শেয়ারবাজারে সামান্য উত্থান

সপ্তাহের শেষ কার্যদিবস সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও আগের কার্যদিবসের মতো হাজার কোটি টাকার নিচেই রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৪১ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৫ কোটি ১৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯০৫ কোটি ৯০ লাখ টাকার। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৪.৩৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৫১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২.৬০ পয়েন্ট এবং সিডিএসইটি ৬.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮০.৩৯ পয়েন্টে, ২১৯১.২০ পয়েন্ট এবং ১২৩০.৯৩ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৪টির বা ৩৭.৩৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩১টির বা ৩৬.৪৯ শতাংশের এবং ৯৪টির বা ২৬.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১১.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০০.০৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে, কমেছে ৮৬টির আর ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬২ লাখ ২৭ হাজার ৭৪৭টি শেয়ার ৪৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার লাফার্জহোলসিমের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ২৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।

এছাড়া আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১০ লাখ ৯২ হাজার টাকার, আমান ফিডের ৯ লাখ ১৮ হাজার টাকার, এপেক্স স্পিনিংয়ের ৫ লাখ টাকার, এপিএসসিএল বন্ডের ১১ লাখ ৫৭ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১৫ লাখ ৭৭ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ লাখ ৩২ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ১২ লাখ ১৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২৯ লাখ ৬৭ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৬৬ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৪ লাখ ৭৫ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৯৬ লাখ ৪৭ হাজার টাকার, ডিবিএইচের ১২ লাখ ৮০ হাজার টাকার, আইএফআইসির ৭ লাখ ৬০ হাজার টাকার, মেরিকোর ৯৭ লাখ ৭ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১১ লাখ ৫৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২১ লাখ ৬৭ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১১ লাখ ৭৯ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ৫০ হাজার টাকার, সি পার্লের ২৫ লাখ ৪ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ১৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৪টির বা ৩৭.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজের। গত বুধবার মিরাকলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর গতকাল ২.৭০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান ফিডের ৯.০৯ শতাংশ, বেক্সিমকোর ৮.১৪ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৭.৪২ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৬.৯৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬.৪২ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.৬৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪.৫৮ শতাংশ এবং বিকন ফার্মার শেয়ার দর ৪.২৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৬.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। আগের কার্যদিবসের মতো গতকালও শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এনার্জিপ্যাক পাওয়ারের। গত বুধবার এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৬.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭১.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর গতকাল ৪.৭০ টাকা বা ৬.১৫ শতাংশ কমেছে।

শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ , ১৫ মাঘ ১৪২৭, ১৫ জমাদিউস সানি ১৪৪২

শেয়ারবাজারে সামান্য উত্থান

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের শেষ কার্যদিবস সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও আগের কার্যদিবসের মতো হাজার কোটি টাকার নিচেই রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৪১ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৫ কোটি ১৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯০৫ কোটি ৯০ লাখ টাকার। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৪.৩৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৫১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২.৬০ পয়েন্ট এবং সিডিএসইটি ৬.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮০.৩৯ পয়েন্টে, ২১৯১.২০ পয়েন্ট এবং ১২৩০.৯৩ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৪টির বা ৩৭.৩৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩১টির বা ৩৬.৪৯ শতাংশের এবং ৯৪টির বা ২৬.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১১.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০০.০৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে, কমেছে ৮৬টির আর ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬২ লাখ ২৭ হাজার ৭৪৭টি শেয়ার ৪৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার লাফার্জহোলসিমের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ২৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।

এছাড়া আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১০ লাখ ৯২ হাজার টাকার, আমান ফিডের ৯ লাখ ১৮ হাজার টাকার, এপেক্স স্পিনিংয়ের ৫ লাখ টাকার, এপিএসসিএল বন্ডের ১১ লাখ ৫৭ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১৫ লাখ ৭৭ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ লাখ ৩২ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ১২ লাখ ১৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২৯ লাখ ৬৭ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৬৬ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৪ লাখ ৭৫ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৯৬ লাখ ৪৭ হাজার টাকার, ডিবিএইচের ১২ লাখ ৮০ হাজার টাকার, আইএফআইসির ৭ লাখ ৬০ হাজার টাকার, মেরিকোর ৯৭ লাখ ৭ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১১ লাখ ৫৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২১ লাখ ৬৭ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১১ লাখ ৭৯ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ৫০ হাজার টাকার, সি পার্লের ২৫ লাখ ৪ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ১৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৪টির বা ৩৭.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজের। গত বুধবার মিরাকলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর গতকাল ২.৭০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান ফিডের ৯.০৯ শতাংশ, বেক্সিমকোর ৮.১৪ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৭.৪২ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৬.৯৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬.৪২ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.৬৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪.৫৮ শতাংশ এবং বিকন ফার্মার শেয়ার দর ৪.২৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৬.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। আগের কার্যদিবসের মতো গতকালও শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এনার্জিপ্যাক পাওয়ারের। গত বুধবার এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৬.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭১.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর গতকাল ৪.৭০ টাকা বা ৬.১৫ শতাংশ কমেছে।