জহির রায়হানের প্রয়াণ দিবসে ম্যুভিয়ানার আয়োজন

সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে বাংলাদেশের চলচ্চিত্রের অভিভাবক জহির রায়হান নিহত হন। আগামীকাল ৩০ জানুয়ারি জহির রায়হানের প্রয়াণের ৪৯তম দিবস। এই দিনটিকে স্মরণে রেখে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হান স্মরণ ও জহির রায়হানের চিন্তা ও কর্মের বিশ্লেষণমূলক বিশেষ বক্তৃতার আয়োজন করেছে। আয়োজনটি আগামী ৩০ জানুয়ারি ২০২১, শনিবার, রাত ৮টা ৩০ মিনিটে অনলাইনে অনুষ্ঠিত হবে।

জহির রায়হান স্মরণ এবং জহির রায়হানের চিন্তা ও কর্মের বিশ্লেষণমূলক বিশেষ বক্তৃতার এই আয়োজনে ‘জহির রায়হান : ক্যামেরা যখন রাইফেল’ শিরোনামে বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক, লেখক ও চলচ্চিত্র সংসদকর্মী মাহমুদুল হোসেন। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

অনলাইন এই আয়োজনটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ফেসবুক পেজ {যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/গড়ারুধহধ} হতে সরাসরি সম্প্রচার করা হবে।

শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ , ১৫ মাঘ ১৪২৭, ১৫ জমাদিউস সানি ১৪৪২

জহির রায়হানের প্রয়াণ দিবসে ম্যুভিয়ানার আয়োজন

বিনোদন প্রতিবেদক |

image

সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে বাংলাদেশের চলচ্চিত্রের অভিভাবক জহির রায়হান নিহত হন। আগামীকাল ৩০ জানুয়ারি জহির রায়হানের প্রয়াণের ৪৯তম দিবস। এই দিনটিকে স্মরণে রেখে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হান স্মরণ ও জহির রায়হানের চিন্তা ও কর্মের বিশ্লেষণমূলক বিশেষ বক্তৃতার আয়োজন করেছে। আয়োজনটি আগামী ৩০ জানুয়ারি ২০২১, শনিবার, রাত ৮টা ৩০ মিনিটে অনলাইনে অনুষ্ঠিত হবে।

জহির রায়হান স্মরণ এবং জহির রায়হানের চিন্তা ও কর্মের বিশ্লেষণমূলক বিশেষ বক্তৃতার এই আয়োজনে ‘জহির রায়হান : ক্যামেরা যখন রাইফেল’ শিরোনামে বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক, লেখক ও চলচ্চিত্র সংসদকর্মী মাহমুদুল হোসেন। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

অনলাইন এই আয়োজনটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ফেসবুক পেজ {যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/গড়ারুধহধ} হতে সরাসরি সম্প্রচার করা হবে।