ভোলায় সাংবাদিকের জমি দখল : কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ

ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রয়াত সাংবাদিক আফসার উদ্দিন বাবুলের ৭০ বছরের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালানোর অভিযোগ ওঠেছে পৌর মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানার বিরুদ্ধে। দখলকাজে বাঁধা দেয়ায় মহিলা কাউন্সিলরের স্বামী জামাল ও তার ভাই মামুনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। নিরাপত্তাহীনতায় আছেন প্রয়াত সাংবাদিক আফসার উদ্দিন বাবুলের স্ত্রী শাহীনা আফসার। গত মঙ্গলবার তিনি সংবাদকে জানান, ১৯৫০ সাল থেকে শহরের বাংলাস্কুল মোড় এলাকায় তার স্বামী কলেজ অধ্যক্ষ ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আফসার উদ্দিন বাবুলের পরিবারের বসবাস ছিল। বাড়ির সামনে পুকুর পাড় ও ঘাটনার ৫ শতাংশ জমিও ক্রয় সূত্রে রেকর্ডীয় মালিকও তারা। গতবছরের মে মাসে আফসার উদ্দিন বাবুল মারা যান। হঠাৎ করে বাড়ির সামনের জমি দকল করে দোকানঘর নির্মাণের অপচেষ্টা চালায় পৌর কাউন্সিলর রাজিয়া । এমন সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদ জানান ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমানসহ সাংবাদিকরা। এদিকে যে সন্ত্রাসীরা আফসার উদ্দিন বাবুলের স্ত্রীকে হুমকি ধামক্কি ও তার কাছে চাঁদা দাবি করেছে, তাদের গ্রেফতারেরও দাবি জানান সাংবাদিকরা। শাহীন আফসার অভিযোগ দেন, পৌর কাউন্সিলরের স্বামী জামালের ইন্দনে আলামিন শাহরিয়ার, সহীদ তালুকদার, আব্দুর রহমানসহ কয়েকজন তার কাছে বিষয়টি মীমাংসার নামে চাঁদা দাবি করেন। এই চক্রটি স্যোসাল মিডিয়ায় অপপ্রচার চালানোর হুমকি দেয়। এমন পরিস্থিতিতে পুলিশ এলে ওই চক্রটি সরে যায়। ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে তারা ওই এলাকায় গিয়ে পৌর কাউন্সিলর ও তার স্বামীকে দখল কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। একইসঙ্গে ওরা যাতে দখল করতে না পারে এ জন্য সীমানা প্রাচীর নির্মাণ করার পরামর্শ দেন। পৌর কাউন্সিলর ও তার স্বামী অবশ্য দাবি করেন, ওই জমির কিছু অংশ তাদের।

image
আরও খবর
সৌদি ফেরত রহমান’র মাল্টা বিপ্লব
রাজশাহীতে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন
রাজশাহীতে টাকা পেয়েও তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল
দশমিনায় চরাঞ্চলে খেসারির বাম্পার ফলনের সম্ভাবনা
নারায়ণগঞ্জে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৪টিকে জরিমানা
কেরানীগঞ্জে অবাধে চাষ হচ্ছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর
টঙ্গীতে পুলিশের সোর্স নিহত
রংপুরের ৮ জেলায় করোনা টিকা কার্যক্রম ৮ ফেব্রুয়ারি বরাদ্দ ৬০ হাজার
রূপগঞ্জে জামিনে এসে মামলা তুলতে বাদীকে হুমকি : বাড়ি ভাঙচুর
মোরেলগঞ্জে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা
শিকারির বড়শিতে ১৮ কেজির বোয়াল
ভালুকায় নির্বাচন কমিশন-প্রার্থী মতবিনিময়
৫৫ বছরের ইন্টারনাল সিগন্যাল সিস্টেমে রেলে বারবার দুর্ঘটনা পরিবর্তনের উদ্যোগ নেই
দৃষ্টি প্রতিবন্ধীর জমি দখল ও পরিবারের ওপর হামলার অভিযোগ
নবীনগরে হিলিপের কর্মশালা

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ , ১৪ মাঘ ১৪২৭, ১৪ জমাদিউস সানি ১৪৪২

ভোলায় সাংবাদিকের জমি দখল : কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধি, ভোলা

image

ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রয়াত সাংবাদিক আফসার উদ্দিন বাবুলের ৭০ বছরের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালানোর অভিযোগ ওঠেছে পৌর মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানার বিরুদ্ধে। দখলকাজে বাঁধা দেয়ায় মহিলা কাউন্সিলরের স্বামী জামাল ও তার ভাই মামুনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। নিরাপত্তাহীনতায় আছেন প্রয়াত সাংবাদিক আফসার উদ্দিন বাবুলের স্ত্রী শাহীনা আফসার। গত মঙ্গলবার তিনি সংবাদকে জানান, ১৯৫০ সাল থেকে শহরের বাংলাস্কুল মোড় এলাকায় তার স্বামী কলেজ অধ্যক্ষ ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আফসার উদ্দিন বাবুলের পরিবারের বসবাস ছিল। বাড়ির সামনে পুকুর পাড় ও ঘাটনার ৫ শতাংশ জমিও ক্রয় সূত্রে রেকর্ডীয় মালিকও তারা। গতবছরের মে মাসে আফসার উদ্দিন বাবুল মারা যান। হঠাৎ করে বাড়ির সামনের জমি দকল করে দোকানঘর নির্মাণের অপচেষ্টা চালায় পৌর কাউন্সিলর রাজিয়া । এমন সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদ জানান ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমানসহ সাংবাদিকরা। এদিকে যে সন্ত্রাসীরা আফসার উদ্দিন বাবুলের স্ত্রীকে হুমকি ধামক্কি ও তার কাছে চাঁদা দাবি করেছে, তাদের গ্রেফতারেরও দাবি জানান সাংবাদিকরা। শাহীন আফসার অভিযোগ দেন, পৌর কাউন্সিলরের স্বামী জামালের ইন্দনে আলামিন শাহরিয়ার, সহীদ তালুকদার, আব্দুর রহমানসহ কয়েকজন তার কাছে বিষয়টি মীমাংসার নামে চাঁদা দাবি করেন। এই চক্রটি স্যোসাল মিডিয়ায় অপপ্রচার চালানোর হুমকি দেয়। এমন পরিস্থিতিতে পুলিশ এলে ওই চক্রটি সরে যায়। ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে তারা ওই এলাকায় গিয়ে পৌর কাউন্সিলর ও তার স্বামীকে দখল কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। একইসঙ্গে ওরা যাতে দখল করতে না পারে এ জন্য সীমানা প্রাচীর নির্মাণ করার পরামর্শ দেন। পৌর কাউন্সিলর ও তার স্বামী অবশ্য দাবি করেন, ওই জমির কিছু অংশ তাদের।