সজল-সারিকার ‘জুতা চরণ বাবু’

সজল-সারিকা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘জুতা চরণ বাবু’ শিরোনামের একটি টেলিফিল্মে। এটি নির্মাণ করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। এতে আরও অভিনয় করেছেনÑ সিরাজুল ইসলাম, মিলি বাসার, মুনতাহা এমিলা, ড. হিরা, লিটন খন্দকার, অনিক হুমায়ন, জি সি রাজিব, খলিল, আকাশ, তন্ময়। নির্মাতা জানান খুব শীঘ্রই টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে।

সজল নাটকের গল্প নিয়ে বলেন, ‘আলিফ খুব গরিব ঘরের মেধাবী সন্তান, উচ্চ শিক্ষিত। ভাগ্যগুণে সে কোন চাকরি পায়নি। চাকরির বয়সও শেষ হয়ে এসেছে। শিক্ষিত হওয়ার কারণে সে এলাকার ছোটখাটো দিনমজুরির কাজ করতে পারে না। করেনি যে এমনটি নয়, অনেকবার দিনমজুরির কাজ করেছে। কিন্তু তাতে সমালোচক মহল খুবই ঈর্ষান্বিত করেছে। আঙ্গুল তুলে অবজ্ঞা করেছে এবং হেসেছে। তাই মান সম্মান এবং মা-বাবাকে সুখী রাখার নিমিত্তে ঢাকা শহরের উদ্দেশে রওনা দিয়েছে আলিফ। আমাদের গল্পটি এখান থেকে শুরু।’

বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ , ১৩ মাঘ ১৪২৭, ১৩ জমাদিউস সানি ১৪৪২

সজল-সারিকার ‘জুতা চরণ বাবু’

বিনোদন প্রতিবেদক |

image

সজল-সারিকা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘জুতা চরণ বাবু’ শিরোনামের একটি টেলিফিল্মে। এটি নির্মাণ করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। এতে আরও অভিনয় করেছেনÑ সিরাজুল ইসলাম, মিলি বাসার, মুনতাহা এমিলা, ড. হিরা, লিটন খন্দকার, অনিক হুমায়ন, জি সি রাজিব, খলিল, আকাশ, তন্ময়। নির্মাতা জানান খুব শীঘ্রই টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে।

সজল নাটকের গল্প নিয়ে বলেন, ‘আলিফ খুব গরিব ঘরের মেধাবী সন্তান, উচ্চ শিক্ষিত। ভাগ্যগুণে সে কোন চাকরি পায়নি। চাকরির বয়সও শেষ হয়ে এসেছে। শিক্ষিত হওয়ার কারণে সে এলাকার ছোটখাটো দিনমজুরির কাজ করতে পারে না। করেনি যে এমনটি নয়, অনেকবার দিনমজুরির কাজ করেছে। কিন্তু তাতে সমালোচক মহল খুবই ঈর্ষান্বিত করেছে। আঙ্গুল তুলে অবজ্ঞা করেছে এবং হেসেছে। তাই মান সম্মান এবং মা-বাবাকে সুখী রাখার নিমিত্তে ঢাকা শহরের উদ্দেশে রওনা দিয়েছে আলিফ। আমাদের গল্পটি এখান থেকে শুরু।’