মনোনয়নপত্র প্রত্যাহার শেষ আজ প্রতীক বরাদ্দ

রাজনৈতিক কারণে ব্যাপক আলোচিত ও সমালোচিত বাগেরহাট পৌরসভা নির্বাচন-২০২১ আগামি ১৪ ফেব্রুয়ারি। তফশিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারীদের দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে দুই মেয়র প্রার্থী ও ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী বহাল থাকলেও পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট দাখিলকৃত ২৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্র নিশ্চিত করেছে। এখন মেয়র পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৩ বারের মেয়র খান হাবীবুর রহমান চতুর্থবার মেয়র হতে নির্বাচন করছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়েছেন এ পৌরসভার ৪ বার নির্বাচিত পৌর চেয়ারম্যান মরহুম এসএম আতাহার হোসেন আবু বড় মিয়ার ছেলে বিএনপি দলীয় প্রার্থী এসএম নিয়াজ হোসেন শৈবাল। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের তালুকদার রীনা সুলতান ও বিএনপির আসমা আজাদ ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে- আওয়ামী লীগের তানিয়া খাতুন অরাজনৈতিকভাবে নৃত্য শিল্পী নাজমা আক্তার যুথি এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের শরীফা আক্তার স্বপ্না ও বিএনপির কোহিনুর আক্তার ডালিম।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়াডে প্রার্থী হয়েছেন ননী গোপাল চক্রবর্ত্তী নোনা, সরদার শামীম আহসান, জাহিদুল ইসলাম যাদু, আবু জাফর, এএসএম হায়াত উদ্দিন, মো. হাফিজ সেখ ও মোসা. ফরিদা পারভিন। ২নং ওয়ার্ডে নাছির উদ্দিন, ফিরোজ হোসেন ও মনিরুজ্জামান, ৩নং ওয়ার্ডে খান আবু বক্কার সিদ্দিক ও মো. নয়ন শেখ। ৪নং ওয়ার্ডে কাজী তৌহিদুর রহমান জনি ও সৈয়দ বাদশা, ৫নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল হাসেম শিপন, ৬নং ওয়ার্ডে আবদুল বাকী তালুকদার ও ৭নং ওয়ার্ডে শাহনেওয়াজ মোল্লা দোলন।

৮নং ওয়ার্ডে সহিদুল ইসলাম সাগর, শেখ রেজাউর রহমান মন্টু, আবদুস সোবাহান ও মাসুম শেখ এবং ৯নং ওয়ার্ডে ফারুক তালুকদার ও খান তানভির হোসেন লিপন। উল্লেখ্য, বাগেরহাট পৌরসভায় এবারের নির্বাচনে ১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এক নারী, একজন বিএনপি ও একজন সিপিবি দলীয়সহ মোট ৭ প্রার্থী রয়েছেন। বাকি ৮ ওয়ার্ডের সবাই আওয়ামী লীগ দলীয় প্রার্থী। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বেনজির অহম্মেদ ফরাজি মঙ্গলবার সন্ধ্যায় জানান, মেয়র পদে দুইজন ও সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে দুইজন করে মোট ৬ জন আর সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিলকৃত মোট ২৮ জনের মধ্যে ৫ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ , ১৩ মাঘ ১৪২৭, ১৩ জমাদিউস সানি ১৪৪২

বাগেরহাট পৌর নির্বাচন

মনোনয়নপত্র প্রত্যাহার শেষ আজ প্রতীক বরাদ্দ

আজাদুল হক, বাগেরহাট

রাজনৈতিক কারণে ব্যাপক আলোচিত ও সমালোচিত বাগেরহাট পৌরসভা নির্বাচন-২০২১ আগামি ১৪ ফেব্রুয়ারি। তফশিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারীদের দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে দুই মেয়র প্রার্থী ও ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী বহাল থাকলেও পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট দাখিলকৃত ২৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্র নিশ্চিত করেছে। এখন মেয়র পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৩ বারের মেয়র খান হাবীবুর রহমান চতুর্থবার মেয়র হতে নির্বাচন করছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়েছেন এ পৌরসভার ৪ বার নির্বাচিত পৌর চেয়ারম্যান মরহুম এসএম আতাহার হোসেন আবু বড় মিয়ার ছেলে বিএনপি দলীয় প্রার্থী এসএম নিয়াজ হোসেন শৈবাল। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের তালুকদার রীনা সুলতান ও বিএনপির আসমা আজাদ ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে- আওয়ামী লীগের তানিয়া খাতুন অরাজনৈতিকভাবে নৃত্য শিল্পী নাজমা আক্তার যুথি এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের শরীফা আক্তার স্বপ্না ও বিএনপির কোহিনুর আক্তার ডালিম।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়াডে প্রার্থী হয়েছেন ননী গোপাল চক্রবর্ত্তী নোনা, সরদার শামীম আহসান, জাহিদুল ইসলাম যাদু, আবু জাফর, এএসএম হায়াত উদ্দিন, মো. হাফিজ সেখ ও মোসা. ফরিদা পারভিন। ২নং ওয়ার্ডে নাছির উদ্দিন, ফিরোজ হোসেন ও মনিরুজ্জামান, ৩নং ওয়ার্ডে খান আবু বক্কার সিদ্দিক ও মো. নয়ন শেখ। ৪নং ওয়ার্ডে কাজী তৌহিদুর রহমান জনি ও সৈয়দ বাদশা, ৫নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল হাসেম শিপন, ৬নং ওয়ার্ডে আবদুল বাকী তালুকদার ও ৭নং ওয়ার্ডে শাহনেওয়াজ মোল্লা দোলন।

৮নং ওয়ার্ডে সহিদুল ইসলাম সাগর, শেখ রেজাউর রহমান মন্টু, আবদুস সোবাহান ও মাসুম শেখ এবং ৯নং ওয়ার্ডে ফারুক তালুকদার ও খান তানভির হোসেন লিপন। উল্লেখ্য, বাগেরহাট পৌরসভায় এবারের নির্বাচনে ১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এক নারী, একজন বিএনপি ও একজন সিপিবি দলীয়সহ মোট ৭ প্রার্থী রয়েছেন। বাকি ৮ ওয়ার্ডের সবাই আওয়ামী লীগ দলীয় প্রার্থী। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বেনজির অহম্মেদ ফরাজি মঙ্গলবার সন্ধ্যায় জানান, মেয়র পদে দুইজন ও সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে দুইজন করে মোট ৬ জন আর সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিলকৃত মোট ২৮ জনের মধ্যে ৫ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।