সাতক্ষীরায় ফেনসিডিল ডিবি’র সোর্সসহ গ্রেফতার ৪

অভিনব কায়দায় প্রাইভেটকারের সিটের তলায় বিশেষ ভাবে তৈরি ট্যাঙ্কে লুকিয়ে রাখা ৪২ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে সাতক্ষীরা থানা পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশের সোর্সসহ ৪ মাদক ব্যবসায়ীকে। গত সোমবার সকালে সাতক্ষীরা-বৈকারী সড়কের শিকড়ী এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে সাতক্ষীরা থানার এসআই আহম্মদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর জেলার চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ওরফে আসাদুল, সাতক্ষীরা সদরের যোগরাজপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে জেলা ডিবি পুলিশের সোর্স পরিচয় দানকারী সাদ্দাম হোসেন, কাশেমপুর গ্রামের আ. সাত্তারের ছেলে আবু সাঈদ ও বৈকারী গ্রামের ইয়াসিন সরদারের ছেলে শাহিনুর রহমান।

পুলিশ জানিয়েছে, সাদ্দাম হোসেন বহুদিন যাবত সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিলেন। সাইনবোর্ড হিসেবে জেলা ডিবি পুলিশের সোর্স পরিচয় দিতো সে। সাদ্দাম হোসেন এর নামে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। এছাড়াও স্বর্ণ ও মাদক ছিনতাইয়ের একাউন্ট অভিযোগ ও রয়েছে তার নামে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আহম্মদ আলী জানান, সন্দেহজনক হলে প্রাইভেটকারটি আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে প্রাইভেটকারের সিটের মধ্যে লুকানো ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার ও চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে প্রাইভেটকারটি। আটক সাদ্দাম হোসেন ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করত। এখন করে কিনা জানা নেই।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ , ১৩ মাঘ ১৪২৭, ১৩ জমাদিউস সানি ১৪৪২

সাতক্ষীরায় ফেনসিডিল ডিবি’র সোর্সসহ গ্রেফতার ৪

প্রতিনিধি, সাতক্ষীরা

অভিনব কায়দায় প্রাইভেটকারের সিটের তলায় বিশেষ ভাবে তৈরি ট্যাঙ্কে লুকিয়ে রাখা ৪২ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে সাতক্ষীরা থানা পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশের সোর্সসহ ৪ মাদক ব্যবসায়ীকে। গত সোমবার সকালে সাতক্ষীরা-বৈকারী সড়কের শিকড়ী এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে সাতক্ষীরা থানার এসআই আহম্মদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর জেলার চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ওরফে আসাদুল, সাতক্ষীরা সদরের যোগরাজপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে জেলা ডিবি পুলিশের সোর্স পরিচয় দানকারী সাদ্দাম হোসেন, কাশেমপুর গ্রামের আ. সাত্তারের ছেলে আবু সাঈদ ও বৈকারী গ্রামের ইয়াসিন সরদারের ছেলে শাহিনুর রহমান।

পুলিশ জানিয়েছে, সাদ্দাম হোসেন বহুদিন যাবত সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিলেন। সাইনবোর্ড হিসেবে জেলা ডিবি পুলিশের সোর্স পরিচয় দিতো সে। সাদ্দাম হোসেন এর নামে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। এছাড়াও স্বর্ণ ও মাদক ছিনতাইয়ের একাউন্ট অভিযোগ ও রয়েছে তার নামে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আহম্মদ আলী জানান, সন্দেহজনক হলে প্রাইভেটকারটি আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে প্রাইভেটকারের সিটের মধ্যে লুকানো ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার ও চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে প্রাইভেটকারটি। আটক সাদ্দাম হোসেন ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করত। এখন করে কিনা জানা নেই।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।