সিনেটে ট্রাম্পের অভিশংসন নথি

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের নথি সিনেটে পৌঁছেছে। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের চূড়ান্ত শুনানি আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে। কংগ্রেসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের নয় সদস্য অভিশংসনের নথি নিয়ে উচ্চকক্ষ সিনেটে যান। সেখানে নথি পড়ে শোনান প্রতিনিধি দলটির প্রধান জেমি রাসকিন। সিএনএন

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সিনেটের কাছে নথি পৌঁছানোর পরের দিন থেকেই অভিশংসনের শুনানি শুরু করতে হয়। তবে এখনও নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভা পূর্ণ না হওয়ায় সিনেটররা শুনানি শুরু করতে আরও দুই সপ্তাহ সময় নিতে পারেন। অভিশংসন প্রস্তাব নিয়ে যাওয়া কংগ্রেস সদস্যদের সবাই ডেমোক্র্যাটিক পার্টির। বাকি আট সদস্য হলেন ডায়ানা ডেগেটে, ডেভিড সিসিলিনি, জোয়াকুইন ক্যাস্ট্রো, এরিক সালওয়েল, টেড লিইইউ, স্টাসি প্লাসকেট, জো নেগুস ও মেডেলিন ডিন। ট্রাম্পকে কেন অভিযুক্ত করা উচিত, এ বিষয়ে তারা সিনেটে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

এদিকে সিএনএন জানিয়েছে, শুনানিতে অংশ নিতে একদল আইনজীবী নিয়োগ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এ আইনজীবী দলে নেতৃত্ব দিবেন বাচ বোয়ার্স, যিনি জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে মার্কিন বিচার বিভাগে কর্মরত ছিলেন। এই আইনজীবী তার দলে নতুন সদস্য যোগ করতে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দু’জন সিএনএনকে জানিয়েছেন, কিছুদিন আগে অভিশংসনের শুনানি নিয়ে ট্রাম্পের সঙ্গে বোয়ার্সের কথা হয়েছে। ট্রাম্প ইতোমধ্যে এই আইনজীবীর সঙ্গে প্রতিরক্ষা কৌশল তৈরিতে কাজ শুরু করেছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি অভিশংসনের দলিলপত্র হস্তান্তর করবেন বলে সিনেটকে জানিয়েছেন। সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার গত শুক্রবার সিনেটে বলেন, ‘কোন ভুল করা চলবে না। যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রেসিডেন্টের (ট্রাম্পের) দোষ বিচারে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এটি হতে যাচ্ছে একটি নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ শুনানি।’

গত ১৩ জানুয়ারি ট্রাম্পের অভিশংসন বিষয়ে প্রতিনিধি পরিষদে কয়েক ঘণ্টার বিতর্ক শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসিত করা হয়। তার বিরুদ্ধে গত ৬ জানুয়ারি হোয়াইট হাউজের বাইরে একটি সমাবেশের ভাষণে ক্যাপিটল ভবনে হামলায় উসকানি দেয়ার অভিযোগ আনা হয়।

এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই হলেন একমাত্র প্রেসিডেন্ট যাকে দু’বার অভিশংসন করা হলো। এর আগে ২০১৯ সালে ট্রাম্প প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদে অভিশংসনের সম্মুখীন হন।

হোয়াইট হাউজ ছাড়ার পর ফ্লোরিডায় থাকছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার বেশিরভাগ সময় কাটছে গলফ খেলে।

বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ , ১৩ মাঘ ১৪২৭, ১৩ জমাদিউস সানি ১৪৪২

আইনজীবী নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

সিনেটে ট্রাম্পের অভিশংসন নথি

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের নথি সিনেটে পৌঁছেছে। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের চূড়ান্ত শুনানি আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে। কংগ্রেসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের নয় সদস্য অভিশংসনের নথি নিয়ে উচ্চকক্ষ সিনেটে যান। সেখানে নথি পড়ে শোনান প্রতিনিধি দলটির প্রধান জেমি রাসকিন। সিএনএন

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সিনেটের কাছে নথি পৌঁছানোর পরের দিন থেকেই অভিশংসনের শুনানি শুরু করতে হয়। তবে এখনও নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভা পূর্ণ না হওয়ায় সিনেটররা শুনানি শুরু করতে আরও দুই সপ্তাহ সময় নিতে পারেন। অভিশংসন প্রস্তাব নিয়ে যাওয়া কংগ্রেস সদস্যদের সবাই ডেমোক্র্যাটিক পার্টির। বাকি আট সদস্য হলেন ডায়ানা ডেগেটে, ডেভিড সিসিলিনি, জোয়াকুইন ক্যাস্ট্রো, এরিক সালওয়েল, টেড লিইইউ, স্টাসি প্লাসকেট, জো নেগুস ও মেডেলিন ডিন। ট্রাম্পকে কেন অভিযুক্ত করা উচিত, এ বিষয়ে তারা সিনেটে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

এদিকে সিএনএন জানিয়েছে, শুনানিতে অংশ নিতে একদল আইনজীবী নিয়োগ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এ আইনজীবী দলে নেতৃত্ব দিবেন বাচ বোয়ার্স, যিনি জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে মার্কিন বিচার বিভাগে কর্মরত ছিলেন। এই আইনজীবী তার দলে নতুন সদস্য যোগ করতে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দু’জন সিএনএনকে জানিয়েছেন, কিছুদিন আগে অভিশংসনের শুনানি নিয়ে ট্রাম্পের সঙ্গে বোয়ার্সের কথা হয়েছে। ট্রাম্প ইতোমধ্যে এই আইনজীবীর সঙ্গে প্রতিরক্ষা কৌশল তৈরিতে কাজ শুরু করেছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি অভিশংসনের দলিলপত্র হস্তান্তর করবেন বলে সিনেটকে জানিয়েছেন। সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার গত শুক্রবার সিনেটে বলেন, ‘কোন ভুল করা চলবে না। যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রেসিডেন্টের (ট্রাম্পের) দোষ বিচারে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এটি হতে যাচ্ছে একটি নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ শুনানি।’

গত ১৩ জানুয়ারি ট্রাম্পের অভিশংসন বিষয়ে প্রতিনিধি পরিষদে কয়েক ঘণ্টার বিতর্ক শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসিত করা হয়। তার বিরুদ্ধে গত ৬ জানুয়ারি হোয়াইট হাউজের বাইরে একটি সমাবেশের ভাষণে ক্যাপিটল ভবনে হামলায় উসকানি দেয়ার অভিযোগ আনা হয়।

এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই হলেন একমাত্র প্রেসিডেন্ট যাকে দু’বার অভিশংসন করা হলো। এর আগে ২০১৯ সালে ট্রাম্প প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদে অভিশংসনের সম্মুখীন হন।

হোয়াইট হাউজ ছাড়ার পর ফ্লোরিডায় থাকছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার বেশিরভাগ সময় কাটছে গলফ খেলে।