মমতাজের কণ্ঠে আসছে নতুন দুই গান

নতুন দুইটি গানে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। হাসান মতিউর রহমানের কথায় গান দুটির সুর করেছেন নাজির মাহমুদ। গান দুটির সংগীতে পরিচালক ছিলেন মুসফিক লিটু। গত মঙ্গলবার রাজধানীর মৌচাকের লং প্লে স্টুডিওতে ‘যেদিন লাশ হবে’ ও ‘আমি কি তোর পর’ শিরোনামের গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার ‘বাড়ির ওই পূর্বধারে’ গানের জন্য ২০১৯ সালের শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এই গানটিরও সঙ্গীত পরিচালনা করেছিলেন মুসফিক লিটু।

গীতিকার হাসান মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, একটি গান রোমান্টিক ও অন্যটি বিরহের। দুটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। ভিডিওতে গায়িকা হয়েই দর্শকদের সামনে আসবেন মমতাজ। গান দুটি সাউন্ডটেক ও ধ্রুব মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে বলেও জানান তিনি। এদিকে, যোগ্য করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে ২০১৯-২০২০ কর বছরে ট্যাক্স কার্ড পেতে যাচ্ছেন মমতাজ। তার সঙ্গে সঙ্গীতাঙ্গন থেকে আরও ট্যাক্স কার্ড পাচ্ছেনÑসঙ্গীতশিল্পী তাহসান খান, এবং নজরুল সঙ্গীতশিল্পী শাহীন সামাদ।

শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ , ১৫ মাঘ ১৪২৭, ১৫ জমাদিউস সানি ১৪৪২

মমতাজের কণ্ঠে আসছে নতুন দুই গান

বিনোদন প্রতিবেদক |

image

নতুন দুইটি গানে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। হাসান মতিউর রহমানের কথায় গান দুটির সুর করেছেন নাজির মাহমুদ। গান দুটির সংগীতে পরিচালক ছিলেন মুসফিক লিটু। গত মঙ্গলবার রাজধানীর মৌচাকের লং প্লে স্টুডিওতে ‘যেদিন লাশ হবে’ ও ‘আমি কি তোর পর’ শিরোনামের গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার ‘বাড়ির ওই পূর্বধারে’ গানের জন্য ২০১৯ সালের শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এই গানটিরও সঙ্গীত পরিচালনা করেছিলেন মুসফিক লিটু।

গীতিকার হাসান মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, একটি গান রোমান্টিক ও অন্যটি বিরহের। দুটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। ভিডিওতে গায়িকা হয়েই দর্শকদের সামনে আসবেন মমতাজ। গান দুটি সাউন্ডটেক ও ধ্রুব মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে বলেও জানান তিনি। এদিকে, যোগ্য করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে ২০১৯-২০২০ কর বছরে ট্যাক্স কার্ড পেতে যাচ্ছেন মমতাজ। তার সঙ্গে সঙ্গীতাঙ্গন থেকে আরও ট্যাক্স কার্ড পাচ্ছেনÑসঙ্গীতশিল্পী তাহসান খান, এবং নজরুল সঙ্গীতশিল্পী শাহীন সামাদ।