ, বিভিন্নভাবে হয়রানির ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়া আর বাসা পাল্টানোর ঝামেলা এড়াতে ভাড়াটিয়ারা বাড়িওয়ালাদের বেআইনি পদক্ষেপ সহ্য করে নেন। এছাড়া, বিরোধে জড়ালে লাঞ্ছিত হওয়ার ভয়ও থাকে। এ জন্য তাদের মেনে নিতে হয় বাড়িওয়ালার সব অন্যায়। এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে গিয়ে নতুন করে হয়রানির শিকার হতে হবে ভেবে সেদিকেও অগ্রসর হন না ভাড়াটিয়াদের কেউ কেউ।

সমাজে কেউ একা বাস করতে পারে না। একসঙ্গে থাকতে হলে অন্যের সুখ-দুঃখ ভাগ করে নিতে হয়। বিপদগ্রস্ত পরিস্থিতিতে সমব্যথী হতে হবে। বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ, একটু মানবিক হোন। ভাড়াটিয়াদের পাশে দাঁড়ান। আপনারাও করোনা যুদ্ধে যার যার অবস্থান থেকে যোগ দেন। তাহলেই হয়তো আমরা জয়ী হতে পারব।

শাকিবুল হাসান

মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ , ১২ মাঘ ১৪২৭, ১২ জমাদিউস সানি ১৪৪২

ভাড়াটিয়ার প্রতি মানবিক হোন

করোনায় মানুষের আয় কমে গেছে। দেশে বেসরকারি খাতে চাকরিজীবী মধ্যবিত্তের বেশিরভাগেরই প্রভিডেন্ট ফান্ড নেই, গ্র্যাচুইটি নেই, যা আছে সেটা হলো তার ক্ষুদ্র সঞ্চয়। করোনা সেটিও নিঃশেষ করে এনেছে। বিপাকে পড়েছেন ভাড়া বাসা কিংবা মেসে থাকা মানুষজন। কেউ কেউ পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। তবু প্রকাশ করতে পারছেন না। উপার্জন না থাকায় নিম্নবিত্তরা চিন্তিত, মাস শেষে বাড়িভাড়া আসবে কোথা থেকে? ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্তে স্বল্প আয়ের যারা ঘরভাড়া নিয়ে বসবাস করছেন।

এই অবস্থায় বাসাভাড়া দেয়া তাদের পক্ষে শুধু কষ্টসাধ্যই নয় অসম্ভবও বটে। কিন্তু বাড়িওয়ালারা সেটা বুঝতে চাইছেন না। ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেয়াসহ, বিভিন্নভাবে হয়রানির ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়া আর বাসা পাল্টানোর ঝামেলা এড়াতে ভাড়াটিয়ারা বাড়িওয়ালাদের বেআইনি পদক্ষেপ সহ্য করে নেন। এছাড়া, বিরোধে জড়ালে লাঞ্ছিত হওয়ার ভয়ও থাকে। এ জন্য তাদের মেনে নিতে হয় বাড়িওয়ালার সব অন্যায়। এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে গিয়ে নতুন করে হয়রানির শিকার হতে হবে ভেবে সেদিকেও অগ্রসর হন না ভাড়াটিয়াদের কেউ কেউ।

সমাজে কেউ একা বাস করতে পারে না। একসঙ্গে থাকতে হলে অন্যের সুখ-দুঃখ ভাগ করে নিতে হয়। বিপদগ্রস্ত পরিস্থিতিতে সমব্যথী হতে হবে। বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ, একটু মানবিক হোন। ভাড়াটিয়াদের পাশে দাঁড়ান। আপনারাও করোনা যুদ্ধে যার যার অবস্থান থেকে যোগ দেন। তাহলেই হয়তো আমরা জয়ী হতে পারব।

শাকিবুল হাসান