নারী দিবসের গানে সুর করলেন আলম আরা মিনু

গান গাওয়ার পাশাপাশি গুণী সঙ্গীতশিল্পী আলম আরা মিনু মাঝে মাঝে নিজেই গান লিখেন, নিজেই সুর করেন। আবার অন্যের লেখা গানও সুর করেন। এবার তিনি নারী দিবসের জন্য একটি গানের সুর করেছেন। গানের শিরোনাম ‘শোন পৃথিবী শোন’। গানটি লিখেছেন গীতিকার অধরা জাহান। এরইমধ্যে গানের সুর করার কাজ শেষে গানটির সঙ্গীতায়োজনের কাজ করছেন মানাম আহমেদ। আসছে নারী দিবসেই (৮ মার্চ) গানটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে একটি স্যাটেলাইট চ্যানেলে। গানটিতে ছয়জন নারী সঙ্গীতশিল্পী কণ্ঠ দিবেন। একজন প্রখ্যাত অভিনয় শিল্পী আবৃত্তি করবেন এবং একজন দেশ সেরা মডেল, নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করবেন। আরও আছে বেশকিছু আয়োজন, জানালেন গানটির সার্বিক তত্ত্বাবধানকারী গীতিকার অধরা জাহান। তিনি বলেন, ‘কিছু ইউনিক কাজ করে যেতে চাই। যে কারণে অনেক কষ্ট করে হলেও এই কাজগুলো করার চেষ্টা করি। কেউ পাশে থাকে না। আবার এমন কেউ কেউ পাশে এসে দাঁড়ান যা কল্পনারও বাইরে। যাইহোক আমি আর মিনু আপা আমাদের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি যেন কাজটি ভালো হয়।’ আলম আরা মিনু বলেন, ‘অধরা আর আমার বাসা বলা যায় পাশাপাশিই। অধরা আমাকে ভীষণ ভালোলাবাসে, শ্রদ্ধা করে। অনেকটা জোর করেই আমার ভেতর থেকে শোন পৃথিবী শোন গানটির সুর সৃষ্টি করিয়ে নিলো।,

আকিলের লেখা গান ‘রাত কাটে না ঘুম আসে না জেগে থাকি সারা রাত’ গানটির প্রথম সুর করেন আলম আরা মিনু। পরবর্তীতে নিজের লেখা গান ‘কত খবর নিতা আগে আষাঢ় শ্রাবণ পৌষ মাঘে’ গানটির সুর করেন। পরবর্তীতে আরও কিছু গানের সুর করেন তিনি।

শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ , ১৫ মাঘ ১৪২৭, ১৫ জমাদিউস সানি ১৪৪২

নারী দিবসের গানে সুর করলেন আলম আরা মিনু

বিনোদন প্রতিবেদক |

image

গান গাওয়ার পাশাপাশি গুণী সঙ্গীতশিল্পী আলম আরা মিনু মাঝে মাঝে নিজেই গান লিখেন, নিজেই সুর করেন। আবার অন্যের লেখা গানও সুর করেন। এবার তিনি নারী দিবসের জন্য একটি গানের সুর করেছেন। গানের শিরোনাম ‘শোন পৃথিবী শোন’। গানটি লিখেছেন গীতিকার অধরা জাহান। এরইমধ্যে গানের সুর করার কাজ শেষে গানটির সঙ্গীতায়োজনের কাজ করছেন মানাম আহমেদ। আসছে নারী দিবসেই (৮ মার্চ) গানটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে একটি স্যাটেলাইট চ্যানেলে। গানটিতে ছয়জন নারী সঙ্গীতশিল্পী কণ্ঠ দিবেন। একজন প্রখ্যাত অভিনয় শিল্পী আবৃত্তি করবেন এবং একজন দেশ সেরা মডেল, নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করবেন। আরও আছে বেশকিছু আয়োজন, জানালেন গানটির সার্বিক তত্ত্বাবধানকারী গীতিকার অধরা জাহান। তিনি বলেন, ‘কিছু ইউনিক কাজ করে যেতে চাই। যে কারণে অনেক কষ্ট করে হলেও এই কাজগুলো করার চেষ্টা করি। কেউ পাশে থাকে না। আবার এমন কেউ কেউ পাশে এসে দাঁড়ান যা কল্পনারও বাইরে। যাইহোক আমি আর মিনু আপা আমাদের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি যেন কাজটি ভালো হয়।’ আলম আরা মিনু বলেন, ‘অধরা আর আমার বাসা বলা যায় পাশাপাশিই। অধরা আমাকে ভীষণ ভালোলাবাসে, শ্রদ্ধা করে। অনেকটা জোর করেই আমার ভেতর থেকে শোন পৃথিবী শোন গানটির সুর সৃষ্টি করিয়ে নিলো।,

আকিলের লেখা গান ‘রাত কাটে না ঘুম আসে না জেগে থাকি সারা রাত’ গানটির প্রথম সুর করেন আলম আরা মিনু। পরবর্তীতে নিজের লেখা গান ‘কত খবর নিতা আগে আষাঢ় শ্রাবণ পৌষ মাঘে’ গানটির সুর করেন। পরবর্তীতে আরও কিছু গানের সুর করেন তিনি।