বর্ণনাথের ‘দহন’এ সাব্বির-তানজিকা

‘দহন’ নামে অনেক নাটক চলচ্চিত্রই হয়েছে। এবার তরুণ নির্মাতা বর্ণনাথ নির্মাণ করেছেন ‘দহন’ নামে আরকটি নাটক। এটি রচনা করেছেন স্বাধীন শাহ, মমর রুবেল ও বর্ণনাথ মিলে। নাটকের গল্পে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও তানজিকা আমিন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘দুটো চরিত্রের উপরই মূলত নাটকটি ফোকাস। স্বামী স্ত্রীর গল্প। তাদের ডিভোর্স হয়। কিন্তু ডিভোর্স হওয়ার আগে তারা আলাদা রুমে থাকতে শুরু করে। এখান থেকেই মূলত গল্পের শুরু। বর্ণনাথ একজন বিচক্ষণ পরিচালক। একজন ঠাণ্ডা মাথার পরিচালক। ভালোভাবে কাজ করার মানসিকতা তার মধ্যে আছে। আর এই নাটকে আমার সহশিল্পী তানজিকা, আমার সঙ্গে তার অনেকগুলো নাটকে কাজ করা হয়েছে। তার সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকই দর্শকপ্রিয় হয়েছে। যে কারণে দহন’ নাটকটি নিয়ে আমি আশাবাদী।’

তানজিকা আমিন বলেন, ‘দহন নাটকের স্ক্রিপ্টটা খুবই সুন্দর। আমি এবং সাব্বির ভাই বর্ণনাথের নির্দেশনা মতো চেষ্টা করেছি ভালোভাবে কাজটি করতে। দর্শক ভালো বলতে পারবেন, নাটকটি কেমন হলো। আর সহশিল্পী হিসেবে মীর সাব্বির ভাই ভীষণ সহযোগিতা পরায়ন।’ ‘গ্যাংস্টার গলি’ নামের সাত পর্বের ঈদের নাটকেও অভিনয় করেছেন মীর সাব্বির ও তানজিকা আমিন।

তানজিকা আমিন তৌকীর আহমেদের পরিচালনায় ‘রূপালী জোৎ¯œা’ ও আল হাজেনের পরিচালনায় ‘মেহমান’ ধারাবাহিকে অভিনয় করছেন। তার অভিনিত ‘মেহমান’ নাটক এনটিভিতে প্রচারের অপেক্ষায়। এদিকে মীর সাব্বির শেষ করেছেন তার জীবনের প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’র কাজ। ইচ্ছে রয়েছে তার আগামী স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তি দেবার। এই সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন মীর সাব্বির নিজেই।

শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ , ১৫ মাঘ ১৪২৭, ১৫ জমাদিউস সানি ১৪৪২

বর্ণনাথের ‘দহন’এ সাব্বির-তানজিকা

বিনোদন প্রতিবেদক |

image

‘দহন’ নামে অনেক নাটক চলচ্চিত্রই হয়েছে। এবার তরুণ নির্মাতা বর্ণনাথ নির্মাণ করেছেন ‘দহন’ নামে আরকটি নাটক। এটি রচনা করেছেন স্বাধীন শাহ, মমর রুবেল ও বর্ণনাথ মিলে। নাটকের গল্পে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও তানজিকা আমিন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘দুটো চরিত্রের উপরই মূলত নাটকটি ফোকাস। স্বামী স্ত্রীর গল্প। তাদের ডিভোর্স হয়। কিন্তু ডিভোর্স হওয়ার আগে তারা আলাদা রুমে থাকতে শুরু করে। এখান থেকেই মূলত গল্পের শুরু। বর্ণনাথ একজন বিচক্ষণ পরিচালক। একজন ঠাণ্ডা মাথার পরিচালক। ভালোভাবে কাজ করার মানসিকতা তার মধ্যে আছে। আর এই নাটকে আমার সহশিল্পী তানজিকা, আমার সঙ্গে তার অনেকগুলো নাটকে কাজ করা হয়েছে। তার সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকই দর্শকপ্রিয় হয়েছে। যে কারণে দহন’ নাটকটি নিয়ে আমি আশাবাদী।’

তানজিকা আমিন বলেন, ‘দহন নাটকের স্ক্রিপ্টটা খুবই সুন্দর। আমি এবং সাব্বির ভাই বর্ণনাথের নির্দেশনা মতো চেষ্টা করেছি ভালোভাবে কাজটি করতে। দর্শক ভালো বলতে পারবেন, নাটকটি কেমন হলো। আর সহশিল্পী হিসেবে মীর সাব্বির ভাই ভীষণ সহযোগিতা পরায়ন।’ ‘গ্যাংস্টার গলি’ নামের সাত পর্বের ঈদের নাটকেও অভিনয় করেছেন মীর সাব্বির ও তানজিকা আমিন।

তানজিকা আমিন তৌকীর আহমেদের পরিচালনায় ‘রূপালী জোৎ¯œা’ ও আল হাজেনের পরিচালনায় ‘মেহমান’ ধারাবাহিকে অভিনয় করছেন। তার অভিনিত ‘মেহমান’ নাটক এনটিভিতে প্রচারের অপেক্ষায়। এদিকে মীর সাব্বির শেষ করেছেন তার জীবনের প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’র কাজ। ইচ্ছে রয়েছে তার আগামী স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তি দেবার। এই সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন মীর সাব্বির নিজেই।