ভালোবাসা দিবসে এসডি রুবেলের ‘তোর মাঝে বাঁচি আমি’

সংগীতশিল্পী এসডি রুবেল করোনাকালেও নতুন গানে নিয়মিত কণ্ঠ দিয়ে যাচ্ছেন। স্টেজ অনুষ্ঠানে না গাইলেও মৌলিক গানে নিয়মিত তিনি। গানগুলো নিয়মিত প্রকাশও হচ্ছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথমদিকে প্রকাশ হয়েছে তার কথা, সুর, সংগীত ও কণ্ঠে ‘জীবনে চাওয়া পাওয়ার ব্যবধান থাকবে’ গানটি। এসডি রুবেল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া চলতি মাসের শেষ দিন ‘আমার একটা তুমি ছিলে’ শিরোনামের গান প্রকাশ হবে। রাসেল ইব্রাহিমের কথায় গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এটির সুরও করেছেন তিনি। তবে আগামী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষেও নতুন একটি গান তৈরি করেছেন এসডি রুবেল।‘তোর মাঝে বাঁচি আমি’ শিরোনামের এই গানটির কথা, সুর ও কণ্ঠ এই শিল্পীর। নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘আমি সবসময় শ্রোতাদের কাছে জীবন্ত থাকতে চাই নতুন গান দিয়ে। তাই যে কোনো পরিস্থিতিতেই গানকে সঙ্গী করে চলি। প্রকাশিতব্য গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ , ১৪ মাঘ ১৪২৭, ১৪ জমাদিউস সানি ১৪৪২

ভালোবাসা দিবসে এসডি রুবেলের ‘তোর মাঝে বাঁচি আমি’

বিনোদন প্রতিবেদক |

image

সংগীতশিল্পী এসডি রুবেল করোনাকালেও নতুন গানে নিয়মিত কণ্ঠ দিয়ে যাচ্ছেন। স্টেজ অনুষ্ঠানে না গাইলেও মৌলিক গানে নিয়মিত তিনি। গানগুলো নিয়মিত প্রকাশও হচ্ছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথমদিকে প্রকাশ হয়েছে তার কথা, সুর, সংগীত ও কণ্ঠে ‘জীবনে চাওয়া পাওয়ার ব্যবধান থাকবে’ গানটি। এসডি রুবেল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া চলতি মাসের শেষ দিন ‘আমার একটা তুমি ছিলে’ শিরোনামের গান প্রকাশ হবে। রাসেল ইব্রাহিমের কথায় গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এটির সুরও করেছেন তিনি। তবে আগামী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষেও নতুন একটি গান তৈরি করেছেন এসডি রুবেল।‘তোর মাঝে বাঁচি আমি’ শিরোনামের এই গানটির কথা, সুর ও কণ্ঠ এই শিল্পীর। নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘আমি সবসময় শ্রোতাদের কাছে জীবন্ত থাকতে চাই নতুন গান দিয়ে। তাই যে কোনো পরিস্থিতিতেই গানকে সঙ্গী করে চলি। প্রকাশিতব্য গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’