নারায়ণগঞ্জে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৪টিকে জরিমানা

নারায়ণগঞ্জের অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে আরও চারটি ইটভাটাকে মোট ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বন্দর, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান চলে।

ইটভাটাগুলো হলো- অভিযানে বন্দর উপজেলার বারপাড়া এলাকার মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-১, মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-২, আড়াইহাজারের ফাউসা এলাকার মেসার্স এমবি ব্রিকস, মেসার্স জিএন ব্রিকস, রূপগঞ্জের তারাব পৌরসভার কর্ণগোপ এলাকার মেসার্স এ এস বি ব্রিকস-১ এবং মেসার্স এ এস বি ব্রিকস-২। এর মধ্যে মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-২ ও মেসার্স এ এস বি ব্রিকস-১ নামে ইটভাটা দু’টির চিমনী সম্পূর্ণরুপে ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে। হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-১ ও ২ এর মালিক আওয়ামী লীগ নেতা ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে পরিচালিত হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্গন করায় জরিমানা ও উচ্ছেদ করা হয়েছে।

আরও খবর
সৌদি ফেরত রহমান’র মাল্টা বিপ্লব
ভোলায় সাংবাদিকের জমি দখল : কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ
রাজশাহীতে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন
রাজশাহীতে টাকা পেয়েও তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল
দশমিনায় চরাঞ্চলে খেসারির বাম্পার ফলনের সম্ভাবনা
কেরানীগঞ্জে অবাধে চাষ হচ্ছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর
টঙ্গীতে পুলিশের সোর্স নিহত
রংপুরের ৮ জেলায় করোনা টিকা কার্যক্রম ৮ ফেব্রুয়ারি বরাদ্দ ৬০ হাজার
রূপগঞ্জে জামিনে এসে মামলা তুলতে বাদীকে হুমকি : বাড়ি ভাঙচুর
মোরেলগঞ্জে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা
শিকারির বড়শিতে ১৮ কেজির বোয়াল
ভালুকায় নির্বাচন কমিশন-প্রার্থী মতবিনিময়
৫৫ বছরের ইন্টারনাল সিগন্যাল সিস্টেমে রেলে বারবার দুর্ঘটনা পরিবর্তনের উদ্যোগ নেই
দৃষ্টি প্রতিবন্ধীর জমি দখল ও পরিবারের ওপর হামলার অভিযোগ
নবীনগরে হিলিপের কর্মশালা

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ , ১৪ মাঘ ১৪২৭, ১৪ জমাদিউস সানি ১৪৪২

নারায়ণগঞ্জে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৪টিকে জরিমানা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে আরও চারটি ইটভাটাকে মোট ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বন্দর, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান চলে।

ইটভাটাগুলো হলো- অভিযানে বন্দর উপজেলার বারপাড়া এলাকার মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-১, মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-২, আড়াইহাজারের ফাউসা এলাকার মেসার্স এমবি ব্রিকস, মেসার্স জিএন ব্রিকস, রূপগঞ্জের তারাব পৌরসভার কর্ণগোপ এলাকার মেসার্স এ এস বি ব্রিকস-১ এবং মেসার্স এ এস বি ব্রিকস-২। এর মধ্যে মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-২ ও মেসার্স এ এস বি ব্রিকস-১ নামে ইটভাটা দু’টির চিমনী সম্পূর্ণরুপে ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে। হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-১ ও ২ এর মালিক আওয়ামী লীগ নেতা ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে পরিচালিত হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্গন করায় জরিমানা ও উচ্ছেদ করা হয়েছে।