রোহিঙ্গা শিবিরে দু’পক্ষের গুলি বিনিময়, নিহত ১

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে দু’দল অস্ত্রধারীর মধ্যে গোলাগুলিতে জাবেদ (২০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত রোহিঙ্গা উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা শরণার্থী শিবিরে ডি/৪ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে। নিহত রোহিঙ্গার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গত সোমবার রাত ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৮ ব্লকে ঘটনাটি ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

প্রত্যক্ষদর্শী ও এপিবিএন সূত্র জানায়, সোমবার রাতে রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসী মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভী ইউনুসের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী সদস্য নিয়ে ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় পালংখালীর ঘোনারপাড়ার নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে অপর সন্ত্রাসী দলের ৭ থেকে ৮ জন পথরোধ করে এবং রাতের বেলায় রোহিঙ্গা শিবির সংশ্লিষ্ট এলাকায় ঘোরাঘুরি না করতে নিষেধ করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে দু’পক্ষের মধ্যে ৩ থেকে ৪ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

ওই সময় উভয় পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা সন্ত্রাসী মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে রোহিঙ্গা শরণার্থী শিবিরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলায় মামলা দায়ের করা হচ্ছে।

আরও খবর
ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে বাংলাদেশ
ভ্যাকসিন নিয়ে বিএনপিকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান কাদেরের
বিএনপি টিকা নিয়ে অহেতুক প্রশ্ন তুলছে
দক্ষিণ এশিয়ায় কেবল বাংলাদেশের জিডিপি বাড়ছে জাতিসংঘ
যুক্তরাজ্য ফেরত ২৯ প্রবাসীর করোনা শনাক্ত
রোহিঙ্গা ইস্যুতে আমরা ভয়ঙ্কর অসুবিধায় আছি : স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতে ট্যুরিস্ট ভিসা চালু শীঘ্রই দোরাইস্বামী
বিচারের দীর্ঘ সূত্রতায় হতাশা
নৌকার প্রার্থী প্রত্যাখ্যান আ’লীগ ও ১৪ দল নেতাদের
বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা
গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট
শাবি ছাত্রলীগ সভাপতিসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট
শাহবাগে মানববন্ধন বিক্ষোভ মিছিল
শাকিলের ফাঁদে প্রাণ হারান ব্যবসায়ী হামিদুল

বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ , ১৩ মাঘ ১৪২৭, ১৩ জমাদিউস সানি ১৪৪২

রোহিঙ্গা শিবিরে দু’পক্ষের গুলি বিনিময়, নিহত ১

প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে দু’দল অস্ত্রধারীর মধ্যে গোলাগুলিতে জাবেদ (২০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত রোহিঙ্গা উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা শরণার্থী শিবিরে ডি/৪ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে। নিহত রোহিঙ্গার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গত সোমবার রাত ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৮ ব্লকে ঘটনাটি ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

প্রত্যক্ষদর্শী ও এপিবিএন সূত্র জানায়, সোমবার রাতে রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসী মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভী ইউনুসের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী সদস্য নিয়ে ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় পালংখালীর ঘোনারপাড়ার নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে অপর সন্ত্রাসী দলের ৭ থেকে ৮ জন পথরোধ করে এবং রাতের বেলায় রোহিঙ্গা শিবির সংশ্লিষ্ট এলাকায় ঘোরাঘুরি না করতে নিষেধ করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে দু’পক্ষের মধ্যে ৩ থেকে ৪ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

ওই সময় উভয় পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা সন্ত্রাসী মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে রোহিঙ্গা শরণার্থী শিবিরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলায় মামলা দায়ের করা হচ্ছে।