কেরানীগঞ্জে অবাধে চাষ হচ্ছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর

কেরানীগঞ্জ মডেল থানাধীন রামেরকান্দা-অগ্রখোলা সড়কের পাশে একটি পুকুরে প্রশাসনের নিষেধ অমান্যকরে নিষিদ্ধ রাক্ষুসী আফ্রিকান মাগুর মাছ চাষ অব্যাহত রয়েছে। সরকারিভাবে নিষিদ্ধ আফ্রিকান রাক্ষুসী মাগুর চাষ করায় মাছের খাদ্য হিসেবে ওই পুকুরে বয়লার মুরগির নাড়িভুড়ি, আবর্জনা ফেলায় দুর্গন্ধে পথচারী ও এলাকাবাসীর নার্ভিশ^াস উঠেছে। এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। গত মঙ্গলবার পুকুর এলাকায় সরেজমিন ঘুরে পথচারী ও এলাকাবাসী এসব তথ্য জানিয়েছেন।

পথচারী ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, তিন বছর আগে কেরানীগঞ্জের মডেল থানাধীন রামের কান্দা-অগ্রখোলা সড়কের পাশে দুই একর পুকুরটি বর্গা নিয়ে সরকারিভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ হতো। পুকুরে নিষিদ্ধ মাগুর মাছ চাষ করা রাক্ষুসী মাগুর মাছের খাদ্য হিসেবে বয়লার মুরগির নাড়িভুড়িসহ আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে দুর্গন্ধে এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে অন্যদিকে পথচারী ও আশপাশ এলাকার মানুষের নার্ভিশ^াস উঠছে। বছর খানেক আগে তৎকালীন কেরানীগঞ্জ উপজেলা ইউএনও মাইনুল আমিন এলিদ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নিষিদ্ধ আফ্রিকান রাক্ষুসে মাগুর মাছ চাষ বন্ধে ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান পরিচালনা করে রাক্ষুসে মাগুর মাছ চাষ বন্ধের নির্দেশ দেন। তাদের নিষেধ অমান্য করে পুনবায় সেখানে চাষ হচ্ছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর।

আরও খবর
সৌদি ফেরত রহমান’র মাল্টা বিপ্লব
ভোলায় সাংবাদিকের জমি দখল : কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ
রাজশাহীতে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন
রাজশাহীতে টাকা পেয়েও তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল
দশমিনায় চরাঞ্চলে খেসারির বাম্পার ফলনের সম্ভাবনা
নারায়ণগঞ্জে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৪টিকে জরিমানা
টঙ্গীতে পুলিশের সোর্স নিহত
রংপুরের ৮ জেলায় করোনা টিকা কার্যক্রম ৮ ফেব্রুয়ারি বরাদ্দ ৬০ হাজার
রূপগঞ্জে জামিনে এসে মামলা তুলতে বাদীকে হুমকি : বাড়ি ভাঙচুর
মোরেলগঞ্জে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা
শিকারির বড়শিতে ১৮ কেজির বোয়াল
ভালুকায় নির্বাচন কমিশন-প্রার্থী মতবিনিময়
৫৫ বছরের ইন্টারনাল সিগন্যাল সিস্টেমে রেলে বারবার দুর্ঘটনা পরিবর্তনের উদ্যোগ নেই
দৃষ্টি প্রতিবন্ধীর জমি দখল ও পরিবারের ওপর হামলার অভিযোগ
নবীনগরে হিলিপের কর্মশালা

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ , ১৪ মাঘ ১৪২৭, ১৪ জমাদিউস সানি ১৪৪২

কেরানীগঞ্জে অবাধে চাষ হচ্ছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)

কেরানীগঞ্জ মডেল থানাধীন রামেরকান্দা-অগ্রখোলা সড়কের পাশে একটি পুকুরে প্রশাসনের নিষেধ অমান্যকরে নিষিদ্ধ রাক্ষুসী আফ্রিকান মাগুর মাছ চাষ অব্যাহত রয়েছে। সরকারিভাবে নিষিদ্ধ আফ্রিকান রাক্ষুসী মাগুর চাষ করায় মাছের খাদ্য হিসেবে ওই পুকুরে বয়লার মুরগির নাড়িভুড়ি, আবর্জনা ফেলায় দুর্গন্ধে পথচারী ও এলাকাবাসীর নার্ভিশ^াস উঠেছে। এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। গত মঙ্গলবার পুকুর এলাকায় সরেজমিন ঘুরে পথচারী ও এলাকাবাসী এসব তথ্য জানিয়েছেন।

পথচারী ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, তিন বছর আগে কেরানীগঞ্জের মডেল থানাধীন রামের কান্দা-অগ্রখোলা সড়কের পাশে দুই একর পুকুরটি বর্গা নিয়ে সরকারিভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ হতো। পুকুরে নিষিদ্ধ মাগুর মাছ চাষ করা রাক্ষুসী মাগুর মাছের খাদ্য হিসেবে বয়লার মুরগির নাড়িভুড়িসহ আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে দুর্গন্ধে এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে অন্যদিকে পথচারী ও আশপাশ এলাকার মানুষের নার্ভিশ^াস উঠছে। বছর খানেক আগে তৎকালীন কেরানীগঞ্জ উপজেলা ইউএনও মাইনুল আমিন এলিদ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নিষিদ্ধ আফ্রিকান রাক্ষুসে মাগুর মাছ চাষ বন্ধে ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান পরিচালনা করে রাক্ষুসে মাগুর মাছ চাষ বন্ধের নির্দেশ দেন। তাদের নিষেধ অমান্য করে পুনবায় সেখানে চাষ হচ্ছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর।