রংপুরের ৮ জেলায় করোনা টিকা কার্যক্রম ৮ ফেব্রুয়ারি বরাদ্দ ৬০ হাজার

ভারত থেকে উপহার হিসেবে দেয়া করোনা টিকা থেকে রংপুর বিভাগের ৮ জেলার জন্য ৬০ হাজার টিকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে রংপুর বিভাগের ৮ জেলায় করোনার টিকা আনুষ্ঠানিকভাবে দেয়া শুরু হবে বলেও জানা গেছে। এদিকে করোনার টিকা নেবার জন্য বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ আগ্রহ প্রকাশ করেছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে ঢাকায় বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রংপুর বিভাগের জন্য আপাতত ৬০ হাজার টিকা দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর পর্যায় ক্রমে টিকার সংখ্যা চাহিদা অনুযায়ী বাড়ানো হবে বলেও জানা গেছে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া ৬০ হাজার টিকা বিভাগের ৮ জেলার জন্য জেলা ওয়ারী বন্টন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১০ মাসে রংপুর বিভাগের ৮ জেলায় করোনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১ হাজার ৭শ ৪৯ জনের এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ১৫ হাজার ৮শ ২৭ জনের। সুস্থ হয়েছে ১৪ হাজার ৯শ ৫৮ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছে ৩শ ৪ জন এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে দিনাজপুরে ১শ ৯ জন এরপরেই রয়েছে রংপুর জেলা এখানে মারা গেছে ৭৩ জন। সবচেয়ে কম মারা গেছে লালমনিরহাটে ১১ জন।

আরও খবর
সৌদি ফেরত রহমান’র মাল্টা বিপ্লব
ভোলায় সাংবাদিকের জমি দখল : কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ
রাজশাহীতে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন
রাজশাহীতে টাকা পেয়েও তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল
দশমিনায় চরাঞ্চলে খেসারির বাম্পার ফলনের সম্ভাবনা
নারায়ণগঞ্জে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৪টিকে জরিমানা
কেরানীগঞ্জে অবাধে চাষ হচ্ছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর
টঙ্গীতে পুলিশের সোর্স নিহত
রূপগঞ্জে জামিনে এসে মামলা তুলতে বাদীকে হুমকি : বাড়ি ভাঙচুর
মোরেলগঞ্জে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা
শিকারির বড়শিতে ১৮ কেজির বোয়াল
ভালুকায় নির্বাচন কমিশন-প্রার্থী মতবিনিময়
৫৫ বছরের ইন্টারনাল সিগন্যাল সিস্টেমে রেলে বারবার দুর্ঘটনা পরিবর্তনের উদ্যোগ নেই
দৃষ্টি প্রতিবন্ধীর জমি দখল ও পরিবারের ওপর হামলার অভিযোগ
নবীনগরে হিলিপের কর্মশালা

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ , ১৪ মাঘ ১৪২৭, ১৪ জমাদিউস সানি ১৪৪২

রংপুরের ৮ জেলায় করোনা টিকা কার্যক্রম ৮ ফেব্রুয়ারি বরাদ্দ ৬০ হাজার

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

ভারত থেকে উপহার হিসেবে দেয়া করোনা টিকা থেকে রংপুর বিভাগের ৮ জেলার জন্য ৬০ হাজার টিকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে রংপুর বিভাগের ৮ জেলায় করোনার টিকা আনুষ্ঠানিকভাবে দেয়া শুরু হবে বলেও জানা গেছে। এদিকে করোনার টিকা নেবার জন্য বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ আগ্রহ প্রকাশ করেছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে ঢাকায় বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রংপুর বিভাগের জন্য আপাতত ৬০ হাজার টিকা দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর পর্যায় ক্রমে টিকার সংখ্যা চাহিদা অনুযায়ী বাড়ানো হবে বলেও জানা গেছে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া ৬০ হাজার টিকা বিভাগের ৮ জেলার জন্য জেলা ওয়ারী বন্টন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১০ মাসে রংপুর বিভাগের ৮ জেলায় করোনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১ হাজার ৭শ ৪৯ জনের এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ১৫ হাজার ৮শ ২৭ জনের। সুস্থ হয়েছে ১৪ হাজার ৯শ ৫৮ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছে ৩শ ৪ জন এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে দিনাজপুরে ১শ ৯ জন এরপরেই রয়েছে রংপুর জেলা এখানে মারা গেছে ৭৩ জন। সবচেয়ে কম মারা গেছে লালমনিরহাটে ১১ জন।