ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

আমরা সকলেই স্লোগান দেই, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবু নিয়মিত ধূমপান করেই যাচ্ছি। বাংলাদেশে ধূমপানকারীর সংখ্যা ন্যূনতম ১ কোটি ৮০ লক্ষ। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী তামাক জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর দেশে প্রায় ১ লক্ষ ৬১ হাজার মানুষের মৃত্যু হয় ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পৃথিবীতে তামাক জনিত রোগের কারণে প্রতি ৬ সেকেন্ডে ১ জনের মৃত্যু হয়। সংস্থাটির পূর্ববাসে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে প্রতি বছর তামাক জনিত রোগের কারণে প্রায় ১ কোটি মানুষ মারা যাবে।

তামাক নিয়ন্ত্রণ বিধিমালা ২০১৫-তে বলা হয়, যে পাবলিক প্লেসে ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ। তবু সবখানে জনসম্মুখে ধূমপান বেড়েই চলেছে। আইনে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসসহ ২৪ ধরনের স্থানকে পাবলিক প্লেস হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়াও ৮ ধরনের যানবাহনকে গণপরিবহন হিসেবে ঘোষণা করা হয়। যেমন বাস,রেলগাড়ি, লঞ্চ সব ধরনের যান্ত্রিক যানবাহন। এসব স্থানে ধূমপান করলে জরিমানার বিধানও রাখা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হল, এ আইনের কোন প্রয়োগ নেই। এ ব্যাপারে কারও মাথা ব্যথা নেই।

স্বাস্থ্য সুরক্ষার জন্য ধূমপান থেকে বিরত থাকা একান্তই জরুরি। পাবলিক প্লেসে ধূমপান চূড়ান্তরূপে নিষিদ্ধ করে সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।

রাকিব হাসান

বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ , ১৩ মাঘ ১৪২৭, ১৩ জমাদিউস সানি ১৪৪২

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

আমরা সকলেই স্লোগান দেই, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবু নিয়মিত ধূমপান করেই যাচ্ছি। বাংলাদেশে ধূমপানকারীর সংখ্যা ন্যূনতম ১ কোটি ৮০ লক্ষ। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী তামাক জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর দেশে প্রায় ১ লক্ষ ৬১ হাজার মানুষের মৃত্যু হয় ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পৃথিবীতে তামাক জনিত রোগের কারণে প্রতি ৬ সেকেন্ডে ১ জনের মৃত্যু হয়। সংস্থাটির পূর্ববাসে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে প্রতি বছর তামাক জনিত রোগের কারণে প্রায় ১ কোটি মানুষ মারা যাবে।

তামাক নিয়ন্ত্রণ বিধিমালা ২০১৫-তে বলা হয়, যে পাবলিক প্লেসে ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ। তবু সবখানে জনসম্মুখে ধূমপান বেড়েই চলেছে। আইনে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসসহ ২৪ ধরনের স্থানকে পাবলিক প্লেস হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়াও ৮ ধরনের যানবাহনকে গণপরিবহন হিসেবে ঘোষণা করা হয়। যেমন বাস,রেলগাড়ি, লঞ্চ সব ধরনের যান্ত্রিক যানবাহন। এসব স্থানে ধূমপান করলে জরিমানার বিধানও রাখা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হল, এ আইনের কোন প্রয়োগ নেই। এ ব্যাপারে কারও মাথা ব্যথা নেই।

স্বাস্থ্য সুরক্ষার জন্য ধূমপান থেকে বিরত থাকা একান্তই জরুরি। পাবলিক প্লেসে ধূমপান চূড়ান্তরূপে নিষিদ্ধ করে সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।

রাকিব হাসান