কানাডায় উচ্চশিক্ষা বিষয়ে ওয়েবিনার

আন্তর্জাতিক সদস্যদের নিয়ে একটি হাই প্রোফাইল ওয়েবিনারে কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ ওয়েবিনারে বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংসহ বিভিন্ন সুবিধা নিয়েও আলোচনা হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ‘স্টাডি ইন কানাডা ফেজ-টু’ প্রোগ্রামে বাংলাদেশকে সম্প্রতি তালিকাভুক্ত করেছে। কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিজ এক্সেলেন্সি ড. খলিলুর রহমান, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ড. চৌধুরী নাফিজ সরাফাত, কানাডায় বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স কাউন্সিলর শাকিল মাহমুদ, সেন্টেনিয়াল কলেজের সাউথ এশিয়া অ্যান্ড মিডল ইস্ট রিজিওনাল ম্যানেজার অব ইন্টারন্যাশনাল এডুকেশন, গিল বেগান এবং টরন্টোর চেস্টার হাইস্কুলের ভাইস প্রিন্সিপাল হেনরি জু এই ওয়েবিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ ড. চৌধুরী নাফিজ সরাফাত এ বিষয়ে বলেন, স্টাডি ইন কানাডা ফেজ-টু’ প্রোগ্রামে বাংলাদেশকে তালিকাভুক্ত করায় আমরা অত্যন্ত আনন্দিত। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কানাডিয়ান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাডেমিক কোলাবোরেশনের জন্য সর্বোচ্চ পর্যায়ে কাজ করে যাচ্ছে। কানাডিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়, যেমন ‘কানাডার কিংস ইউনিভার্সিটি কলেজ’, ‘ল্যাম্বটন কলেজ, জর্জিয়ান কলেজ’, ‘যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটি’, ‘মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস’, ‘সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ সিঙ্গাপুরের’ সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার, স্টুডেন্ট মোবিলিটি এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম, গবেষণা এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছেন।

বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ , ১৩ মাঘ ১৪২৭, ১৩ জমাদিউস সানি ১৪৪২

কানাডায় উচ্চশিক্ষা বিষয়ে ওয়েবিনার

image

আন্তর্জাতিক সদস্যদের নিয়ে একটি হাই প্রোফাইল ওয়েবিনারে কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ ওয়েবিনারে বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংসহ বিভিন্ন সুবিধা নিয়েও আলোচনা হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ‘স্টাডি ইন কানাডা ফেজ-টু’ প্রোগ্রামে বাংলাদেশকে সম্প্রতি তালিকাভুক্ত করেছে। কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিজ এক্সেলেন্সি ড. খলিলুর রহমান, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ড. চৌধুরী নাফিজ সরাফাত, কানাডায় বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স কাউন্সিলর শাকিল মাহমুদ, সেন্টেনিয়াল কলেজের সাউথ এশিয়া অ্যান্ড মিডল ইস্ট রিজিওনাল ম্যানেজার অব ইন্টারন্যাশনাল এডুকেশন, গিল বেগান এবং টরন্টোর চেস্টার হাইস্কুলের ভাইস প্রিন্সিপাল হেনরি জু এই ওয়েবিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ ড. চৌধুরী নাফিজ সরাফাত এ বিষয়ে বলেন, স্টাডি ইন কানাডা ফেজ-টু’ প্রোগ্রামে বাংলাদেশকে তালিকাভুক্ত করায় আমরা অত্যন্ত আনন্দিত। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কানাডিয়ান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাডেমিক কোলাবোরেশনের জন্য সর্বোচ্চ পর্যায়ে কাজ করে যাচ্ছে। কানাডিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়, যেমন ‘কানাডার কিংস ইউনিভার্সিটি কলেজ’, ‘ল্যাম্বটন কলেজ, জর্জিয়ান কলেজ’, ‘যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটি’, ‘মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস’, ‘সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ সিঙ্গাপুরের’ সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার, স্টুডেন্ট মোবিলিটি এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম, গবেষণা এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছেন।