পাথরঘাটায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে

এমপির নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর বাড়িঘরে হামলা-ভাঙচুর শ্রমিক ইউনিয়ন অফিসে আগুন

বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে স্থানীয় এমপি শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে আ’লীগের মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকনের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের বাড়িঘর ভাঙচুরসহ এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরতর আহত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল, পাথরঘাটা থানার ওসি শাহবুদ্দিন ও ওসি (তদন্ত) সাঈদ আহম্মেদ ও স্থানীয় কয়েকজন সাংবাদিকসহ অর্ধশতাধিক লোক। ওসি (তদন্ত) সাঈদ আহম্মেদসহ বেশ কয়েকজনকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় সোহেলের শ্রমিক ইউনিয়ন অফিসে আগুন দেয়া হয়। স্থানীয় সংবাদ কর্মীরা ঘটনার ছবি তুলতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে যমুনা টিভির বরগুনা প্রতিনিধি ফেরদৌস খান ইমন ও ক্যামেরাম্যান, সমকালের পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, আমাদের সময়ের পাথরঘাটা প্রতিনিধি কাজী রাকিব গুরতর আহত হন। সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুর করে পাথরঘাটা কেজি স্কুল রোড পুকুরে ফেলে দেয়া হয়। মোহনা টিভির সাংবাদিক সুমন ইসলামকে না পেয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে তার দোকানে থাকা ৪টি ক্যামেরা, ৩টি ল্যাপটপ ও ৩টি কম্পিউটারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করা হয়।

র‌্যাব-৮ ও পাথরঘাটা থানা পুলিশ সাংবাদিক ও সাধারণ মানুষকে রক্ষা করতে গেলে ইট-পাটকেল ছোঁড়া হয়। র‌্যাব-৮ এর গাড়ি ভাঙচুর করা হয়। পাথরঘাটা থানার ওসি শাহবুদ্দিন ও তদন্ত ওসি সাঈদ আহম্মেদসহ পুলিশের অন্তত ১০ সদস্য আহত হন। আহতদের মধ্যে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাঈদ আহম্মেদসহ বেশ কয়েকজনকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন ও পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেনের নেতৃত্বে একদল লোক পাথরঘাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ-এর পাথরঘাটা প্রতিনিধি জাফর ইকবালের ওপর হামলার চেষ্টা করে। তবে জাফর ইকবাল কৌশলে প্রাণে রক্ষা পান। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাফর ইকবাল ও তার পরিবার। পাথরঘাটা সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উল্লেখ্য, পাথরঘাটা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ ৩০ জানুয়ারি। এলাকাবাসী জানায়, এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীসহ মোট ৫ প্রার্থী অংশগ্রহণ করছেন।

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ , ১৪ মাঘ ১৪২৭, ১৪ জমাদিউস সানি ১৪৪২

পাথরঘাটায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে

এমপির নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর বাড়িঘরে হামলা-ভাঙচুর শ্রমিক ইউনিয়ন অফিসে আগুন

বাকী বিল্লাহ, ঢাকা

image

পাথরঘাটায় স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর -সংবাদ

বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে স্থানীয় এমপি শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে আ’লীগের মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকনের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের বাড়িঘর ভাঙচুরসহ এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরতর আহত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল, পাথরঘাটা থানার ওসি শাহবুদ্দিন ও ওসি (তদন্ত) সাঈদ আহম্মেদ ও স্থানীয় কয়েকজন সাংবাদিকসহ অর্ধশতাধিক লোক। ওসি (তদন্ত) সাঈদ আহম্মেদসহ বেশ কয়েকজনকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় সোহেলের শ্রমিক ইউনিয়ন অফিসে আগুন দেয়া হয়। স্থানীয় সংবাদ কর্মীরা ঘটনার ছবি তুলতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে যমুনা টিভির বরগুনা প্রতিনিধি ফেরদৌস খান ইমন ও ক্যামেরাম্যান, সমকালের পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, আমাদের সময়ের পাথরঘাটা প্রতিনিধি কাজী রাকিব গুরতর আহত হন। সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুর করে পাথরঘাটা কেজি স্কুল রোড পুকুরে ফেলে দেয়া হয়। মোহনা টিভির সাংবাদিক সুমন ইসলামকে না পেয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে তার দোকানে থাকা ৪টি ক্যামেরা, ৩টি ল্যাপটপ ও ৩টি কম্পিউটারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করা হয়।

র‌্যাব-৮ ও পাথরঘাটা থানা পুলিশ সাংবাদিক ও সাধারণ মানুষকে রক্ষা করতে গেলে ইট-পাটকেল ছোঁড়া হয়। র‌্যাব-৮ এর গাড়ি ভাঙচুর করা হয়। পাথরঘাটা থানার ওসি শাহবুদ্দিন ও তদন্ত ওসি সাঈদ আহম্মেদসহ পুলিশের অন্তত ১০ সদস্য আহত হন। আহতদের মধ্যে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাঈদ আহম্মেদসহ বেশ কয়েকজনকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন ও পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেনের নেতৃত্বে একদল লোক পাথরঘাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ-এর পাথরঘাটা প্রতিনিধি জাফর ইকবালের ওপর হামলার চেষ্টা করে। তবে জাফর ইকবাল কৌশলে প্রাণে রক্ষা পান। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাফর ইকবাল ও তার পরিবার। পাথরঘাটা সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উল্লেখ্য, পাথরঘাটা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ ৩০ জানুয়ারি। এলাকাবাসী জানায়, এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীসহ মোট ৫ প্রার্থী অংশগ্রহণ করছেন।